Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#2071
কোষ বিষয়ক প্রশ্ন উত্তর
=====
১. কোষ কাকে বলে?
উত্তরঃ কোষ হল জীবদেহের গঠন ও কাজের একক।
২. সবচেয়ে বড় কোষ কি?
উত্তরঃ উট পাখির ডিম।
৩. সবচেয়ে ছোট কোষ কোনটি?
উত্তরঃ Mycoplasma golisepticum- নামক ব্যাকটেরিয়ার কোষ।
৪. মানবদেহের সবচেয়ে ছোট কোষ কি?
উত্তরঃ শ্বেতকণিকা।
৫. সবচেয়ে দীর্ঘ কোষ কি?
উত্তরঃ মানুষের স্নায়ুকোষ (১মিটার)।
৬. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত?
উত্তরঃ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি।
৭. এককোষী প্রাণীর উদাহরণ দাও?
উত্তরঃ ব্যাকটেরিয়া, অ্যামিবা, ম্যালেরিয়া জীবাণু ইত্যাদি।
৮. নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক) আদি বা প্রোক্যারিওটিক কোষ খ) প্রকৃত বা ইউক্যারিওটিক কোষ।
৯. আদি কোষের বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ আদি কোষের বৈশিষ্ট্য হলঃ
• গঠনঃ সরল ও জটিলতা বর্জিত।
• নিউক্লিয়াসঃ সুনির্দিষ্ট নিউক্লিয়াস নেই। DNA অণু থাকলেও সুনির্দিষ্ট নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অনুপস্থিত।
• ক্রোমোসোম আদি প্রকৃতির। একটি মাত্র DNA অণু ক্রোমোসোমের কাজ সম্পাদন করে।
• রাইবোজম ছাড়া অন্য কোন কোষীয় অঙ্গাণু নেই।
• অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়।
১০. আদি কোষের উদাহরণ দাও।
উত্তরঃ ব্যাক্টেরিয়া, ঈস্ট।
১১. প্রকৃত কোষের বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ প্রকৃত কোষের বৈশিষ্ট্য হলঃ
• গঠনঃ অপেক্ষাকৃত জটিল।
• নিউক্লিয়াসঃ সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস আছে।
• ক্রোমোসোম সুগঠিত।
• সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে।
• বিভাজন প্রক্রিয়াঃ মাইটোসিসে এবং মেয়োসস।
১২. প্রকৃত কোষের উদাহরণ দাও।
উত্তরঃ মানবদেহের কোষ।
১৩. উদ্ভিদ কোষ ও প্রাণিকোষর পার্থক্য কি?
উত্তরঃ উদ্ভিদ কোষ (Plant Cell):
• সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে।
• প্লাস্টিড থাকে।
• এক বা একাধিক কোষ গহবর থাকে।
• সাধারনত সেন্ট্রোসোম থাকে না।
• সঞ্চিত খাদ্য - স্টার্ট/শ্বেতসার।
প্রাণিকোষ (Animal Cell):
• কোষ প্রাচীর নেই।
• প্লাস্টিড নেই।
• নিম্নশ্রেণীর প্রাণী ব্যতীত অধীকাংশ কোষে কোষগহবর থাকে না।
• সর্বদা সেন্ট্রোসোম থাকে।
• সঞ্চিত খাদ্য - গ্লাইকোজেন।
১৪. শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষ কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক) দেহকোষ খ) জনন কোষ
১৫. জননকোষর উদাহরণ দাও?
উত্তরঃ জননকোষ দুই ধরনের। যথাঃ শুক্রাণু ও ডিম্বাণু।
১৬. কোষ প্রাচীর কি উপাদান দ্বারা গঠিত?
উত্তরঃ কোষ প্রাচীর নিম্নলিখিত উপাদান দ্বারা গঠিতঃ
• উদ্ভিদ কোষঃ সেলুলোজ, হেমিসেলুলোজ, পেক্টোজ, লিগনিন, সুবেরিন প্রভৃতি কার্বহাইড্রেট।
• ছত্রাকঃ কাইটিন নামক কার্বহাইড্রেট দ্বারা গঠিত।
• ব্যাক্টেরিয়াঃ প্রোটিন, লিপিড ও পলিমার দিয়ে গঠিত।
১৭. কোষের কোন অংশ সকল সজীব কোষে থাকে?
উত্তরঃ সাইটোপ্লাজম।
১৮. সাইটোপ্লাজমে কি কি অঙ্গাণু থাকে?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া, রাইবোজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি ইত্যাদি।
১৯. কোন অঙ্গাণুকে কোষের প্রাণশক্তি বলা হয়?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়া।
২০. মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদান কি?
উত্তরঃ ৭৩% প্রোটিন, ২৫-৩০% লিপিড, সামান্য পরিমাণে RNA, DNA, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে।
২১. মাইটোকন্ড্রিয়ার কাজ কি?
উত্তরঃ শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন।
২২. কোন কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত?
উত্তরঃ আদিকোষ।
২৩. জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?
উত্তরঃ রাইবোজম।
২৪. কোন অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলা হয়?
উত্তরঃ নিউক্লিয়াস।
২৫. নিউক্লিয়াস কে আবিস্কার করেন?
উত্তরঃ রবার্ট ব্রাউন।
২৬. কোন কোষে নিউক্লিয়াস থাকেনা?
উত্তরঃ লোহিত কণিকা, অণুচক্রিকা ইত্যাদি।
২৭. কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
উত্তরঃ পেশিকোষ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1013 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1338 Views
    by shanta
    0 Replies 
    3156 Views
    by bdchakriDesk
    0 Replies 
    352 Views
    by tasnima
    0 Replies 
    3456 Views
    by rana

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]