Page 1 of 1

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ ১০১টি প্রশ্ন

Posted: Thu Jul 25, 2019 2:42 am
by shanta
♠১. পৃথিবীর প্রথম mechanical calculator-এর নাম কী?
→ Pascaline. ১৬৪২ সালে ফরাসি গণিতবিদ Blaise Pascal তাঁর বাবাকে tax-এর গণনাকাজে সাহায্য করার জন্য এই যন্ত্রটি তৈরি করেন। এই যন্ত্রটিকে Arithmetic Machine বা Pascal's Calculator'ও বলা হয়। এই যন্ত্রটি দিয়ে যোগ ও বিয়োগের কাজ করা যেত। Pascal যখন যন্ত্রটি আবিষ্কার করেন তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর।

♠২. MS Windows-এর সর্বশেষ version কোনটি এবং কত তারিখে release হয়?
→ Windows 10. ২৯শে জুলাই, ২০১৫ তারিখে release হয়।

♠৩. Laser printer এবং Daisy wheel printer-এর অন্য নাম কী?
→ Laser printer-এর অন্য নাম হলো Page printer এবং Daisy wheel printer-এর অন্য নাম হলো Golf ball printer.

♠৪. IBM (International Business Machines) কোম্পানির পূর্ব নাম কী ছিল?
→ IBM কোম্পানির পূর্ব নাম ছিল Computing Tabulating Recording Company. ১৯২৪ সালে নামটি পরিবর্তন করে IBM রাখা হয়।

♠৫. একটি Excel শিটে সর্বোচ্চ কতটি column এবং row থাকে?
→ বর্তমানে Windows 10 version-এর একটি Excel শিটে সর্বমোট ১৬,৩৮৪ টি column এবং ১০,৪৮,৫৭৬ টি row থাকে।

♠৬. সমন্বিত Flip flop-এর সেটকে কী বলা হয়?
→ Register.

♠৭. জন নেপিয়ার কত সালে logarithm আবিষ্কার করেন?
→ ১৬১৪ সালে।

♠৮. প্রতি সেট নেপিয়ারের হাড়ে কতটি rod থাকতো?
→ ১১ টি। স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার ১৬১৭ সালে নেপিয়ারের হাড় (Napier's Bones/Napier's Rods) উদ্ভাবন করেন। এই যন্ত্র দিয়ে গুণ ও ভাগের কাজ করা যেত। মৃত্যুর আগে এই হাড়গুলো দিয়ে calculation করার পদ্ধতি তিনি একটি বইতে লিপিবদ্ধ করে যান। বইটির নাম ছিল 'Rabdologiae' বা speaking rods.

♠৯. BIOS (Basic Input Output System) একটি কী?
→ এটি একই সাথে firmware এবং software.

♠১০. Internet ব্যবহারকারীকে কী বলা হয়?
→ Netizen.

♠১১. মানুষকে বলা হয় Homosapiens, কোন যন্ত্রকে বলা হয় Silicosapiens?
→ কম্পিউটারকে।

♠১২. প্রথম কোন প্রতিষ্ঠান micro computer-কে personal computer হিসেবে সাধারণ মানুষের কাছে বিক্রয়ের জন্য বাজারজাত করে?
→ Radio Shack.

♠১৩. পৃথিবীতে প্রথম কোন কম্পিউটারে Stored Program Concept ব্যবহার করা হয়?
→ EDSAC. প্রথম Stored Program-এর ধারণা দেন John Neumann.

♠১৪. কম্পিউটারের হার্ডওয়্যার বা সফটওয়্যারে কোন ত্রুটি থাকলে তাকে কী বলা হয়?
→ Bug বা glitch.

♠১৫. Integrated Circuit বা IC কে উদ্ভাবন করেন?
→ Jack Kilby এবং Robert Noyce.

♠১৬. কত সালে দুই চির প্রতিদ্বন্দ্বী IBM এবং Apple Computers Incorporation একসাথে ব্যবসা করার জন্য হাতে হাত মেলায়?
→ ১৯৮৪ সালে। যদিও সেই উদ্যোগ পরবর্তীতে সফল হয়নি।

♠১৭. পৃথিবীর প্রথম electronic computer 'ENIAC' তার অভ্যন্তরীণ স্মৃতিতে কয়টি number সংরক্ষণ করতে পারতো?
→ ২০ টি।

♠১৮. RATS-এর পূর্ণরূপ কী?
→ Regression Analysis Time Series.

