- Sat Apr 18, 2020 9:30 pm#2535
পদার্থ - মিশ্রণ, খাটি বস্তু
মিশ্রণ - অসমসত্ত্ব মিশ্রণ ও সমসত্ত্ব মিশ্রণ
খাটি বস্তু - মৌল, যৌগ
মৌল - অধাতু ও ধাতু।
১। মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে?
উ: যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোন সরল বস্তুতে রূপান্তরিত করা যায় না, তাকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয়। যেমনঃ হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সোনা, তামা, লোহা ইত্যাদি।
২। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত?
উ: ১১৮।
৩। প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কত?
উ: ৯২।
৪। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে হালকা মৌলের নাম কি?
উ: হাইড্রোজেন।
৫। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌলের নাম কি?
উ: ইউরোনিয়াম।
৬। সর্বশেষ আবিষ্কৃত মৌলের নাম কি?
উ: রঞ্জেনিয়াম।
৭। মৌলিক পদার্থকে গুণের ক্রমানুসারে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?
উ: দুইটি। যথা: ধাতু এবং অধাতু।
৮। যৌগ বা যৌগিক পদার্থ কাকে বলে?
উ: যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগ বা যৌগিক পদার্থ বলা হয়। যেমনঃ চিনি, পানি, লবণ, কার্বন-ডাই অক্সাইড ইত্যাদি।
৯। মিশ্রণ কাকে বলে?
উ: দুই বা ততোধিক পদার্থকে যে কোন অনুপাতে একত্রে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলা হয়।
১০। পানি কি ধরনের পদার্থ ---যৌগিক/মিশ্র?
উ: পানি একটি যৌগিক পদার্থ কারণ-
ক. দুইটি মৌল হাইড্রোজেন ও অক্সিজেন নির্দিষ্ট ভর অনুপাতে পরস্পর যুক্ত হয়ে পানি উৎপন্ন করে।
খ. পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের নিজ নিজ ধর্ম বজায় থাকে না।
১১। বায়ু কি ধরনের পদার্থ --- যৌগিক/মিশ্র?
উ: বায়ু একটি মিশ্র পদার্থ কারণ বায়ুতে উপাদান মৌলসমূহ যেমনঃ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বনডাইঅক্সাইড ইত্যাদি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে।
পদার্থের পরিবর্তনঃ
১২। পদার্থের পরিবর্তন কত ধরনের ও কি কি?
উ: পদার্থের পরিবর্তন দুই ধরনের। যথাঃ ক. ভৌত বা অবস্থানগত পরিবর্তন খ. রাসায়নিক পরিবর্তন্
১৩। ভৌত বা অবস্থানগত পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো লিখ।
উ: ভৌত বা অবস্থানগত পরিবর্তনের বৈশিষ্ট্য নিম্নরূপঃ
• কোন নতুন ধরনের বস্তু সৃষ্টি হয় না।
• বস্তুর ভৌত ধর্মের পরিবর্তন হয়।
• বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয় না।
• বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না।
• এ পরিবর্তন অস্থায়ী। সাধারণ পরিবর্তনের কারণ (যেমন- তাপ ও চাপ) সরিয়ে নিলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে।
• তাপশক্তির শোষণ বা উদগিরণ ঘটতে পারে, নাও ঘটতে পারে।
১৪। রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো লিখ।
উ: রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য নিম্নরূপঃ
• সম্পূর্ণ নতুন ধরনের এক বা একাধিক বস্তু সৃষ্টি হয়।
• বস্তুর ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়।
• বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন অণুর সৃষ্টি হয়।
• বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়।
• এ পরিবর্তন স্থায়ী। বস্তুকে পূর্বের অবস্থায় সহজে ফিরিয়ে আনা যায় না।
• তাপশক্তির শোষণ বা উদগিরণ অবশ্য ঘটবে।
১৫। একটি লোহার টুকরাকে চুম্বক দ্বারা ঘর্ষণ করলে তা চুম্বকত্ব প্রাপ্ত হল -- ইহা কি ধরনের পরিবর্তন এবং কেন?
