- Sat Jul 11, 2020 5:27 pm#2910
এসিডের স্বাদ – টক ।
ক্ষারের স্বাদ – তিক্ত ।
ড্রাইসেলের তড়িৎচালক বল – ১.৫ ভোল্ট ।
ধাতুর ক্ষয়রোধ করার জন্য – ইলেক্ট্রোপ্লেটিং করা হয় ।
নিউট্রন অনুপস্থিত – হাইড্রোজেনে ।
আ্যকোয়াম ১৫০ একটি – অত্যাধুনিক পানি বিশোধক যন্ত্র ।
ভিনেগার হলো – এ্যসিটিক এসিডের (৪-৮)% জলীয় দ্রবণ ।
প্রসাধনী ও সাবান তৈরীতে ব্যবহৃত হয় – গ্লিসারিণ ।
বাজারে প্রাপ্ত মদের নাম – ইথাইল এ্যালকোহল ।
স্যাকারিন প্রস্তুত হয় – টলুইন থেকে ।
চিটাগুড় তৈরী হয় – ইথানল থেকে ।
রাবার হলো – হাইড্রোকার্বনের পলিমার ।
ফরমিক এসিডের অম্লিয়গুণের পাশাপাশি – ক্ষারীয় গুণ বিদ্যমান ।
কৃ্ত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবহৃত হয় – নাইট্রোজেন গ্যাস ।
গ্রিক শব্দ গ্রাফাইট অর্থ – আমি লিখি ।
ডিম পঁচা গন্ধযুক্ত গ্যাস – হাইড্রোজেন সালফাইড (H2S)।
রসুনের মতো গন্ধ – শ্বেত ফসফরাসের ।
সিলিকনের পারমানবিক সংখ্যা – ১৪ ।
নাইট্রোজেনের পারমানবিক সংখ্যা – ৭ ।
অ্যাসবেষ্টস হলো – এক ধরনের অগ্নি নিরোধক খনিজ ।
পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু – ওসমিয়াম (প্লাটিনাম জাতীয়) ।
সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল ধাতু – পারদ ।
সাধারণ তাপমাত্রায় তরল অধাতু – ব্রোমিন ।
সবচেয়ে হালকা ধাতু – লিথিয়াম ।
ভূ-ত্বকে সবচেয়ে বেশী পাওয়া যায় – অ্যালুমিনিয়াম (৭%) ।
পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু – ক্যালিফোর্নিয়াম ।
মানুষ যে খনিজ পদার্থ বেশী খায় – ক্যালসিয়াম ।
স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয় – ক্যারেট দিয়ে ।
কাগজে ঘষলে দাগ কাটে – লেড ।
প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় – অ্যালুমিনিয়াম ।
একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবাহী – গ্রাফাইট ।
ক্ষারের স্বাদ – তিক্ত ।
ড্রাইসেলের তড়িৎচালক বল – ১.৫ ভোল্ট ।
ধাতুর ক্ষয়রোধ করার জন্য – ইলেক্ট্রোপ্লেটিং করা হয় ।
নিউট্রন অনুপস্থিত – হাইড্রোজেনে ।
আ্যকোয়াম ১৫০ একটি – অত্যাধুনিক পানি বিশোধক যন্ত্র ।
ভিনেগার হলো – এ্যসিটিক এসিডের (৪-৮)% জলীয় দ্রবণ ।
প্রসাধনী ও সাবান তৈরীতে ব্যবহৃত হয় – গ্লিসারিণ ।
বাজারে প্রাপ্ত মদের নাম – ইথাইল এ্যালকোহল ।
স্যাকারিন প্রস্তুত হয় – টলুইন থেকে ।
চিটাগুড় তৈরী হয় – ইথানল থেকে ।
রাবার হলো – হাইড্রোকার্বনের পলিমার ।
ফরমিক এসিডের অম্লিয়গুণের পাশাপাশি – ক্ষারীয় গুণ বিদ্যমান ।
কৃ্ত্রিম উপায়ে ফল পাকাতে ব্যবহৃত হয় – নাইট্রোজেন গ্যাস ।
গ্রিক শব্দ গ্রাফাইট অর্থ – আমি লিখি ।
ডিম পঁচা গন্ধযুক্ত গ্যাস – হাইড্রোজেন সালফাইড (H2S)।
রসুনের মতো গন্ধ – শ্বেত ফসফরাসের ।
সিলিকনের পারমানবিক সংখ্যা – ১৪ ।
নাইট্রোজেনের পারমানবিক সংখ্যা – ৭ ।
অ্যাসবেষ্টস হলো – এক ধরনের অগ্নি নিরোধক খনিজ ।
পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু – ওসমিয়াম (প্লাটিনাম জাতীয়) ।
সাধারণ তাপমাত্রায় একমাত্র তরল ধাতু – পারদ ।
সাধারণ তাপমাত্রায় তরল অধাতু – ব্রোমিন ।
সবচেয়ে হালকা ধাতু – লিথিয়াম ।
ভূ-ত্বকে সবচেয়ে বেশী পাওয়া যায় – অ্যালুমিনিয়াম (৭%) ।
পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু – ক্যালিফোর্নিয়াম ।
মানুষ যে খনিজ পদার্থ বেশী খায় – ক্যালসিয়াম ।
স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয় – ক্যারেট দিয়ে ।
কাগজে ঘষলে দাগ কাটে – লেড ।
প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় – অ্যালুমিনিয়াম ।
একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবাহী – গ্রাফাইট ।