♠১৯. Hard Disk Drive-এর সর্ববৃহৎ manufacturer-এর নাম কী?
→ Seagate.

♠২০. দুটি পঞ্চম প্রজন্মের computer-এর নাম বলুন।
→ PIM/p (Parallel Inference Machine) এবং PIM/m. দুটি কম্পিউটারই বর্তমানে জাপানের টোকিওর National Science Museum-এ সংরক্ষিত আছে। পঞ্চম প্রজন্মের কম্পিউটারগুলো এখনো development পর্যায়ে রয়েছে।

♠২১. পৃথিবীর প্রথম web browser-এর নাম কী?
→ World Wide Web. এটি Sir Tim Berners-Lee ১৯৯০ সালে তৈরি করেন।

♠২২. ABC Computer-এর পূর্ণরূপ কী?
→ Atanasoff-Berry Computer.

♠২৩. সকল basic websites-এর building block বলা হয় কাকে?
→ HTML (Hyper Text Markup Language)-কে। এছাড়াও web page-এর জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ markup language.

♠২৪. তিনটি প্রধান HTTP message type-এর নাম বলুন।
→ GET, POST এবং HEAD.

♠২৫. পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় web server কোনটি?
→ Apache.

♠২৬. ফেসবুক কত তারিখে চালু হয়?
→ ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি। মার্ক জাকারবার্গ Harvard University-তে পড়ার সময় মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জন্য এটি চালু করলেও পরবর্তীতে এটি সারা বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয়।

♠২৭. বাংলাদেশে আনা প্রথম conventional computer কোনটি?
→ IBM-1620.

♠২৮. কোন আমেরিকান কম্পিউটার কোম্পানিকে Big Blue বলা হয়?
→ IBM.

♠২৯. MIPS-এর পূর্ণরূপ কী?
→ Million Instructions Per Second. বিভিন্ন কম্পিউটার সিস্টেম-এর মধ্যে processing speed তুলনা করতে এই term-টি ব্যবহার করা হয়।

♠৩০. কে microprocessor আবিষ্কার করেন?
→ Marcian Edward Hoff. এনাকে আমরা সবাই Ted Hoff নামে চিনি।

♠৩১. Bill Gates-এর প্রথম কম্পিউটার প্রোগ্রাম কী ছিল?
→ MS DOS.

♠৩২. পৃথিবীর প্রথম electronic computer কোনটি?
→ ENIAC (Electronic Numerical Integrator and Calculator). এটি ১৯৪৬ সালে John Eckert এবং John Mauchy তৈরি করেন। এই কম্পিউটারটি ছিল দৈর্ঘ্যে ৩০-৫০ ফুট, ওজন ছিল ৩০টন। এতে ১৮,০০০টি বায়ুশূন্য টিউব ছিল এবং এই কম্পিউটারটি চালাতে ১,৫০,০০০ ওয়াট বিদ্যুতের প্রয়োজন হতো।

♠৩৩. কে উচ্চ স্তরের ভাষা 'C' আবিষ্কার করেন?
→ Dennis M. Ritchie.

♠৩৪. যারা কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন করেন, কম্পিউটার operate এবং computer equipment-গুলোর তত্ত্বাবধান করেন তাদের কী বলা হয়?
→ Peopleware বা liveware বা humanware.

