Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
By rafique
#2425
১। কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে?
উঃ ক্যাটল ফিস, অক্টোপাস ইত্যাদি।

২। মানুষের হৃদপিন্ডের ওজন কত?
উঃ ৩০০ গ্রাম।

৩। পেরিকার্ডিয়াম কি?
উঃ হৃদপিন্ড দ্বিস্তরবিশিষ্ট ঝিল্লী দ্বারা আবৃত; একে পেরিকার্ডিয়াম বলে।

৪। মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি ও কি কি? তাদের অবস্থান লিখ।
উঃ চারটি। যথাঃ
উপরের দিকে দুটি অলিন্দ – ডান ও বাম অলিন্দ।
নিচের দিকে দুটি নিলয় – ডান ও বাম নিলয়।

৫। ব্যাঙের হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি ও কি কি?
উঃ তিনটি। যথাঃ দুটি অলিন্দ (ডান ও বাম অলিন্দ) এবং একটি নিলয়।

৬। কুমিরের হৃদপিন্ড কত প্রকোষ্ঠবিশিষ্ঠ?
উঃ ৪।

৭। আরশোলার হৃদপিন্ড কত প্রকোষ্ঠবিশিষ্ট?
উঃ ১৩।

৮। হৃদচক্র কাকে বলে?
উঃ হৃদপিন্ডের প্রতিটি স্পন্দনে হৃদপিন্ডের পরিবর্তনগুলোর যে চক্রাকার পরিবর্তন ঘটে, তাকে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলে।

৯। একটি হৃদচক্রের গড় স্থিতিকাল কত?
উঃ ০.৮ সেকেন্ড।

১০। সিস্টোল কি?
উঃ হৃদপিন্ডের সংকোচন।

১১। সিস্টোলিক চাপ কি?
উঃ হৃদপিন্ডের সংকোচন চাপ।

১২। ডায়াস্টোল কি?
উঃ হৃদপিন্ডের প্রসারণজনিত চাপ।

১৩। হার্ট সাউন্ড কত প্রকার?
উঃ চার ধরনের।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১। যে প্রাণীর তিনটি হৃৎপিণ্ডু রয়েছে—
- কাটল ফিস
২। হৃদপিন্ডে আবরণকারী পদার্থের নাম?
- পেরিকার্ডিয়াম
৩। মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
- চারটি
৪। ব্যাঙের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে?
- তিনটি
৫। ডায়াস্টোল বলতে বুঝায়-
- হৃৎপিন্ডের প্রসারণ
৬। হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয়-
- ডায়াস্টোল
৭। হৃৎপিন্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয়-
- সিস্টোল
৮। সিস্টোলিক চাপ বলতে বোঝায় –
- হৃৎপিন্ডের সংকোচন চাপ
৯। হার্ট সাউন্ড কত ধরনের?
- চার ধরনের