Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#2179
উদ্ভিদ জগতের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তরঃ পর্ব ৪
ফটোপিরিওডিজমঃ
১। ফটোপিরিওডিজম কি?
- উদ্ভিদের ফুল ধারণের উপর দিবালোকের দৈর্ঘ্যের প্রভাবকে ফটোপিরিওডিজম বলে।
২। ছোট দিনের উদ্ভিদ কি?
- দিনের দৈর্ঘ্য ছোট হলে এ ধরনের উদ্ভিদে ফুল ফোটে। যেমন- সয়াবিন, আলু, ইক্ষু, কসমস, শিম, ডালিয়া, তামাক, চন্দ্রমল্লিকা, রোপা আমন, পাট। এদের দীর্ঘরাত্রির উদ্ভিদও বলা হয়।
৩। বড়দিনের উদ্ভিদ কি?
- দিনের দৈর্ঘ্য বড় হলে এ জাতীয় ফুল ফোটে। যেমন- ঝিঙ্গা, লেটুস, পালংশাক, আফিম, যব। এদের ছোট রাত্রির উদ্ভিদও বলা হয়।
৪। দিন নিরপেক্ষ উদ্ভিদ কি?
- দিনের আলোর সময় সীমার উপর উদ্ভিদের ফুল ধারণ নির্ভর করেনা। যেমন- সূর্যমূখী, টমেটো, শসা, কার্পাস, আউস ধান।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১। নিরপেক্ষ দিনের উদ্ভিদ? [মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রদর্শকঃ ০৪]
- ক. শশা খ. সূর্যমূখী গ. আউশ ধান ঘ. সবগুলি উত্তর: ঘ
২। নিরপেক্ষ দিনের ফসল [গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় অফিসার, আরবরিকালচারঃ ০৩]
- আউশ ধান
৩। কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয়? [সহকারী থানা পরিবার পরিকল্পনা অফিসারঃ ৯৮/প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ৯২]
- চা
৪। ছায়াবৃক্ষ কোন বাগানের সাথে সমপর্কযুক্ত? [গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় অফিসার, আরবরিকালচারঃ ০৩]
- চা বাগান

অঙ্কুরোদগমঃ
১। অঙ্কুরোদগম কাকে বলে?
- সুপ্তবস্থা কাটিয়ে ভ্রুনের বৃদ্ধি হওয়াকে অঙ্কুরোদগম বলে।
২। বীজের অঙ্কুরোদগমের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
- পানি-তাপ-বায়ু।
৩। ছোলাবীজে কি ধরনের অঙ্কুরোদগম হয়?
- মৃৎগত।
৪। শিমবীজে কি ধরনের অঙ্কুরোদগম হয়?
- মৃৎভেদী।
৫। কোন বীজের অঙ্কুরোদগমের জন্য অন্ধকার প্রয়োজন?
- তামাক।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর

১। অঙ্কুরোদগমের জন্য দরকার হয় - [মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রদর্শকঃ ০৪]
- তাপ, পানি ও অক্সিজেন
২। বীজের অঙ্কুরোদগমের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনুটি? [গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় অফিসার, আরবরিকালচারঃ ০৩]
- পানি-তাপ-বায়ু

বিবিধঃ
১। ঘাস জাতীয় উদ্ভিদের উদাহরণ দাও।
- ধান, গম, ছন ইত্যাদি।
২। তৈলবীজ উৎপাদনকারী উদ্ভিদের নাম লিখ।
- সরিষা, সয়াবিন, তিল, বাদাম, তিসি, সূর্যমুখী এবং নারিকেল।
৩। শালগম কি?
- এক ধরনের মূল।
৪। মিষ্টি আলু কি?
- এক ধরনের রূপান্তরিত মূল।
৫। রূপান্তরিত কাণ্ডের উদাহরণ দাও।
- আদা, পিয়াজ ইত্যাদি।
৬। জলজ উদ্ভিদ সহজে পানিতে ভাসতে পারে কেন?
- এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে।
৭। কচুরীপানা পানিতে ভাসে কেন?
- কাণ্ড ফাঁপা।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১। ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? [সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ সংগঠকঃ ০৫]
- ঘাস
২। সবচেয়ে বড় ঘাস [জাতীয় সংসদে প্রশাসনিক কর্মকর্তা ও প্রোটোকল অফিসারঃ ০৬]
- বাঁশ
৩। সয়াবিন কি জাতীয় শস্য? [গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় অফিসার, আরবরিকালচারঃ ০৩]
- তৈল জাতীয়
৪। কোনটি তৈল বীজ নয়? [খাদ্য অধিদপ্তরের অধীন খাদ্য পরিদর্শক: ০০]
- অড়হর
৫। উদ্ভিদ বিজ্ঞানের সংজ্ঞায় গোল আলুকে কি বলে? [গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় অফিসার, আরবরিকালচার: ০৩]
- কাণ্ড
৬। কোনটি মূল? [ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৬/জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালকঃ ০৬/তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা: ০৬/ আবহাওয়া অধিদপ্তরের অধীন সহকারী আবহাওয়াবিদ: ৯৫]
- শালগম
৭। রূপান্তরিত মূল কোনটি? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ইনস্ট্রাক্টর(ননটেক): ০৫]
- মিষ্টি আলু
৮। কোন উদ্ভিদের কাণ্ড রুপান্তরিত হয়ে পাতার কাজ করে? [প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (বরিশাল বিভাগ): ০৭/স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা ও কারা তত্ত্বাবধায়ক এবং নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা: ০৬]
- পাথরকুচি
৯। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ-- (১০ম বিসিএস)
- এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
১০। কচুরীপানা পানিতে ভাসে, কারণ এদের -- [তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা: ৯৭]
- কাণ্ড ফাপা
১১। মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে? (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রদর্শক: ০৪)
- জেরোফাইট
১২। ‘লেটব্লা্ইট’ কোন ফসলের রোগ (গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় অফিসার, আরবরিকালচারঃ ০৩)
- আলু
১৩। ‘লালপচা’ কোন ফসলের রোগ (গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় অফিসার, আরবরিকালচারঃ ০৩)
- আখ
১৪। পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল (থানা শিক্ষা অফিসার: ৯৯)
- আম
১৫। বাংলাদেশের জাতীয় ফল কি? [শহর সমাজসেবা অফিসার (হাসপাতাল): ০৭/প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ৯৩]
- কাঁঠাল
১৬। পানিতে কিচমিচ ডুবিয়ে রাখলে কিছুক্ষণের মধ্য ফুলে উঠে, এটা হয়- (পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ে সহকারী সচিবঃ ০৫)
- অভিস্রবন প্রক্রিয়ায়
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    739 Views
    by rafique
    0 Replies 
    391 Views
    by sajib
    0 Replies 
    826 Views
    by rajib
    0 Replies 
    228 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]