♠৩৫. SSL কী?
→ আমরা যখন credit card-এর মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলি তখন internet-এ credit card সম্পর্কিত যে ডাটা sent হয় তার নিরাপত্তা বিধানে SSL (Secure Sockets Layer) প্রযুক্তি ব্যবহার করা হয়।

♠৩৬. পৃথিবীর প্রথম email-টি কে করেন এবং কত সালে?
→ Ray Tomlinson, ১৯৭১ সালে।

♠৩৭. Email পাঠাতে এবং open করতে কোন protocol ব্যবহার করা হয়?
→ Email পাঠাতে SMTP (Simple Mail Transfer Protocol) এবং open করতে POP (Post Office Protocol) ব্যবহার করা হয়।

♠৩৮. Apple Computer-এর প্রথম লোগো কী ছিল?
→ আমরা বর্তমানে Apple Computer-এর লোগো হিসেবে যে আপেলের লোগোটি দেখতে পাই সেটি কিন্তু Apple Computer-এর প্রথম logo ছিল না। Apple Computer Company'র প্রথম লোগোটি ছিল স্যার আইজ্যাক নিউটন একটি আপেল গাছের নিচে বসে আছেন। ১৯৭৬ সালে এই লোগোটি পরিবর্তন করে আপেলের লোগোটি (যেটি আমরা এখন দেখতে পাই) সংযোজন করা হয়।

♠৩৯. কে প্রথম মাউস আবিষ্কার করেন?
→ Douglas Engelbart ১৯৬৪ সালে।

♠৪০. LOL-এর পূর্ণরূপ কী?
→ ফেসবুকে আমরা কোন বিষয়ে হাসি পেলে LOL expression-টি প্রায় সময় ব্যবহার করে থাকি। LOL-এর পূর্ণরূপ হলো Laughing Out Loud.

♠৪১. গিবারিশ কী?
→ কম্পিউটারে দেওয়া অপ্রয়োজনীয় তথ্যকে গিবারিশ বলে।

♠৪২. বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার কোনটি?
→ Altair-৮৮০০. এইচ. এডওয়ার্ড রবার্টসকে বলা হয় মাইক্রো কম্পিউটারের জনক।

♠৪৩. মাইক্রোফিশ কী?
→ মাইক্রোফিশ (Microfiche) হলো ৬ ইঞ্চি X ৪ ইঞ্চি আকারের কার্ড আকৃতির ফিল্ম। একটি মাইক্রোফিশে ২০০ পৃষ্ঠার মতো তথ্যের ফটো রাখা যায়। মাইক্রোফিশকে সহজেই ডাকযোগে এক জায়গা থেকে অন্যত্র পাঠানো যায়।

♠৪৪. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কীসের ভিত্তিতে তৈরি?
→ সিলিকন চিপ।

♠৪৫. বর্তমানে বাংলাদেশে কোনটিতে MICR (Magnetic Ink Character Reader) Technology ব্যবহৃত হয়?
→ ব্যাংকের চেক বই। উন্নত ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের হিসাব নম্বর, মজুদ টাকার পরিমাণ, সুদের হিসাব ইত্যাদি নিয়ন্ত্রণে কম্পিউটারের সাথে এই প্রযুক্তি ব্যবহার করা হয়।

♠৪৬. HWR কী?
→ Hand Writing Reader. মানুষের হাতের লেখা সনাক্ত করার জন্য কম্পিউটারের সাথে এই যন্ত্রটি ব্যবহৃত হয়।

♠৪৭. SAM কী?
→ RAM-এর বিপরীত মেমোরি হলো SAM (Serial Access Memory)।

♠৪৮. কত সালে খেলাধুলাকে কম্পিউটারের একটি অংশ হিসেবে এনসাইক্লোপিডিয়াতে সংযুক্ত করা হয়?
→ ২০০৪ সালে।

♠৪৯. ADA প্রোগ্রামিং ভাষাটি কে উদ্ভাবন করেন?
→ ADA একটি হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। Jean Ichbiah এবং তাঁর দল ১৯৮০ সালে এই প্রোগ্রামিং ভাষাটি উদ্ভাবন করেন।

♠৫০. পৃথিবীর প্রথম Operating System কোনটি?
→ UNIX

♠৫১. বাংলাদেশের প্রথম বাংলা ফন্ট কোনটি?
→ বিজয়। মোস্তফা জব্বার ১৯৮৮ সালে এই ফন্ট উদ্ভাবন করেন।

♠৫২. বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ 'দোয়েল' কত সালে বাজারে আসে?
→ ২০১১ সালে।

