Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#1183
01. হিন্দি শব্দ "তিতলি" অর্থ -প্রজাপতি।
02. "UNESCO " এর বর্তমান মহাপরিচালক - আন্দ্রে আজুলে।
03. "সুলাওয়েসী" দ্বীপ - ইন্দোনেশিয়ায়।
04. "The last Girl" বইটির লেখক - নোবেলজয়ী নাদিয়া মুরাদ।
05. বিশ্বের দীর্ঘতম সেতু হংকং-ঝুহাই-ম্যাকাও এর দৈর্ঘ্য - ৫৫ কি.মি.।
06. বর্তমানে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে - ৪২ তম।
07. MNP সেবা চালু হয় - ০১ অক্টোবর, ২০১৮।
08. দেশে বর্তমানে স্বাক্ষরতার হার - ৭২.৯%।
09. BCS এ যে দুটি ক্যাডার একীভূত হচ্ছে - প্রশাসন এবং ইকোনমিক।
10. দেশে বর্তমানে স্থলবন্দর - ২৩ টি, কার্যকর রয়েছে - ১২ টি এবং সবচেয়ে বেশি আমদানী-রপ্তানী হয় - সোনা মসজিদ স্থলবন্দরে।
============================
11. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা - ২০০ নটিক্যাল মাইল।
12. ডাক বিভাগের সম্প্রতি চালুকৃত ডিজিটাল আর্থিক সেবার নাম - নগদ।
13. দেশে বর্তমানে চা বাগানের সংখ্যা - ১৬৩ টি।
14. দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল, মিরসরাইয়ে বানিজ্যিক বন্দর স্থাপন করবে - জাপান।
15. দেশে বর্তমানে রাজনৈতিক দল (নিবন্ধিত+অনিবন্ধিত) - ১৯৩ টি।
16. দেশের ১ম নারী মেজর জেনারেল - সুসানে গীতি।
17. ২০১৮ বিশ্বকাপে গোল্ডেন বুট লাভ করেন - হ্যারি কেন।
18. ২০১৭-১৮ অর্থবছরে জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান - ১৪.৭৯%।
19. ১ম বিশ্ব ক্রিকেট " টেস্ট চ্যাম্পিয়নশীপ" অনুষ্ঠিত হবে - ইংল্যান্ডে, ২০১৯ সালে।
20. অটিজম সচেতনতা দিবস - ০২ এপ্রিল।
=============================
21. নিম্ন মধ্যম আয় সম্পন্ন দেশের, মাথাপিছু আয়- ১০৪৬ ডলারের বেশি।
22. সুনীল গঙ্গোপাধ্যায়ের ১ম প্রকাশিত উপন্যাস - আত্মপ্রকাশ।
23. D-8 এর সদস্য - বাংলাদেশ, মিশর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালেশিয়া, পাকিস্তান, তুর্কী।
24. সম্রাট আকবরের রাজত্বে, উপমহাদেশের দাপ্তরিক ভাষা ছিল - ফার্সি।
25. GDP এর ভিত্তিতে বৃহত্তর অর্থনীতির দেশ - USA.
26. World Bank এর বর্তমান প্রেসিডেন্ট - জিম ইয়ং কিম।
27. দেশের ১ম প্রাইভেট ব্যাংক - AB Bank Ltd.
28. Paste এর কমান্ড - CTRL+ V.
29. Bangladesh Bank প্রতিষ্ঠিত হয়েছিল - ১৬ ডিসেম্বর, ১৯৭১।
30. জাপান পার্ল হারবার আক্রমণ করে - ০৭ ডিসেম্বর, ১৯৪১।

Prepared By Nur E Azam
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]