Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8452
১. ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএ আই –এর সর্বশেষ এআই চ্যাটবটের নাম কী?-উঃ গ্রোক-৩
২. ফোর্বস ইন্ডিয়ার তথ্যমতে , যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের নাম কী?-উঃ হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর (যুক্তরাষ্ট্র)
৩. প্রথমবারের মতো চাঁদে 4G সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয় কোন প্রতিষ্ঠান ?-উঃ নকিয়া
৪. ইসমাইলি শিয়া সাম্প্রদায়ের নতুন নেতা নির্বাচিত হন কে?-উঃ প্রিন্স রহিম আল হুসাইনি
৫. সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (CIA) ওয়ার্ল্ড ফ্যাক্টবুকের তথ্যমতে বিশ্বে কতটি দেশে জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করা হয়?-উঃ ৩৩টি দেশে
৬. মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল উন্মোচন করে?-উঃ ইরান
৭. ৬ ফেব্রুয়ারি ২০২৫ উদ্বোধন করা ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কী?-উঃ শহিদ বাহমান বাগেরি
৮. সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত?-উঃ গ্রিস
৯. ইউরোপের কোন দেশ জলবায়ূবান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে?-উঃ সুইজারল্যান্ড
১০. ইসরায়েলের IDF ‘র প্রধান হিসেবে নিযুক্ত হন কে?-উঃ ইয়াল জামির
১১. বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে ?-উঃ যুক্তরাষ্ট্রে
১২. ওশেনিয়া মহাদেশের কোন দেশে নাৎসি স্যালুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয়?-উঃ অস্ট্রেলিয়া
১৩. মধ্যপ্রাচ্যের কোন দেশে সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়?-উঃ সংযুক্ত আরব আমিরাতে
১৪. বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা তৈরি করে কোন দেশ?-উঃ চীন
১৫. জাস সোলিই কলতে কী বোঝায়?- উঃ জন্মসূত্রে নাগরিকত্বকে জাস সোলিই (মাটির অধিকার) বলে।
১৬.স্যার বানি ইয়াস বিমানবন্দর কোন দেশে অবস্থিত?-উঃ সংযুক্ত আরব আমিরাত
১৭. নামাবিয়ার জাতির পিতার নাম কী?-উঃ স্যাম নুজোমা
১৮. ৮ ফেব্রুয়ারি ২০২৫ বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া , লাটভিয়া ও এস্তোনিয়া কোন দেশের বিদ্যুতের গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়?-উঃ রাশিয়ার
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    171 Views
    by raja
    0 Replies 
    2353 Views
    by tamim
    0 Replies 
    2385 Views
    by tamim
    0 Replies 
    1332 Views
    by raihan
    0 Replies 
    782 Views
    by shihab