Get on Google Play

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান
#1949
১ম অধ্যায়ঃ
১। জীববিজ্ঞান এর জনক - গ্রিক দার্শনিক এরিস্টটল।
২। বিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে বলে ভৌত বিজ্ঞান।
৩। Morphology - অঙ্গসংস্থান বিদ্যা (দৈহিক গঠন বর্ণনা করে)।
৪। Physiology - শারীরবিদ্যা (শারীরবৃত্তিয় কাজ - শ্বসন, রেচন, সালোকসংশ্লেষণ)।
৫। Histology - হিস্টোলজি (জীবদেহের টিস্যুর গঠন, বিন্যাস ও কার্যাবলী)।
৬। Embryology - ভ্রুনবিদ্যা (জনন কোষের উৎপত্তি, নিষিক্ত, জাইগোট গঠন, ভ্রূণ সৃষ্টি ও বিকাশ)।
৭। Genetics - বংশগতিবিদ্যা (জিন ও জীবের বংশগতিধারা)।
৮। Ecology - বাস্তুবিদ্যা (প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃ সম্পর্ক)।
৯। জীবন সংশ্লিষ্ট প্রয়োগিক বিষয় নিয়ে আলোচনা করে - ফলিত বিজ্ঞান।
১০। Palaeontology - প্রত্নতত্ত্ব বিদ্যা (প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান)।
১১। Parasitology - পরজীবী বিদ্যা (পরজীবীতা, পরজীবের জীবন প্রণালি ও রোগ সম্পর্কিত)।
১২। Entomology - কীটতত্ত্ব (কীটপতঙ্গের জীবন, উপকারীতা ও অপকারীতা, ক্ষয়ক্ষতি ও দমন)।
১৩। Microbiology - অনুজীব বিদ্যা(ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবিক্ষনিক ছত্রাক)
১৪। Genetic Engineering - জিনপ্রযুক্তি (জিনপ্রযুক্তি ও এর ব্যবহার)
১৫। Biochemistry - প্রাণ রসায়ন(জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী ও রোগ)
১৬। Oceanography - সমুদ্র বিজ্ঞান( সামুদ্রিক জীব সম্পর্কিত)।
১৭। Biotechnology - জীবপ্রযুক্তি(মানব ও পরিবেশের কল্যাণে প্রযুক্তি সম্পর্কিত)
১৮। Wildlife - বন্যপ্রাণী বিদ্যা (বন্য প্রাণি বিষয়ক)।
১৯। Bioinformatics - বায়ো ইনফরমেটিক্স(কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান)
২০। আজ পর্যন্ত প্রায় উদ্ভিদের চার লক্ষ এবং প্রাণির তেরো লক্ষ প্রজাতির নামকরণ হয়েছে।
২১। জীববিজ্ঞান এর স্বতন্ত্র শাখা - ট্যাক্সোনমি বা শ্রেণি বিন্যাস বিদ্যা।
২২। শ্রেণিবিন্যাস এর জনক - সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস.।
২৩। প্রোক্যারিওটা পর্বের প্রাণি - আদিকোষ বিশিষ্ট এককোষী, আণুবীক্ষণিক জীব(ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল)
২৪। ইউক্যারিওটা পর্বের প্রাণি - প্রকৃতকোষ বিশিষ্ট এককোষী বা বহুকোষী (অ্যামিবা, ডায়াটম বা এককোষী শৈবাল)
২৫। ফানজাই পর্বের জীব - স্থলজ, মৃতজীবী বা পরজীবী (ইস্ট, পেনিসিলিন, মাশরুম)
২৬। প্লানটি হলো - উন্নত সবুজ উদ্ভিদ (মস, ফার্ন, নগ্ন ও আবৃত বীজী উদ্ভিদ)
২৭। অ্যানিমেলিয়া - প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণি।
২৮। একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসে ৭ টি ধাপ রয়েছে। যথা: জগৎ, পর্ব, শ্রেণি, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি।
২৯। একটি জীবের বৈজ্ঞানিক নামের - দুটি পদ বা অংশ থাকে।
৩০। প্রথম অংশ গণ এবং দ্বিতীয় অংশ প্রজাতি।
৩১। জীবের বৈজ্ঞানিক নাম হতে হবে - ল্যাটিন ভাষায় এবং রোমান হরফে।
৩২। গোল আলুর বৈজ্ঞানিক নাম - Solanum Tuberosum. এখানে Solanum গণ এবং Tuberosum প্রজাতি।
৩৩। কয়েকটি জীবের বৈজ্ঞানিক নামঃ
পিয়াজ - Allium cepa.
রুই মাছ - Labeo rohita.
ধান - Oryza sativa.
কাতল মাছ - Catla catla.
পাট - Corchorus capsularis.
আম - Mangifera indica.
কাঁঠাল - Artocarpus heterophyllus.
শাপলা - Nymphaea nouchali.
জবা - Hibiscus rosa-sinensis.
কলেরা জীবাণু - Vibrio cholerae.
ম্যালেরিয়া জীবাণু - Plasmodium vivax.
আরশোলা - Periplaneta americana.
মৌমাছি - Apis indica.
ইলিশ - Tenualosa ilisha.
কুনোব্যাঙ - Duttaphrynus melanostictus.
দোয়েল - Copsychus saularis.
রয়েলটাইগার - Panthera tigris.
মানুষ - Homo sapiens.
সিংহ - Panthera leo.
৩৪। ICBN এর পূর্ণ রূপ International Code of Botanical Nomenclature.
৩৫। ICZN এর পূর্ণ রূপ International Code of Zoological Nomenclature.

Sanowar Hossain

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]