Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#2083
কোষ বিভাজন নিয়ে প্রশ্নোত্তর
১. কোষ বিভাজন কত প্রকার ও কি কি?
উত্তরঃ কোষ বিভাজন তিন প্রকার। যথাঃ মিয়োসিস, মাইটোসিস এবং অ্যামাইটোসিস।
২. অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য নিম্নরূপঃ
• নিউক্লিয়াসটির নিউক্লিয় সামগ্রী প্রথমে সরাসরি দুইটি অংশে বিভক্ত হয় এবং কোষটিও মধ্যভাগ বরাবর দুইভাগে বিভক্ত হয়।
• একটি কোষ হতে দুটি কোষের সৃষ্টি হয়।
• প্রোক্যারিওটিক কোষ যেমনঃ ব্যাকটেরিয়া, ইস্টে এ বিভাজন দেখা যায়।
৩. অ্যামাইটোসিসের অন্য নাম কি?
উত্তরঃ দ্বিবিভাজন।
৪. মাইটোসিসের বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ মাইটোসিসের বৈশিষ্ট্য নিম্নরূপঃ
• অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান।
• প্রতি বিভাজনে একটি মাতৃকোষ হতে দুটি অপত্য কোষ তৈরি হয়।
• দেহকোষ ও জনন মাতৃকোষে (Germinal cell) এ বিভাজন হয়।
৫. মিয়োসিসের বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ মিয়োসিসের বৈশিষ্ট্য নিম্নরূপঃ
• আপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক।
• প্রতি বিভাজনে একটি মাতৃকোষ হতে চারটি অপত্য কোষ তৈরি হয়।
• শুধুমাত্র জনন মাতৃকোষে এ বিভাজন হয়।
৬. নিষেক কি?
উত্তরঃ পুরুষ ও স্ত্রী জননকোষ একীভবনের পর এগুলো নিউক্লিয়াসের পরস্পর মিলনকে নিষেক বলে।
৭. জাইগোট কি?
উত্তরঃ নিষেকের ফলে উৎপন্ন কোষকে গ্যামেট বলে।
৮. ইমপ্লানটেশন কি?
উত্তরঃ জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ব্লাস্টোসিষ্ট প্রথিত হওয়াকে ইমপ্লানটেশন বলে।
৯. ক্যান্সার কি?
উত্তরঃ শরীরে কোনো স্থানে কোষের দ্রুত, অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বিভাজন হলে তাকে ক্যান্সার বলে।
১০. জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ও জেলা সহকারী শিক্ষা অফিসারঃ০৩)
উত্তরঃ তিন প্রকার।
১১. ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়? (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারঃ৯৯)
উত্তরঃ এ্যামাইটোসিস।
১২. অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ-বিভাজনে? (মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকঃ ০১)
উত্তরঃ মিয়োসিস।
১৩. জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়? ( মাধ্যমিক স্কুল সহ: প্রধান শিক্ষকঃ ০৩)
উত্তরঃ এন্ডোমেট্রিয়াম।
১৪. ক্যান্সার রোগের কারণ কি? (২৮তম বিসিএস/ তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের অডিয়েন্স রিসার্চ অফিসারঃ ০৬)
উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    529 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]