Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#2177
উদ্ভিদ জগতের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তরঃ পর্ব ৩
ফুল ও ফলঃ
১। ফুলের কয়টি অংশ?
 ৫টি। যথাঃ পুষ্পপত্রাধার, বৃতি, দলমণ্ডল, পংস্তবক এবং স্ত্রীস্তবক।
২। সম্পূর্ণ ফুল কাকে বলে?
 যে ফুলে পাঁচটি অংশই থাকে, তাকে সম্পূর্ণ ফুল বলে। যেমন- ধুতুরা, জবা ইত্যাদি।
৩। অসম্পূর্ণ ফুল কাকে বলে?
 যে সকল ফুলে পাঁচটি অংশ নেই, তাকে অসম্পূর্ণ ফুল বলে। যেমন- লাউ, কুমড়া, শসা, ঝিঙ্গা ইত্যাদি।
৪। এক লিঙ্গ ফুল কাকে বলে?
 যে ফুলে শুধুমাত্র পুংস্তবক বা স্ত্রীস্তবক আছে, তাকে একলিঙ্গ ফুল বলে। যেমন- লাউ, কুমড়া, ঝিঙ্গা।
৫। উভলিঙ্গ ফুল কাকে বলে?
 যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয়ই আছে তাকে উভলিঙ্গ ফুল বলে। যেমন- ধুতুরা, জবা, সরিষা ইত্যাদি।
৬। সর্বাপেক্ষা বৃহৎ মুকুল কি?
 বাঁধা কপি।
৭। জবা ফুলের স্ত্রীস্তবকে কয়টি গর্ভপত্র থাকে?
 পাঁচটি।
৮। পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার?
 তিন প্রকার।
৯। অন্ধকারে অংকুরিত হয় এমন একটি ফুলের উদাহরণ দাও?
 গাঁদা।
১০। সাধারণত ফলের অংশ কয়টি ও কি কি?
 ৩ টি। যথাঃ বহিঃত্বক, মধ্যত্বক এবং অন্তঃত্বক।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর
১। পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে? [মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ০১]
 জবা।
২। পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার? [মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে সহকারী পরিসংখ্যান কর্মকর্তাঃ ৯৮]
 তিন প্রকার
৩। অন্ধকারে অংকুরিত হয় কোন ফুল? [মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা, ২য় শ্রেণিঃ৯৮]
 গাঁদা
৪। সাধারণত ফলের অংশ কয়টি? [মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা, ২য় শ্রেণিঃ৯৮]
 ৩টি
৫। একটি আদর্শ ফলে পাওয়া যায় [পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ পরিদপ্তরের ফিল্ড ইনভেস্টিগেটর এবং রিসার্চ অ্যাসিস্টেন্টঃ ০৬]
 বহিঃত্বক, মধ্যত্বক এবং অন্তঃত্বক
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1005 Views
    by rafique
    0 Replies 
    808 Views
    by sajib
    0 Replies 
    1173 Views
    by rajib
    0 Replies 
    566 Views
    by kajol
    0 Replies 
    330 Views
    by tasnima

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]