Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
By awal
#1981
 ক্লোনিং কি?
উত্তরঃ কোন জীব থেকে সম্পূর্ণ অযৌন প্রক্রিয়ার হুবহু নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে ক্লোনিং বলে।

 কোন জীব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট জীবকে কি বলে?
উত্তরঃ ক্লোন ।

 ক্লোনিং এর জনক কে?
উত্তরঃ ড. ইয়ান উইলমুট ।

 ড. ইয়ান উইলমুট ক্লোন পদ্ধতিতে প্রথম কোন প্রাণী জন্ম দেন?
উত্তরঃ ভেড়া ।

 সর্বপ্রথম ক্লোনিংয়ের মাধ্যমে সৃষ্ট ভেড়ার নাম কি?
উত্তরঃ ডলি ।

 কোন দেশে ডলির জন্ম হয়?
উত্তরঃ স্কটল্যান্ডের এডিনবরায় । (যুক্তরাজ্যে)

 ডলির কবে জন্ম হয়?
উত্তরঃ ৫ জুলাই, ১৯৯৬ সালে ।

 কার নামানুসারে ক্লোন মেষ শাবকের নাম রাখা হয় ডলি?
উত্তরঃ বিখ্যাত গায়িকা ডলি পারটনের নামানুসারে ।

 ’ডলি’ কোন রোগে আক্রান্ত হয়েছিল?
উত্তরঃ আর্থাইটিস ।

 ’ডলি’ কবে মারা যায়?
উত্তরঃ ১৪ ফেব্রুয়ারি, ২০০৩ ।

 বিশ্বের প্রথম ক্লোন বিড়ালের নাম কি?
উত্তরঃ সিসি (কার্বন কপি) ।

 বিশ্বের প্রথম ক্লোন বানর শাবকের নাম কি?
উত্তরঃ টেট্রা ।

 বিশ্বের প্রথম ক্লোন ঘোড়ার নাম কি?
উত্তরঃ প্রমিথিয়া ।

 কবে পৃথিবীর প্রথম ক্লোন মানব শিশুর জন্ম হয়?
উত্তরঃ ২৬ ডিসেম্বর ২০০২ (স্থানীয় সময় ১১.৫৫টায়) ।

 কোথায় এই ক্লোন শিশুর জন্ম হয়?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ।

 প্রথম ক্লোন মানব শিশুটির নাম দেয়া হয় কি?
উত্তরঃ ইভ (কন্যা সন্তান)

 কোন সংস্থা এই ক্লোন শিশুটির জন্মদানে সক্ষম হয়?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানব গবেষণা কেন্দ্র ক্লোনেইড ।

 প্রথম ক্লোন শিশু ‘ইভ’ এর জন্মদানে মুখ্য ভূমিকা পালন করেন কে?
উত্তরঃ ক্লোনেইডের প্রধান ব্রিজিট বোইসেলিয়া ।

 টেস্ট টিউব শিশু কি?
উত্তরঃ যে সকল দম্পতি কোনো কারনে সন্তান জন্ম দিতে পারে না, সেই দম্পতির স্ত্রীর ডিম্বানণু শরীর থেকে বের করে এনে স্বামীর শুক্রাণুর সাথে টেস্ট টিউবের মধ্যে রেখে নিষিক্ত করে ২/৩ দিন পর নিষিক্ত ডিম্বাণু ও শুক্রাণু স্ত্রীর জরায়ুতে স্থানান্তরিত করা হলে যে শিশু জন্মগ্রহণ করে, তাকে টেস্ট টিউব বেবি বলে ।

 বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি কে?
উত্তরঃ লুইস ব্রাউন ।

 লুইস ব্রাউন কোথায় জন্মগ্রহণ করে?
উত্তরঃ ইংল্যান্ডের ওল্ডহেম শহরের কারশো নামক হাসপাতালে ।

 লুইস ব্রাউন কবে জন্মগ্রহণ করে?
উত্তরঃ ১৯৭৮ সালের ২৫ জুলাই রাত ১১.৫৭ মিনিটে ।

 কত তারিখে বাংলাদেশে প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয়?
উত্তরঃ ৩০ মে ২০০১ ।

 কোন হাসপাতালে বাংলাদেশে প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয়?
উত্তরঃ রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে । (একমাসে ৩টি শিশুর জন্ম হয়) ।

 বাংলাদেশের জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব শিশু তিনটির নাম কি?
উত্তরঃ হিরা, মনি ও মুক্তা ।

 বাংলাদেশের কোন দম্পতি টেস্ট টিউবের মাধ্যমে সন্তান ধারণ করেন?
উত্তরঃ মোঃ আবু হানিফ ও ফিরোজা বেগম ।


 বাংলাদেশে সর্ব প্রথম টেস্ট টিউব পদ্ধতিতে সন্তান জন্মের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন কে?
উত্তরঃ ডা. পারভিন ফাতেমা ।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]