♠৫৩. AIDS, Bye Bye, Bad Boy, CIH, Wanna Cry এগুলো কী?
→ কম্পিউটার ভাইরাস।

♠৫৪. Wanna Cry ভাইরাসের আগমন ঘটে কত তারিখে?
→ ১২ মে, ২০১৭ সালে। হ্যাকাররা এই ভাইরাসের মাধ্যমে কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডেটা ফাইলকে encrypt করে সেগুলোকে decrypt বা উদ্ধারের বিনিময়ে আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীর কাছ থেকে ৩০০ থেকে ৬০০ ডলার পর্যন্ত মুক্তিপণ আদায় করতো। Bitcoin payment system-এর মাধ্যমে উক্ত অর্থ পরিশোধ করতে বলা হতো। সারা বিশ্বে ১৫০টিরও বেশি দেশের ৩ লক্ষেরও বেশি কম্পিউটার এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলো। মূলত Microsoft Windows operating system ভিত্তিক কম্পিউটারগুলোই ছিলো এই ভাইরাসের মূল টার্গেট।

♠৫৫. Dr. Solomon's Toolkit কী?
→ একটি এন্টিভাইরাস সফটওয়্যার।

♠৫৬. কোন ভাইরাসকে Mother of All Virus বলা হয়?
→ CIH ভাইরাসকে।

♠৫৭. কম্পিউটার ভাইরাস নামকরণ করেন কে?
→ প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন।

♠৫৮. Computer virus-এর আগমন ঘটে কবে?
→ ১৯৫০ সালে।

♠৫৯. কে প্রথম আধুনিক বাইনারি সংখ্যা পদ্ধতি '0 এবং 1' সম্পর্কে ধারণা দেন?
→ ১৭০৩ সালে গটফ্রেইড লিবনিজ তাঁর একটি আর্টিকেলে আধুনিক বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন।

♠৬০. কে সর্বপ্রথম ন্যানো টেকনোলজি সম্পর্কে ধারণা দেন?
→ আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফেম্যান ১৯৫৯ সালে সর্বপ্রথম ন্যানো টেকনোলজি সম্পর্কে ধারণা দেন।

♠৬১. Back End কী?
→ যেখানে তথ্য বা ডেটা জমা থাকে তাকে Back End বলে। সংরক্ষিত ডেটাবেজকে Back End বলা হয়।

♠৬২. বাংলাদেশে 3G (Third Generation) চালু হয় কত তারিখে?
→ ১৪ অক্টোবর, ২০১২

♠৬৩. 4G (Fourth Generation) ব্যবহারকারী দেশগুলোর মধ্যে পৃথিবীর কোন তিনটি দেশ সবচেয়ে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সুবিধা ব্যবহার করে?
→ সাধারণত 4G-তে ডেটা প্রেরণের হার 100-300 megabits per second পর্যন্ত হতে পারে। কিন্তু সারা পৃথিবীতে 4G-এর average global speed হলো 17.4 megabits per second. ডেটা এনালাইসিস ফার্ম Open Signal-এর ২০১৭ সালের রিপোর্ট অনুসারে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সুবিধা ব্যবহারকারী ৩টি দেশ হলো:
১. দক্ষিণ কোরিয়া (গতি 37.5 mbps);
২. নরওয়ে (গতি 34.8 mbps);
৩. হাঙ্গেরি (গতি 31 mbps)।
এছাড়া ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট গতি পরীক্ষাকারী প্রতিষ্ঠান ওকলা (Ookla)-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী:
★মোবাইল ডেটা ব্যবহারে শীর্ষ দেশ ভারত;
★মোবাইল ইন্টারনেট গতিতে শীর্ষ দেশ নরওয়ে (বাংলাদেশ ১২১তম);
★ফিক্সড ব্রডব্যান্ড গতিতে শীর্ষ দেশ সিঙ্গাপুর (বাংলাদেশ ৮৩তম)।

♠৬৪. মোবাইল টেলিফোনের ৪র্থ প্রজন্মের উদাহরণ কোনগুলো?
→ WiMax 2, LTE (Long Term Evolution) Advanced ইত্যাদি।

♠৬৫. 5G (Fifth Generation) ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে কোন দেশ?
→ দক্ষিণ কোরিয়া।

♠৬৬. EDGE-এর পূর্ণরূপ কী?
→ Enhanced Data Rates for GSM Evolution. GPRS-এর চাইতে উন্নত মোবাইল ফোন প্রযুক্তি হলো EDGE. এটি Enhanced GPRS (EGPRS) নামেও পরিচিত।

♠৬৭. বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম কী?
→ সাইমন।

♠৬৮. স্মার্টফোন যাত্রা শুরু করে কোন কোম্পানির মাধ্যমে?
→ I.B.M.

