Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#2199
উদ্ভিদ জগতের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তরঃ পর্ব ৬
সালোক সংশ্লেষণ
১। সালোক সংশ্লেষণ কাকে বলে?
- সালোক সংশ্লেষণ এমন একটি জৈবনিক প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ কোষস্থ ক্লোরোপ্লাস্ট সূর্যরশ্মির ফোটন থেকে শোষণকৃত শক্তি কাজে লাগিয়ে বায়ুমণ্ডলস্তিত CO² এবং কোষস্থ পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মধ্য বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে।
২। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কি?
- চারটি উপকরণ। যেমন - আলো, পানি, ক্লোরোফিল ও কার্বন ডাই অক্সাইড।
৩। সালোক সংশ্লেষণের ফলে কি উৎপন্ন হয়?
- সালোক সংশ্লেষনের ফলে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। উপজাত হিসাবে পাওয়া যায় অক্সিজেন।
৪। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি?
- পানি।
৫। সালোক সংশ্লেষণ কোথায় হয়?
- সালোক সংশ্লেষণ হয় উদ্ভিদের সবুজ অংশে বিশেষ করে পাতায়। কচি সবুজ কাণ্ডে এবং সবুজ বীজপত্রে সালোক সংশ্লেষণ হয়।
৬। সালোক সংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা কত?
- 22-35° C.
৭। কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়?
- 0°C তাপমাত্রার কাছাকাছি এবং 45°C তাপমাত্রার উপরে।
৮। সালোকসংশ্লেষণের পর্যায়গুলো লিখ।
- সালোকসংশ্লেষণের পর্যায় দুটি ---
ক) আলোক পর্যায় খ) অন্ধকার পর্যায়
৯। ফটোফসফোরাইলেশন কি?
- আলোকশক্তি ব্যবহার করে ATP তৈরির প্রক্রিয়াকে ফটোফসফোরাইলেশন বলে।
১০। ক্যালভিন ও ব্যাশাম চক্র কি?
- সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে বায়ুমণ্ডলের CO² ব্যবহার করে শর্করা তৈরির চক্রকে ক্যালভিন ও ব্যাশাম চক্র বলে।
১১। কোন আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশী হয়?
- ক্লোরোফিল বিশেষ বিশেষ তরঙ্গদৈর্ঘের আলো শোষণ করতে পারে। লাল আলোতে সালোক সংশ্লেণ সবচেয়ে বেশি হয়। সালোক সংশ্লেষণের সময় আলোর বেগুনি-নীল এবং কমলা-লাল অংশ বেশি ব্যবহৃত হয়। বাকি বর্ণের আলো খুবই কম ব্যবহৃত হয়।
১২। ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয় কেন?
- শ্বসন দিবারাত্র সবসময় হয়। প্রত্যেক জীব শ্বসনের জন্য অক্সিজেন গ্রহন করে, কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে। সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ হয় বলে রাতে সালোক সংশ্লেষণ বন্ধ থাকে। এজন্য রাতে গাছ থেকে শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড নির্গত করে যা বায়ু অপেক্ষা ভারী বলে গাছের নীচে জমা হতে পারে। এতে গাছের নীচে নিদ্রাযাপনকারী ব্যক্তির অক্সিজেন স্বল্পতা দেখা দিতে পারে। এ জন্য রাতে ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নীচে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    723 Views
    by rafique
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]