Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#2909
এসিড নীল লিটমাসকে – লাল করে ।
ক্ষার লাল লিটমাসকে – নীল করে ।
স্টেইনলেস স্টিলে থাকে – ক্রোমিয়াম, নিকেল ও লোহা ।
ইস্পাতে কার্বনের পরিমান – ০.১৫ – ১.৫ % ।
রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে – পরমাণু ।
ইস্পাতে সুনিয়ন্ত্রিত – কার্বন থাকে ।
রাজঅম্ল হলো – নাইট্রিক এসিড (HNO3) ও হাইড্রোক্লোরিক এসিডের (HCl) এর ১ : ৩ অনুপাতের মিশ্রণ ।
ক্লোরোপিকরিন (CCl3NO2) বলে – কাঁদুন গ্যাস ।
পানি হলো – অক্সিজেন ও হাইড্রোজেন এর মিশ্রণ ।
পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন এর অনুপাত – ১ : ২ ।
কার্বন একটি – বহুরুপী মৌল ।
সাবান তৈরীর প্রধান উপাদান – চর্বি ।
সর্বোত্তম তড়িৎ বাহক – তামা (Cu) ।
ইউরিয়া সারের প্রধান কাঁচামাল – মিথেন গ্যাস, প্রাকৃতিক গ্যাস, নাইট্রোজেন ।
বাতাসে মিথেনের পরিমান – ০.০০০০২% ।
ওজোন (O3)এর রং – গাঢ় নীল ।
সাবানের রাসায়নিক নাম – সোডিয়াম স্টিয়ারেট ।
স্বর্ণ গলাতে সাহায্য করে – রাজঅম্ল ।
ওজোন স্তরের সর্বাপেক্ষা ক্ষতিকর গ্যাস – ক্লোরিন (Cl)।
ধাতু হিসাবে কিসের ব্যবহার সবচেয়ে বেশী – লোহার ।
বায়ু একটি – মিশ্র পদার্থ ।
কঠিন, তরল ও বায়বীয় এ তিন অবস্থায় থাকতে পারে – পানি ।
পেট্রোলবাহি ট্রাকের নিচে ধাতব পাত ঝুলিয়ে রাখা হয় – দূর্ঘটনা রোধের জন্য ।
কার্বোরটরে মিশানো হয় জ- বায়ু ও গ্যাসোলোনের বাস্প ।
রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় – আ্যমোনিয়া ও ফ্রেয়ন ।
উপধাতু যে সব মৌল কখনো কখনো ধাতুর মতো আবার কখনো কখনো অধাতুর মতো আচরন করে – সিলিকন ।
পানির স্ফুটনাংক – ১০০০ সেন্টিগ্রেড ।
পানিকে তড়িৎ বিশ্লেষণ করলে পাওয়া যায় – অক্সিজেন ও হাইড্রোজেন ।
সাধারন লবনকে তড়িৎ বিশ্লেষণ করলে পাওয়া যায় – ক্লোরিন ও সোডিয়াম ।
এসিডের Ph – ৭ এর কম ।
ক্ষারে Ph – ৭ এর বেশী ।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    336 Views
    by mousumi
    0 Replies 
    189 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1262 Views
    by bdchakriDesk
    0 Replies 
    199 Views
    by raihan
    0 Replies 
    1138 Views
    by mousumi

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]