- Sat Jul 11, 2020 5:39 pm#2911
#পদার্থবিজ্ঞান
১।প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কতটি ?
= ৪টি । মহাকর্ষ , তাড়িত চৌম্বক , দুর্বল নিউক্লিয়, সবল নিউক্লিয়
২।ঘড়ির কাঁটার গতি কীরুপ?
= পর্যাবৃত্ত গতি
৩।বোসন কণা করা নাম অনুসারে করা হয়েছে?
= সতেন্দ্রনাথ বোস
৪।কোন গাড়িতে হার্ড ব্রেক কষলে গাড়িটি না থেমে খানিকটা অগ্রসর হয় - এটি কোন ঘর্ষণ ?
= পিছলানো ঘর্ষণ
৫।কোন ঘর্ষণের কারণে প্যারাসুটের আরোহী ধীরে ধীরে মাটিতে নিরাপদে নেমে আসে?
= প্রবাহী ঘর্ষণ
৬। পৃথিবীর কোন বল সবচেয়ে বেশি শক্তিশালী ?
= সবল নিউক্লিয়
৭।কাজ কোন রাশি?
= স্কেলার
৮।তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কোনটি?
= কয়লা
৯। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
= মিথেন
১০।ভূ-পৃষ্ঠ থেকে কোন বস্তুকে উপরে তুললে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হয়?
= অভিকর্ষ
১১। ছাদ থেকে ফেলা ইট/ পাথর , টান টান স্প্রীং এ কোন শক্তি থাকে?
= গতিশক্তি ( যখন স্থির থাকে তখন বিভব শক্তি )
১২। সর্বপ্রথম জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে কোথায় বিদ্যুৎ উৎপন্ন হয়?
= ফ্রান্সে
১৩।গলিত শীলাকে কী বলে?
= ম্যাগমা
১৪।ভূ- তাপীয় শক্তিকে কাজে লাগিয়ে কোথায় বিদ্যুৎ উৎপন্ন হয়?
-= নিউজিল্যান্ড
১৫।বায়োমাস কী?
= সৌর শক্তির একটি অংশ সবুজ গাছ পালা দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিরুপে গাছপালার বিভিন্ন অংশে মজুদ থাকে । এটি সাধারণত হাইড্রোজেন ও কার্বন দিয়ে গঠিত।
১৬। নবায়ন যোগ্য শক্তির অন্যতম উৎস কোনটি?
= বায়োমাস
১৭। ঝরনার পানি নিচে পতিত হলে কোন শক্তির রুপান্তর হয়
= বিভব শক্তি গতিশক্তিতে
১৮। ১ অশ্ব ক্ষমতা = কত ওয়াট?
= ৭৪৬
১৯। কোন বৈদ্যুতিক বাতির গায়ে 60w লেখা থাকা অর্থ কী?
= বাতিটি প্রতি সেকেন্ডে ৬০ জুল তড়িৎ শক্তিকে তাপ ও আলোক শক্তিকে রুপান্তর করে
২০।বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনের সময়ে উড়ানো বেলুনে কোন গ্যাস থাকে?
= হাইড্রোজেন
২১।পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ কত?
= ১০ নিউটন অথবা ৭৬ সে.মি. পারদ স্তম্ভের চাপ
২২।এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের কত %?
= ৩০%
২৩। পদার্থের চতুর্থ অবস্থার না কী?
= প্লাজমা
২৪। প্লাজমা কী?
= অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস । প্লাজমার বড় উৎস সূর্য
২৫। তাপ ও কাজের একক কী?
= জুল। ১ক্যালরি = ৪.২ জুল ।
২৬। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত?
= ২৭৩ কেলভিন
২৭।একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত?
= ৯৮.৪ ডিগ্রী ফারেনহাইট বা ৩৬.৮৯ সেলসিয়াস ।
২৮।রেল লাইন নির্মাণের সময় দুটো রেল যেখানে মিলিত হয় , সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন ?
= তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য
২৯।ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
= বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে ।
৩০। শব্দ কোন ধরনের তরঙ্গ?