♠৬৯. প্রথম স্মার্টফোন সাইমন কোন দেশের বিজ্ঞান যাদুঘরে রাখা হয়েছে?
→ যুক্তরাজ্য।

♠৭০. বিশ্বে প্রথম স্মার্টফোন বাজারে আসে কবে?
→ ১৬ আগস্ট, ১৯৯৪

♠৭১. মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিকে?
→ অ্যাপকে।

♠৭২. ক্ষুদ্রাকার কম্পিউটার বলা হয় কোন মোবাইল ফোনকে?
→ P.D.A. (Personal Digital Assistant) মোবাইল ফোনকে।

♠৭৩. আইফোনের সর্বশেষ মডেল আইফোন ৮ এবং আইফোন ৮+ বাজারে আসে কত তারিখে?
→ ২২ সেপ্টেম্বর, ২০১৭। উল্লেখ্য আইফোন-৭ বাজারে আসে ১৬ সেপ্টেম্বর, ২০১৬ সালে এবং প্রথম আইফোনের বাজারজাতকরণ শুরু হয় ২৯ জুন, ২০০৭ সালে।

♠৭৪. Android কে প্রতিষ্ঠা করেন?
→ অ্যান্ডি রুবিন ২০০৩ সালে। Android হলো স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম। Open Handset Alliance এই অপারেটিং সিস্টেম উদ্ভাবন করে এবং পরবর্তীতে গুগল এই সফটওয়্যারটি কিনে নেয়। এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার এবং স্মার্টফোনের জগতে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড ব্যবহৃত প্রথম ফোনটির নাম ছিলো HTC Dream যা T-Mobile G1 নামেও পরিচিত।

♠৭৫. অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোন সালে প্রথম ব্যবহৃত হয়?
→ অক্টোবর ২০০৮ সালে।

♠৭৬. কোন দেশে সর্বপ্রথম কম্পিউটার নেটওয়ার্ক শুরু হয়?
→ যুক্তরাষ্ট্রে ১৯৬৯ সালে।

♠৭৭. বর্তমানে ব্যবহৃত ৩টি জনপ্রিয় হটস্পট প্রযুক্তির নাম কী?
→ ১. ওয়াই-ফাই (Wi-fi);
২. ওয়াই ম্যাক্স (WiMax);
৩. ব্লুটুথ (Bluetooth)।

♠৭৮. কত সালে ব্লুটুথ উদ্ভাবিত হয়?
→ ১৯৯৪ সালে। টেলিকম ভেন্ডর কোম্পানি ব্লুটুথ উদ্ভাবন করে।

♠৭৯. পিকোনেট এবং স্কাটারনেট কাকে বলে?
→ ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে পিকোনেট বলে। আর দুইটি পাশাপাশি পিকোনেট একটি সাধারণ স্লেভ নোডের মাধ্যমে যুক্ত হলে এই দুইটি পিকোনেটকে একত্রে স্কাটারনেট বলে।

♠৮০. I.R.C. কী?
→ I.R.C. হলো Internet Relay Chat. বর্তমানে ইন্টারনেট চ্যাট বা I.R.C. সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে। ইন্টারনেট চ্যাট বা I.R.C. হচ্ছে এমন একটি গল্পের আসর যেখানে বিভিন্ন লোক একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর সাথে ব্যক্তিগতভাবে বা সকলের সাথে গল্প করতে পারেন। ১৯৮৮ সালে Jarkko Oikarinen প্রথম I.R.C. সম্পর্কে লেখেন। এটি ফিনল্যান্ডে প্রথম শুরু হয়।

♠৮১. হাইপারলিংক কী?
→ বিভিন্ন ধরণের তথ্যাবলির ভেতর ভার্চুয়াল সংযোগ স্থাপন করার ব্যবস্থাই হচ্ছে হাইপারলিংক।