উ: ইহা ভৌত বা অবস্থানগত পরিবর্তন। কারণ চুম্বক দ্বারা ঘর্ষণ করলে লোহা হতে অন্য কোন পদার্থের সৃষ্টি হয় না। আবার, চুম্বকত্ব প্রাপ্ত লোহার টুকরোকে উত্তপ্ত করলে তা চুম্বকত্ব হারিয়ে সাধারণ লোহায় রূপান্তরিত হয়।
১৬। এক টুকরা লোহা বহুদিন আর্দ্র বাতাসে রাখায় তাতে মরিচা পড়ল -- ইহা কি ধরনের পরিবর্তন? ব্যাখ্যা কর।
উ: ইহা রাসায়নিক পরিবর্তন। কারণ লোহাকে বহুদিন আর্দ্র বাতাসে রেখে দিলে তার উপর বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্প বিক্রিয়ায় পানিযুক্ত ফেরিক অক্সাইড উৎপন্ন হয়, যা মরিচা নামে পরিচিত। মরিচার ধর্ম লোহা, অক্সিজেন ও পানি হতে সম্পূর্ণ ভিন্ন।
১৭। পানিকে ঠাণ্ডা করলে তা বরফে পরিণত হল -- কি ধরনের পরিবর্তন?
উ: ভৌত পরিবর্তন।
১৮। পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হল -- এটা কি ধরনের পরিবর্তন?
উ: ভৌত পরিবর্তন।
১৯। চিনিকে পানিতে দ্রবীভূত করা- কি ধরনের পরিবর্তন?
উ: ভৌত পরিবর্তন।
২০। দুধকে ছানায় পরিণত করা -- কি ধরনের পরিবর্তন?
উ: রাসায়নিক পরিবর্তন।
২১। চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা কি ধরনের পরিবর্তন?
উ: রাসায়নিক পরিবর্তন।
২২। মোমবাতি জ্বলার সময় উত্তাপে মোমের কিছু অংশ গলে যায় এটা কি ধরনের পরিবর্তন?
উ: ভৌত পরিবর্তন।
২৩। মোমবাতির দহন কি ধরনের পরিবর্তন?
উ: রাসায়নিক পরিবর্তন।
২৪। দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো কি ধরনের পরিবর্তন?
উ: রাসায়নিক পরিবর্তন।
২৫। পানির তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া গেল এটা কি ধরনের পরিবর্তন?
উ: রাসায়নিক।
মিশ্রণ - অসমসত্ত্ব মিশ্রণ ও সমসত্ত্ব মিশ্রণ
খাটি বস্তু - মৌল, যৌগ
মৌল - অধাতু ও ধাতু।
১। মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে?
উ: যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোন সরল বস্তুতে রূপান্তরিত করা যায় না, তাকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয়। যেমনঃ হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সোনা, তামা, লোহা ইত্যাদি।
২। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত?
উ: ১১৮।
৩। প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কত?
উ: ৯২।
৪। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে হালকা মৌলের নাম কি?
উ: হাইড্রোজেন।
৫। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌলের নাম কি?
উ: ইউরোনিয়াম।
৬। সর্বশেষ আবিষ্কৃত মৌলের নাম কি?
উ: রঞ্জেনিয়াম।
৭। মৌলিক পদার্থকে গুণের ক্রমানুসারে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?
উ: দুইটি। যথা: ধাতু এবং অধাতু।
৮। যৌগ বা যৌগিক পদার্থ কাকে বলে?
উ: যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগ বা যৌগিক পদার্থ বলা হয়। যেমনঃ চিনি, পানি, লবণ, কার্বন-ডাই অক্সাইড ইত্যাদি।
৯। মিশ্রণ কাকে বলে?
উ: দুই বা ততোধিক পদার্থকে যে কোন অনুপাতে একত্রে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলা হয়।
১০। পানি কি ধরনের পদার্থ ---যৌগিক/মিশ্র?
উ: পানি একটি যৌগিক পদার্থ কারণ-
ক. দুইটি মৌল হাইড্রোজেন ও অক্সিজেন নির্দিষ্ট ভর অনুপাতে পরস্পর যুক্ত হয়ে পানি উৎপন্ন করে।
খ. পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের নিজ নিজ ধর্ম বজায় থাকে না।
১১। বায়ু কি ধরনের পদার্থ --- যৌগিক/মিশ্র?
উ: বায়ু একটি মিশ্র পদার্থ কারণ বায়ুতে উপাদান মৌলসমূহ যেমনঃ নাইট্রোজেন, অক্সিজেন, কার্বনডাইঅক্সাইড ইত্যাদি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে।
পদার্থের পরিবর্তনঃ
১২। পদার্থের পরিবর্তন কত ধরনের ও কি কি?
