Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#2183
উদ্ভিদ জগতের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তরঃ পর্ব ৫
প্রস্বেদন
১। প্রস্বেদন কাকে বলে?
- উদ্ভিদের পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গ দিয়ে জলীয় বাষ্প বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে প্রস্বেদন বলে।
২। প্রস্বেদন কত প্রকার ও কি কি?
- প্রস্বেদন তিন প্রকারঃ ক) পত্ররন্ধ্রীয় প্রস্বেদন খ) কিউটিকুলার প্রস্বেদন গ) লেন্টিকুলার প্রস্বেদন
৩। লেন্টিকুলার প্রস্বেদন বলতে কি বুঝায়?
- উদ্ভিদের পরিণত কাণ্ডে সেকেন্ডারী বৃদ্ধির ফলে স্থানে স্থানে ফেটে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের সৃষ্টি হয়। এ ছিদ্রকে বলে লেন্টিসেল। লেন্টিসেলের মধ্য দিয়ে প্রস্বেদনকে বলা হয় লেন্টিকুলার প্রস্বেদন।
৪। কিউটিকুলার প্রস্বেদন কি?
- কচি কাণ্ড ও পাতায় কিউটিন আস্তরন থাকে। কিউটিনযুক্ত এ আস্তরণকে কিউটিকল বলে। কিউটিকলের মধ্য দিয়ে প্রস্বেদনকে কিউটিকুলার প্রস্বেদন বলে।
৫। কোন ধরনের প্রস্বেদন বেশি হয়?
- পত্রর্ন্ধ্রীয় (৯০-৯৫%)।
৬। প্রস্বেদন প্রক্রিয়ায় পাতার কোন অংশে বায়ু পানির সাথে মিশে?
- নিম্নবহিঃত্বকে।
৭। সুর্যের প্রখর তাপেও গাছের পাতা গরম হয় না কেন?
- প্রস্বেদনের জন্য।
৮। পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হয় কি দিয়ে?
- রক্ষীকোষ দিয়ে।
৯। প্রস্বেদন কখন হয়?
- দিনে।
১০। শীতকালে প্রস্বেদন কম হয় কেন?
- পাতা ঝড়ে যায়।
১১। আলোর সাথে প্রস্বেদনের সম্পর্ক কি?
- আলো থাকলে সালোক সংশ্লেষণ বেশি হয় বলে প্রস্বেদনও বেশি হয়।
১২। প্রস্বেদনের উপর আপেক্ষিক আদ্রতা প্রভাব কি?
- আপেক্ষিক আদ্রতা কম হলে বায়ুর জলীয় বাষ্প ধারণক্ষমতা বৃদ্ধি পায় ফলে প্রস্বেদন বেশি হয়। আপেক্ষিক আদ্রতা বেশি হলে প্রস্বেদন কম হয়।
১৩। প্রস্বেদনের উপর বায়ুর চাপের প্রভাব কি?
- বায়ু চাপ কম হলে কম তাপেই পানি বাষ্পে পরিণত হয় ফলে প্রস্বেদন বৃদ্ধি পায়।
১৪। কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন?
- প্রস্বেদন রোধ করার জন্য।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১। উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে- (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, ঢাকা বিভাগঃ ০৭/ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, খুলনা বিভাগঃ ০৬)
- প্রস্বেদন
২। লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের কোন অংশে হয়? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০১)
- কাণ্ড
৩। সূর্যের প্রখর উত্তাপেও গরম হয় না কোনটি? (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের হকারী প্রকৌশলী, মেকানিক্যাল এন্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিংঃ ৯৯)
- গাছের পাতা
৪। শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝড়ে যায় কেন? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০১/পাবলিক সার্ভিস কমিশনে সহকারী পরিচালকঃ ৯৪)
- প্রস্বেদন কমাতে
৫। শীতকালে প্রস্বেদন কম হয়, কারণ- (থানা নির্বাচন অফিসারঃ ০৪)
- পাতা ঝড়ে যায়
৬। কলার চার লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন? (মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে উপজেলা মহিলা কর্মকর্তাঃ ০৫/ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের সহকারী পরিদর্শকঃ ০৫/ সহকারী শিক্ষা অফিসারঃ ০৪/ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সহকারী শ্রম অফিসারঃ ০৩/ থানা শিক্ষা অফিসারঃ ৯৬)
- প্রস্বেদন রোধ করার জন্য

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]