Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#2210
১। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে ?
- রাজ কাঁকড়া।
২। উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ?
- Cycas
৩। জীব বিজ্ঞানের জনক কে ?
- এরিস্টটল
৪। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
- শুশুক
৫। ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ?
- ডলি
৬। সবচেয়ে বড় কোষ কোনটি ?
- উট পাখির ডিম
৭। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ?
- মাছ
৮। ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ?
- কেঁচো
৯। সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি ?
- তেলাপোকা
১০। প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ?
- মাইটোকন্ড্রিয়া
১২। প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ?
- কেঁচো
১৩। বাদুর রাতের বেলা চলাচল করে কিভাবে ?
- আল্ট্রাসনিক সাউন্ড এর মাধ্যমে
১৪। জীবাণু বিদ্যার জনক কে ?
- ভন লিউয়েন হুক
১৫। সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি ?
- মানব ডিম্বানু
১৬। পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ?
- বামন চিকা
১৭। সবচেয়ে বড় ফুল কোনটি ?
- র্যাফোসিয়া আরনন্ডি
১৮। শরীর বিদ্যার জনক কাকে বলা হয় ?
- উইলিয়াম হার্ভে
১৯। সর্ব প্রথম অনুবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন কে ?
- ভন লিউয়েন হুক
২০। অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা কে ?
- ডারউইন
২১। উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ?
- থিও ফ্রাসটাস
২২। জীনের রাসায়নিক গঠন কী ?
- ডি এন এ
২৩। সিঙ্কোনা কি কাজে ব্যাবহৃত হয় ?
- ম্যালেরিয়া ঔষধ
২৪। শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কী ?
- সবুজ উদ্ভিদ
২৫। উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ?
-ফুল
২৬। সব চেয়ে বড় ঘাস কী ?
- বাঁশ
২৭। কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?
- সিনকোনা
২৮। কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
- এসকরবিক অ্যাসিড
২৯। বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি ?
- বৈলাম
৩০। আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?
- টারটারিক অ্যাসিড
৩১। কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ?
- ক্যালসিয়াম অএক্সালিক
৩২। দুধের প্রোটিনের নাম কী ?
- কেজিন
৩৩। লেবুতে কোন অ্যাসিড থাকে ?
- সাইট্রিক অ্যাসিড
৩৪। চায়ের পাতায় কোন উপাদান থাকে ?
- থিন
৩৫। কফিতে কোন উপাদান থাকে ?
- ক্যাফেইন
৩৬। আপেলে কোন অ্যাসিড থাকে ?
- সালিক অ্যাসিড
৩৭। দুধে কোন অ্যাসিড থাকে ?
- ল্যাকটিক অ্যাসিড
৩৮। আমলকিতে কোন অ্যাসিড থাকে ?
- অক্সালিক অ্যাসিড
৩৯। তেঁতুলে কোন অ্যাসিড থাকে ?
- টারটারিক অ্যাসিড
৪০। তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ?
- নিকোটিন
৪১। দুধের শর্করাকে কী বলে ?
- ল্যাকটোজ
৪২। সবচেয়ে বেশি শর্করা পাওয়া যাবে ?
- ডাবে
৪৩। খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ?
- শুটকি মাছে
৪৪। কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?
- নিউক্লিয়াস
৪৫। কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
- প্লাটিপাস
৪৬। বৃহত্তম সামুদ্রিক পাখি কোনটি ?
- এ্যালবাট্রোস
৪৭। পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ?
- সুইফট বার্ড
৪৮। বিড়াল থেকে কোন রোগ ছড়ায় ?
- ডিপথেরিয়া
৪৯। ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ?
- ইনসুলিন
৫০। ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
- অগ্নাশয়ে
🎯ভুল থাকলে কমেন্টে জানাবেন। পরবর্তী পর্বগুলো পেতে সাথেই থাকুন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    140 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1211 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by mousumi
    0 Replies 
    77 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]