Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#2359
১। ভাইরাস শব্দের অর্থ কি?
উত্তরঃ ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ বিষ।
২। ভাইরাসের বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ ভাইরাসের বৈশিষ্ট্য নিম্নরূপঃ
- ভাইরাস হল অতি আণুবীক্ষণিক অকোষীয় রাসায়নিক বস্তু যা প্রোটিন ও নিউক্লিক এসিড দ্বারা গঠিত।
- পোষক দেহের অত্যন্তরে সক্রিয় হয় এবং সংখ্যা বৃদ্ধি করে। পোষক দেহের বাহিরে জড় পদার্থের ন্যায় অবস্থান করে।
৩। ভাইরাসকে জীব ও জড়ের যোগসূত্র স্থাপনকারী বলা হয় কেন?
উত্তরঃ ভাইরাসে জীব ও জড় উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান।
জীবের বৈশিষ্ট্যঃ
- এতে DNA বা RNA আছে।
- জীব কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে।
- পরিব্যক্তি দেখা যায়।
- জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়।
জড়ের বৈশিষ্ট্যঃ
- কোষপ্রাচীর, কোষঝিল্লী, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, সজীব অঙ্গাণু ও বিপাকীয় এনজাইম নেই। তাই এটি অকোষীয় রাসায়নিক বস্তু।
- জৈবনিক কার্যকলাপ সজীব কোষের বাহিরে হতে পারে না।
৪। ভাইরাস উদ্ভিদের দেহে কি কি রোগ তৈরি করে?
উত্তরঃ তামাকের মোজাইক রোগ, ধানের টুংগো রোগ।
৫। ভাইরাস প্রাণিদেহে কি কি রোগ তৈরি করে?
উত্তরঃ গরু, ভেড়া, ছাগল, শুকুর মহিষের পা ও মুখের ঘা, গরুর বসন্ত রোগ তৈরি করে।
৬। ভাইরাস মানবদেহে কি রোগ তৈরি করে?
উত্তরঃ গুটি বসন্ত, জল বসন্ত, জন্ডিস (হেপাটাইটিস), জলাতঙ্ক, AIDS, SARS, পোলিও, হাম, হার্পিস, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) ইত্যাদি।
৭। ব্যাকটেরিওফাজ কি?
উত্তরঃ এক ধরনের ভাইরাস যা ব্যাক্টেরিয়ার দেহে পরজীবী হিসাবে বাস করে।
৮। AIDS এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Acquired Immuno Deficiency syndrome.
৯। AIDS এর জন্য কোন ভাইরাস দায়ী?
উত্তরঃ HIV ভাইরাস (Human Immunodeficiency Virus).
১০। AIDS কিভাবে ছড়ায়?
উত্তরঃ এইডস্ প্রধানত তিন ভাবে ছড়ায়ঃ
- HIV+ve রোগীর রক্ত কোন সুস্থ মানুষের শরীরে প্রবেশ করলে। যেমনঃ এইডস রোগীর রক্তগ্রহণ, এইডস রোগীর ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার করা ইত্যাদি।
- HIV+ve রোগীর সাথে যৌন সংগম।
- HIV+ve মায়ের কাছ থেকে অমরার মাধ্যমে বাচ্চার শরীরে প্রবেশ করতে পারে।
১১। জন্ডিস বা হেপাটাইটিস এর কারণ কি?
উত্তরঃ Hepatitis A, B, C, D, E virus.
১২। কোন হেপাটাইটিস ভাইরাস বেশি খারাপ?
উত্তরঃ হেপাটাইটিস B, C (chronic hepatitis) এর জন্য দায়ী।
১৩। খাদ্য, পানির মাধ্যমে ছড়ায় কোন Hepatitis ভাইরাস?
উত্তরঃ Hepatitis A, E.
১৪। রক্ত ও যৌন সংগমের মাধ্যমে ছড়ায় কোন Hepatitis ভাইরাস?
উত্তরঃ Hepatitis B, C, D.
১৫। Chronic Hepatitis হলে ক্ষতি হয়?
উত্তরঃ লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার হয়ে মানুষ মারা যেতে পারে।
১৬। AIDS রোগী মৃত্যুর কারণ কি?
উত্তরঃ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় বলে বিভিন্ন রোগ জীবাণু আক্রমণ করে। এতেই রোগীর মৃত্যু হয়।
১৭। বসন্ত রোগের কারণ কি?
উত্তরঃ বসন্ত দুই ধরনের। ক) গুটি বসন্ত খ) জল বসন্ত। উভয় রোগই ভাইরাসের কারণে হয়। গুটিবসন্তের কারণ Smallpox virus আর জলবসন্তের কারণ Varicella zoster ভাইরাস।
১৮। জলাতঙ্ক রোগের কারণ কি?
উত্তরঃ Rabies virus.
১৯। জলাতঙ্ক রোগ কেন হয়?
উত্তরঃ কুকুর, সিংহ, বাঘ, বেজি, শিয়াল, বিড়াল ইত্যাদির কামড় থেকে জলাতঙ্ক হতে পারে।
২০। ডেঙ্গু জ্বরের কারণ কি?
উত্তরঃ Dengue virus.
২১। ডেঙ্গু জ্বরের বাহক কে?
উত্তরঃ Aedes aegypti নামক মশা।
২২। ভেক্টর কি?
উত্তরঃ যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাকে বেক্টর বলে।
২৩। মশা কি কি রোগের বাহক হিসাবে কাজ করে?
উত্তরঃ মশা নিম্নলিখিত রোগের বাহক হিসাবে কাজ করে। এডিস মশাঃ ডেঙ্গু জ্বর, কিউলেক্স মশাঃ ফাইলেরিয়া, অ্যানোফিলিস মশাঃ ম্যালেরিয়া
২৪। ডেঙ্গু জ্বরের লক্ষণ কি?
উত্তরঃ উচ্চজ্বর, পেশী , হাড় ও মাথা ব্যথা, র‌্যাশ, শরীরের বিভিন্ন স্থান হতে রক্তপাত হতে পারে। এ রোগে রোগীর মৃত্যুও হতে পারে।
২৫। কোন ভাইরাসকে স্ট্রিট ভাইরাস বলে?
উত্তরঃ রেবিস।
২৬। বার্ড ফ্লু (Avian Influenza) এর উৎস কোনটি?
উত্তরঃ মুরগিসহ অন্যান্য পাখি।
২৭। নিপাহ ভাইরাসের প্রধান বাহক কে?
উত্তরঃ বাদুড়।
২৮। ভাইরাস আমাদের কি কি উপকারে লাগে?
উত্তরঃ ভাইরাস উপকারী দিক নিম্নরূপঃ
- টীকা তৈরিঃ বসন্ত, পোলিও, জলাতঙ্ক, জন্ডিস রোগের টীকা ভাইরাস হতে তৈরি করা হয়।
- ক্ষতিকারক ব্যাক্টেরিয়া নিয়ন্ত্রণে ব্যাক্টেরিওফাজ ব্যবহৃত করা হয়।
- জেনেটিক প্রকৌশলে বাহক হিসাবে ব্যবহৃত হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    725 Views
    by rafique
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]