= অনুদৈর্ঘ তরঙ্গ
১।প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কতটি ?
= ৪টি । মহাকর্ষ , তাড়িত চৌম্বক , দুর্বল নিউক্লিয়, সবল নিউক্লিয়
২।ঘড়ির কাঁটার গতি কীরুপ?
= পর্যাবৃত্ত গতি
৩।বোসন কণা করা নাম অনুসারে করা হয়েছে?
= সতেন্দ্রনাথ বোস
৪।কোন গাড়িতে হার্ড ব্রেক কষলে গাড়িটি না থেমে খানিকটা অগ্রসর হয় - এটি কোন ঘর্ষণ ?
= পিছলানো ঘর্ষণ
৫।কোন ঘর্ষণের কারণে প্যারাসুটের আরোহী ধীরে ধীরে মাটিতে নিরাপদে নেমে আসে?
= প্রবাহী ঘর্ষণ
৬। পৃথিবীর কোন বল সবচেয়ে বেশি শক্তিশালী ?
= সবল নিউক্লিয়
৭।কাজ কোন রাশি?
= স্কেলার
৮।তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কোনটি?
= কয়লা
৯। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
= মিথেন
১০।ভূ-পৃষ্ঠ থেকে কোন বস্তুকে উপরে তুললে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হয়?
= অভিকর্ষ
১১। ছাদ থেকে ফেলা ইট/ পাথর , টান টান স্প্রীং এ কোন শক্তি থাকে?
= গতিশক্তি ( যখন স্থির থাকে তখন বিভব শক্তি )
১২। সর্বপ্রথম জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে কোথায় বিদ্যুৎ উৎপন্ন হয়?
= ফ্রান্সে
১৩।গলিত শীলাকে কী বলে?
= ম্যাগমা
১৪।ভূ- তাপীয় শক্তিকে কাজে লাগিয়ে কোথায় বিদ্যুৎ উৎপন্ন হয়?
-= নিউজিল্যান্ড
১৫।বায়োমাস কী?
= সৌর শক্তির একটি অংশ সবুজ গাছ পালা দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিরুপে গাছপালার বিভিন্ন অংশে মজুদ থাকে । এটি সাধারণত হাইড্রোজেন ও কার্বন দিয়ে গঠিত।
১৬। নবায়ন যোগ্য শক্তির অন্যতম উৎস কোনটি?
= বায়োমাস
১৭। ঝরনার পানি নিচে পতিত হলে কোন শক্তির রুপান্তর হয়
= বিভব শক্তি গতিশক্তিতে
১৮। ১ অশ্ব ক্ষমতা = কত ওয়াট?
= ৭৪৬
১৯। কোন বৈদ্যুতিক বাতির গায়ে 60w লেখা থাকা অর্থ কী?
= বাতিটি প্রতি সেকেন্ডে ৬০ জুল তড়িৎ শক্তিকে তাপ ও আলোক শক্তিকে রুপান্তর করে
২০।বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনের সময়ে উড়ানো বেলুনে কোন গ্যাস থাকে?
= হাইড্রোজেন
২১।পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ কত?
= ১০ নিউটন অথবা ৭৬ সে.মি. পারদ স্তম্ভের চাপ
২২।এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের কত %?
= ৩০%
২৩। পদার্থের চতুর্থ অবস্থার না কী?
= প্লাজমা
২৪। প্লাজমা কী?
= অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস । প্লাজমার বড় উৎস সূর্য
২৫। তাপ ও কাজের একক কী?
= জুল। ১ক্যালরি = ৪.২ জুল ।
২৬। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত?
= ২৭৩ কেলভিন
২৭।একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত?
= ৯৮.৪ ডিগ্রী ফারেনহাইট বা ৩৬.৮৯ সেলসিয়াস ।
২৮।রেল লাইন নির্মাণের সময় দুটো রেল যেখানে মিলিত হয় , সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন ?
= তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য
২৯।ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
= বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে ।
৩০। শব্দ কোন ধরনের তরঙ্গ?
= অনুদৈর্ঘ তরঙ্গ