♠৮২. ক্লাউড কম্পিউটিং সেবা শুরু হয় কোন সাল থেকে?
→ ২০০৫ সাল থেকে। আমাজান ডট কমের ইলাস্টিক কম্পিউট ক্লাউড (EC2) প্রথম ক্লাউড কম্পিউটিং সেবা দেওয়া শুরু করে।

♠৮৩. বর্তমানে কারা ক্লাউড কম্পিউটিং সেবা দিচ্ছে?
→ Microsoft, Google, I.B.M. ইত্যাদি কোম্পানি।

♠৮৪. বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় কত সালে?
→ ১৯৯৬ সালে।

♠৮৫. ব্লগ কী?
→ ব্লগ হচ্ছে বিশ্বব্যাপী উন্মুক্ত ইন্টারনেটভিত্তিক একটি প্রকাশনা। এক অর্থে বলা যায় ব্লগ হলো ইন্টারনেট ম্যাগাজিন বা ই-জার্নাল।

♠৮৬. টেলিকনফারেন্সিং কে উদ্ভাবন করেন?
→ ১৯৭৫ সালে মরি টার্ফ টেলিকনফারেন্সিং পদ্ধতি উদ্ভাবন করেন।

♠৮৭. ইন্সটাগ্রাম কারা উদ্ভাবন করেন?
→ কেভিন সিসট্রোম এবং মাইক ক্রিগার।

♠৮৮. ইন্সটাগ্রাম কোন সালে শুরু হয়?
→ ২০১০ সালের অক্টোবর মাসে।

♠৮৯. ইন্টারনেটের এসএমএস বলা হয় কোনটিকে?
→ টুইটারকে। টুইটার ২০০৬ সালে শুরু হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা ২৮০ ক্যারেক্টারের ভেতর message পাঠাতে এবং পড়তে পারেন। এই সামাজিক যোগাযোগ ব্যবস্থায় একমাত্র যারা রেজিস্টার্ড তারাই কেবল message পড়তে ও পোস্ট করতে পারেন এবং যারা রেজিস্টার্ড নন তারা কেবল পড়তে পারেন। টুইটারের প্রতিষ্ঠাতারা হলেন জাক ডোরসে, ইভান উইলিয়ামস, বিজ স্টোন এবং নোয়া গ্লাস।

♠৯০. টুইটারের স্লোগান কোনটি?
→ টুইটারের স্লোগান হলো "কী হচ্ছে"।

♠৯১. 'ICT in Education Programme' প্রকাশ করে কোন সংস্থা?
→ UNESCO.

♠৯২. ইন্টারনেট যাত্রা শুরু করে কোন ব্যবস্থাটির মাধ্যমে?
→ ARPANET.

♠৯৩. ARPANET বন্ধ হয়ে যায় কত সালে?
→ ১৯৯০ সালে।

♠৯৪. সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় কত সালে?
→ ১৯৮৯ সালে।

♠৯৫. 'Global Village' ও 'The Medium is the Message'- এর উদ্ভাবক কে?
→ মার্শাল ম্যাকলুহান।

♠৯৬. Bioinformatics-এর জনক কে?
→ Margaret Oakley Dayhaff.

♠৯৭. এক দিকে ডেটা প্রেরণ করা হয় কোন মোডে?
→ সিমপ্লেক্স মোডে।

♠৯৮. উভয় দিকে ডেটা প্রেরণ করা হয়, তবে একসাথে নয়- কোন মোডে?
→ হাফ ডুপ্লেক্স মোডে।

♠৯৯. একই সাথে উভয় দিকে ডেটা প্রেরণ করা হয় কোন মোডে?
→ ফুল ডুপ্লেক্স মোডে।

♠১০০. Wi-fi-এর দ্রুততম সংস্করণ কোনটি এবং এর গতি কত?
→ IEEE 802.11G. এর গতি 54 মেগাবিট/সেকেন্ড।

♠১০১. MMS ও SMS চালু হয়েছিল কোন জেনারেশনে?
→ Second Generation বা 2G-তে।

Remon Saha