Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#1421
১। জাতিসংঘের অস্ত্র বাণিজ্যচুক্তি (ATT) থেকে কবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
উত্তরঃ ২৬ এপ্রিল ২০১৯।

২। এশিয়ার প্রথম দেশ হিসেবে কোন দেশে সমকামী বিয়ের বৈধতা দেয়া হয়?
উত্তরঃ তাইওয়ান।

৩। নতুন গঠিত আঞ্চলিক জোট SEACO‘র পূর্ণরূপ কী?
উত্তরঃ South East Asian Co-operation.

৪। কিলোগ্রামের নতুন সংজ্ঞা কার্যকর হয় কবে থেকে?
উত্তরঃ ২০ মে ২০১৯।

৫। ইউরোপের প্রথম ইকো মসজিদ নির্মিত হয় কোথায়?
উত্তরঃ যুক্তরাজ্যে।

৬। বিশ্বের দীর্ঘতম পারমানবিক সাবমেরিনের নাম কি?
উত্তরঃ Belgorod.

৭। EMP প্রযুক্তি ব্যবহারে নির্মিত CHAMP নামের ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

৮। সুইস ব্যাংক কি?
উত্তরঃ সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকা প্রায় তিন শতাধিক ব্যাংককে একত্রে বলা হয় সুইস ব্যাংক।

৯। The Cell Door, Robben Island চিত্রকর্মটি কার আঁকা?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা (দক্ষিণ আফ্রিকা)।

১০। জাপানি সম্রাটের অভিষেক হয় যে সংহাসনে তার নাম কি?
উত্তরঃ ‘চন্দ্রমল্লিকা সিংহাসন’।

১১। ২২ এপ্রিল ২০১৯ কোন দেশ অ্যান্টার্কটিক চুক্তি স্বাক্ষর করে?
উত্তরঃ স্লোভেনিয়া; ৫৪তম দেশ হিসেবে।

১২। বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) বর্তমানে সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১৮৭টি। সর্বশেষ সদস্য নাউরু; সদস্যপদ লাভ ১৬ মে ২০১৯।

১৩। ২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
উত্তরঃ অধ্যাপক আনিসুজ্জামান (বাংলাদেশ)।


ক্রীড়াঙ্গন

১৪। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশি টি২০ লিগে খেলার সুযোগ লাভ করেন কে?
উত্তরঃ জাহানারা আলম।

১৫। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) ওয়ানডে স্ট্যাটাসপ্রাপ্ত দলের সংখ্যা বর্তমানে কতটি?
উত্তরঃ ২০টি।

১৬। ২০১৯ ICC বিশ্বকাপ ক্রিকেটের থিম সং-এর শিরোনাম কি?
উত্তরঃ Stand By.

১৭। আন্তর্জাতিক ক্রিকেট কাউস্নিল (ICC)-এর প্রথম নারী ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ পান কে?
উত্তরঃ জিএস লক্ষ্মী (ভারত)।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]