Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8339
• কালডীয় সভ্যতার অপর নাম- নতুন ব্যাবিলনীয় সভ্যতা।
• ১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি আবিষ্কার –মিসরীয়দের।
• খ্রিষ্টধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দেন – কনস্টানটিইন।
• সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতি আবষ্কার করে- ইনকারা।
• ইনকা সভ্যতা যে নদীর তীরে গড়ে উঠে-ইতালির টাইবার নদী ।
• রোমান সভ্যতার প্রতিষ্ঠাতা- ল্যাটিন রাজা রোমিউলাস।
• সুন জু রচিত যুদ্ধবিদ্যার কালজয়ী গ্রন্থ হলো-Art of War
• ব্যাবিলনীয় সভ্যতার স্বর্ণযুগ বলা হয়- হাম্বুরাবির শাসনামলকে ।
• পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয়- ব্যাবিলনে।
• ইসলামি সভ্যতার আবির্ভাব ঘটে- পৃথিবীর সৃষ্টির শুরুতে ।
• সভ্যতায় সুমেবীয়দের সভ্যতা আবির্ভাব ঘটে- পৃথিবীর সৃষ্টির শুরুতে ।
• আংশীয়দের সভ্যতা গড়ে উঠেছিল- টাইগ্রিস নদীর তীরে।
• উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল-সুমেরীয়রা।
• গ্রিস সভ্যতায় পেরিক্লিসের সময়কে বলা হয়- স্বর্ণযুগ।
• পৃথিবীর প্রাচীনতম সভ্যতা –মেসোপটেমিকায়।
• মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়- মধ্য আমেরিকায়।
• ইনকা সভ্যতা বিরাজমান ছিল- দক্ষিণ আমেরিকায় ।
• পৃথিবীর প্রথম মহাকাব্যেরনাম- গিলগামেশ (ব্যাবিলনীয়রা লিখে)।
• পৃথিবীর প্রাচীনতম মানচিত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায়- গাথুর শহরে ।
• বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রি তে ভাগ করে- অ্যাসেরীয়রা ।
• প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ তে ভাগ করেছিল-অ্যাসেরীয়রা।
৪৭ তম বিসিএস পরীক্ষার কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রশ্নোত্তরঃ সাইবার অপরাধ।
• ভাইরাস হলো –কম্পিউটারের এক ধরনের অজানা ক্ষতিকর প্রোগ্রাম।
• ভাইরাস প্রোগ্রামের নামকরণ করেন- প্রখ্যাত গবেষক ফ্রেডরিক কোহেন।
• মাদার অব ভাইরাস বলা হয়- CIH ভাইরাসকে (এটি তৈরি করেন Chen Ing - Hau নামক তাইওয়ানের নাগরিক)।
• অনাকাঙ্ক্ষিত মেসেজসমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেক্ট্রনিক মেসেজিং সিস্টেম সমূহের ব্যবহার হলো – স্প্যামিং ।
• Cyber attack এর অপরনাম হলো -Cyber Vandalism।
• তথ্য ব্যবস্থাপনার নৈতিকতার সাথে জড়িত বিষয়সমূহ হলো- Privacy, Uses, Access , Storage, Accuracy।
• ব্লগ বা ওয়েবসাইট থেকে লেখা বা ছবি অন্যায়ভাবে কপি করাকে বলে- Property theft।
• অসৎউদ্দেশ্য অবৈধভাবে কম্পিউটারর ব্যবহারকে বলে – সাইবারথেফট (Cybertheft)।
• মোবাইল বা টেলিফোনে অডিও এর মাধ্যমে ফিন্সিং করাকে বলে-ভিশি Vishing।
• ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক তথ্যাদি হাতিয়ে নেওয়াকে বলে- স্পুফিং (Spoofing)।
• ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য যাওয়ার সময় তথ্যকে অন্যায়কে হ্যাক করাকে বলে- স্নিফিং।
• টেলিফোন সিস্টেম হ্যাক করাকে বলে- ফ্রিকিং।
• কোনো ই-মেইল অ্যাড্রেস লাখ লাখ ই-মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করাকে বলে- স্প্যামিং।
• কম্পিউটারের ফাইলসমূহ দখলে নিয়ে তা ফেরত পেতে অর্থ চাওয়াকে বলে- র‌্যানসমওয়্যার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3021 Views
    by tamim
    0 Replies 
    467 Views
    by tamim
    0 Replies 
    565 Views
    by tamim
    0 Replies 
    341 Views
    by tamim
    0 Replies 
    1385 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]