Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8635
• বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ : ওশেনিয়া
• ওশেনিয়া মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত : দক্ষিণ গোলার্ধে
• ওশেনিয়া মহাদেশ আয়তন : ৮৪,২৮,৭০২ বর্গ কি মি
• ওশেনিয়া মহাদেশে মোট কতটি দেশ রয়েছে : ১৪টি
• ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ : অস্ট্রেলিয়া
• ওশেনিয়া মহাদেশের বৃহত্তম হ্রদ : লেক আয়ার.
• অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস : জানুয়ারি
• অস্ট্রেলিয়ার শীতলতম মাস : জুলাই
• পলিনেশিয়া শব্দের অর্থ : বহু দ্বীপপুঞ্জ
• নিউজিল্যান্ডের বিখ্যাত আদিবাসী গোষ্ঠী : মাউরি
• মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে কোন দেশের : নিউজিল্যান্ড
• বিশ্বের সর্বপ্রথম নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে : ১৮৯৩ সালে
• ওশেনিয়ার সবচেয়ে বড় প্রবাল প্রাচীর : গ্রেট ব্যারিয়ার রিফ
• ওশেনিয়া মহাদেশ দীর্ঘতম নদী : মারে ডার্লিং (অষ্ট্রেলিয়া)
• ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু : পুঁসাক জায়া
• মাইক্রোনেশিয়া শব্দের অর্থ : ক্ষুদ্র দ্বীপ
• আয়তনে ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ : নাউরু।
• অস্ট্রেলিয়া ও নিউ গিনি কে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে : টরেস প্রণালী
• জনসংখ্যায় ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ : টুভ্যালু
• নিউজিল্যান্ডের রাজধানী : ওয়েলিংটন
• মেলানেশিয়া শব্দের অর্থ : কৃষ্ণ দ্বীপ
• পাপুয়া নিউ গিনির রাজধানী : পোর্ট মোর্সবি
• ফিজির রাজধানীর নাম : সুভা
• অস্ট্রেলিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম : সেন্ট ক্লেয়ার
• দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় : নিউজিল্যান্ডকে
• বিশ্বের সর্বাধিক ভাষার দেশ : পাপুয়া নিউগিনি
• ক্যাঙ্গারুর দেশ নামে পরিচিত কোন দেশ : অস্ট্রেলিয়া
• বিশ্বের কোন শহরকে দক্ষিণের রাণী’ বলা হয় : সিডনি
• ওশিয়ানিয়া মহাদেশ কে আবিষ্কার করেন : ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক
• প্লাটিপাস কোন ভৌগলিক অঞ্চলের প্রাণী : অস্ট্রেলিয়ান
• চিলির মালিকানায় পলিনেশিয়া দ্বীপপুঞ্জ : ইস্টার দ্বীপপুঞ্জ
• গ্রেট বেবিয়ার রীফ কোথায় অবস্থিত : প্রশান্ত মহাসাগরে
• ওশেনিয়া মহাদেশ পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ : ৫.৮ অংশ
• ওশেনিয়া কয়টি অঞ্চলে বিভক্ত : ৪টি, অস্ট্রেলিয়া (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড), মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া।
• পলিনেশিয়া শব্দের অর্থ : অনেক দ্বীপ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    36079 Views
    by rana
    0 Replies 
    36514 Views
    by rana
    0 Replies 
    35783 Views
    by rana
    0 Replies 
    21450 Views
    by rana
    0 Replies 
    34523 Views
    by rana

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]