Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#2525
৩২। হাইপোগ্লাইসেমিয়া কি?
উ: রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়াকে হাইপোগ্লাইসেমিয়া বলে।

৩৩। হাইপারগ্লাইসেমিয়া কি?
উ: রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়াকে হাইপারগ্লাইসেমিয়া বলে।

৩৪। ডায়াবেটিস কি?
উ: ডায়াকেটিম গল ইনসুলিন হরমোনের অভাব জনিত রোগ। এতে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। প্রসাবে গ্লুকোজের উপস্থিতি এ রোগের অন্যতম সনাক্তকারী বৈশিষ্ট্য।

৩৫। ডায়াবেটিস বা বহুমূত্র রোগের লক্ষণ কি?
উ: ডায়াবেটিস বা বহুমূত্র রোগের লক্ষণ নিম্নরূপঃ
• ঘন ঘন প্রস্রাব হওয়া ।
• ক্ষুধা বেশি লাগা।
• ঘন ঘন পানির পিপাসা পাওয়া।
• শরীরের ওজন কমে যাওয়া ইত্যাদি।

৩৬। চিনি জাতীয় খাবারের সাথে ডায়াবেটিসের সম্পর্ক কি?
উ: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয় - প্রচলিত এ ধারণা সঠিক নয় কিন্তু এ রোগ হয়ে গেলে চিনি জাতীয় খাবার পরিহার করা উচিত কারণ এতে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখা সহজ হয়।

৩৭। ডায়াবেটিকে রোগীর দীর্ঘমেয়াদী কি কি জটিলতা দেখা দেয়?
উ: ডায়াবেটিক রোগীর বিভিন্ন দীর্ঘমেয়াদী জটিলতা দেখা দেয়ঃ
• কিডনী নষ্ট হয়ে যেতে পারে।
• চোখ অন্ধ হয়ে যেতে পারে।
• পায়ে ক্ষত বা ঘায়ের তৈরি হয়ে।
• হার্ট এটাক এবং স্ট্রোকের ঝুকি বেড়ে যায়।

৩৮। ডায়াবেটিস রোগের চিকিৎসা কি?
উ: ডায়াবেটিস রোগের চিকিৎসায় নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া হয়ঃ
• নিয়মিত ব্যায়াম করা এবং শরীরের ওজন স্বাভাবিক রাখা।
• শর্করা জাতীয় খাদ্য কম খাওয়া।
• ঔষধঃ ইনসুলিন, মেটফরমিন ইত্যাদি।

৩৯। বায়োটেকনোলজির মাধ্যমে কোন কোন হরমোন তৈরি করা হয়?
উ: ইনসুলিন, সোমাটোস্টাটিন, গ্রোথ হরমোন, থাইরোট্রপিন, থাইমোপোয়েটিন।

৪০। ইনসুলিন প্রথম কত সালে কোন দেশে আবিষ্কৃত হয়?
উ: ১৯২২ সালে জার্মানিতে।

৪১। ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কেন?
উ: অ্যাডরিনালিন হরমোনের জন্য।

৪২। অ্যাডরিনালিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
উ: অ্যাডরেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি।

৪৩। শুক্রাশয় হতে কি হরমোন নিঃসৃত হয়?
উ: টেসটোস্টেরন।

৪৪। দাড়ি গোফ গজায় কোন হরমোনের জন্য?
উ: টেসটোস্টেরন।

৪৫। ডিম্বাশয় হতে কি হরমোন নিঃসৃত হয়?
উ: ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন।

৪৬। মহিলাদের রজঃচক্র নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
উ: ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    386 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    210 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]