Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8361
১. বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত?-উঃ তুরস্ক।
২. মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ –উঃ ইরাক।
৩. হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি ?-উঃ মিশরীয়।
৪. শাহ-ই-বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল?-উঃ শামসুদ্দিন ইলিয়াস শাহ।
৫. স্টারলিংক একটি – উঃস্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা।
৬. সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা-উঃ হার্বার্ট স্পেন্সার।
৭. নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত ?-উঃ সমুদ্র সম্পদ।
৮. বার ভূইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে?-উঃ মুসা খাঁ।
৯. ফ্যাসিবাদের জনক বলা হয়?-উঃবেনিতো মুসোলিনি।
১০. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?-উঃ টোকিও।
১১. রুশ –ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ –উঃ হাঙ্গেরি।
১২.যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পাটি নামে পরিচিত কোন দল?-উঃ রিপাবলিকান পাটি।
১৩. বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা কত জন?-উঃ ৪।
১৪. বাংলাদেশের ২৫ তম প্রধান বিচারপতি-উঃ সৈয়দ রেফাত আহমেদ।
১৫.আমিই রাষ্ট্র-এটি কার উক্তি ?-চতুর্দশ লুই।
১৬. বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুসলমান?-উঃ পাঙন।
১৭. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল?-উঃ ১০।
১৮.২০২৩ সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি –উঃ ডুবোযান।
১৯.মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?-উঃ বেনজির ভুট্টো ।
২০. অলিম্পিকের পতাকায় পাঁচটি চক্র প্রতিনিধিত্ব করে –উঃ মহাদেশ।
২১. গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করে –উঃ হার্বার্ট মাশাল ম্যাকলুহান।
২২. ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে?-উঃ বেগম খালেদা জিয়া।
২৪. কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে?-উঃ চীন।
২৫. কোন দেশ যোগাদানের পর BRIC এর নাম হয়-উঃ দক্ষিণ আফ্রিকা।
২৬.সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম –উঃ হায়াত তাহরির আল-শাম।
২৭. বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে?-উঃ পঞ্চদশ সংশোধনী।
২৮. নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় ?-উঃ শূন্য ক্ষুধা।
২৯. সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন?-উঃ দক্ষিণ কোরিয়া।
৩০. জুলাই গণঅভ্যুথ্থ্যানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম-উঃ উন্নত মমশির ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2038 Views
    by masum
    0 Replies 
    1680 Views
    by rana
    0 Replies 
    185 Views
    by rana
    0 Replies 
    317 Views
    by rajib
    0 Replies 
    68 Views
    by rajib