উ: পদার্থের পরিবর্তন দুই ধরনের। যথাঃ ক. ভৌত বা অবস্থানগত পরিবর্তন খ. রাসায়নিক পরিবর্তন্
১৩। ভৌত বা অবস্থানগত পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো লিখ।
উ: ভৌত বা অবস্থানগত পরিবর্তনের বৈশিষ্ট্য নিম্নরূপঃ
• কোন নতুন ধরনের বস্তু সৃষ্টি হয় না।
• বস্তুর ভৌত ধর্মের পরিবর্তন হয়।
• বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয় না।
• বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না।
• এ পরিবর্তন অস্থায়ী। সাধারণ পরিবর্তনের কারণ (যেমন- তাপ ও চাপ) সরিয়ে নিলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে।
• তাপশক্তির শোষণ বা উদগিরণ ঘটতে পারে, নাও ঘটতে পারে।
১৪। রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো লিখ।
উ: রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য নিম্নরূপঃ
• সম্পূর্ণ নতুন ধরনের এক বা একাধিক বস্তু সৃষ্টি হয়।
• বস্তুর ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়।
• বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন অণুর সৃষ্টি হয়।
• বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়।
• এ পরিবর্তন স্থায়ী। বস্তুকে পূর্বের অবস্থায় সহজে ফিরিয়ে আনা যায় না।
• তাপশক্তির শোষণ বা উদগিরণ অবশ্য ঘটবে।
১৫। একটি লোহার টুকরাকে চুম্বক দ্বারা ঘর্ষণ করলে তা চুম্বকত্ব প্রাপ্ত হল -- ইহা কি ধরনের পরিবর্তন এবং কেন?
উ: ইহা ভৌত বা অবস্থানগত পরিবর্তন। কারণ চুম্বক দ্বারা ঘর্ষণ করলে লোহা হতে অন্য কোন পদার্থের সৃষ্টি হয় না। আবার, চুম্বকত্ব প্রাপ্ত লোহার টুকরোকে উত্তপ্ত করলে তা চুম্বকত্ব হারিয়ে সাধারণ লোহায় রূপান্তরিত হয়।
১৬। এক টুকরা লোহা বহুদিন আর্দ্র বাতাসে রাখায় তাতে মরিচা পড়ল -- ইহা কি ধরনের পরিবর্তন? ব্যাখ্যা কর।
উ: ইহা রাসায়নিক পরিবর্তন। কারণ লোহাকে বহুদিন আর্দ্র বাতাসে রেখে দিলে তার উপর বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্প বিক্রিয়ায় পানিযুক্ত ফেরিক অক্সাইড উৎপন্ন হয়, যা মরিচা নামে পরিচিত। মরিচার ধর্ম লোহা, অক্সিজেন ও পানি হতে সম্পূর্ণ ভিন্ন।
১৭। পানিকে ঠাণ্ডা করলে তা বরফে পরিণত হল -- কি ধরনের পরিবর্তন?
উ: ভৌত পরিবর্তন।
১৮। পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হল -- এটা কি ধরনের পরিবর্তন?
উ: ভৌত পরিবর্তন।
১৯। চিনিকে পানিতে দ্রবীভূত করা- কি ধরনের পরিবর্তন?
উ: ভৌত পরিবর্তন।
২০। দুধকে ছানায় পরিণত করা -- কি ধরনের পরিবর্তন?
উ: রাসায়নিক পরিবর্তন।
২১। চাল সিদ্ধ করে ভাতে পরিণত করা কি ধরনের পরিবর্তন?
উ: রাসায়নিক পরিবর্তন।
২২। মোমবাতি জ্বলার সময় উত্তাপে মোমের কিছু অংশ গলে যায় এটা কি ধরনের পরিবর্তন?
উ: ভৌত পরিবর্তন।
২৩। মোমবাতির দহন কি ধরনের পরিবর্তন?
উ: রাসায়নিক পরিবর্তন।
২৪। দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো কি ধরনের পরিবর্তন?
উ: রাসায়নিক পরিবর্তন।
২৫। পানির তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া গেল এটা কি ধরনের পরিবর্তন?
উ: রাসায়নিক।