- Mon Nov 12, 2018 11:52 am#1159
১৯১৮ সালের ১১ নভেম্বর ‘আরমিসটিস’ (সংঘাতের অবসান) চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় - প্রথম বিশ্বযুদ্ধ।
২| ইউরোপ প্রান্তে প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় লড়াই ছিলো ‘ব্যাটল অব সোম’।
*** সেখানে ৭২ হাজার ৩৯৬ জন ব্রিটিশ-কমনওয়েলথ সেনা নিহত হন। তাঁদের মরদেহের কোনো হদিস পাওয়া যায়নি, কোনো সমাধি নেই।
নোট:
৩| প্রথম বিশ্বযুদ্ধের ১০০ বছর পূর্তি উপলক্ষে পূর্ব লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কের খোলা ময়দানে প্রদর্শিত হয় সাদা কাফনে মোড়া ৭২ হাজার ৩৯৬টি মরদেহের প্রতিরূপ।
৪| এসব মূর্তি তৈরি করেন - ভাস্কর রব হার্ড। এই রেপলিকাগুলোর দৈর্ঘ্য - ১২ ইঞ্চি
৫| প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষের অন্তত ১৫ লাখ সৈন্য ব্রিটিশদের পক্ষে লড়াই করেছিলেন। এঁদের মধ্যে চার লাখের অধিক ছিলেন মুসলিম।
৬| প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বব্যাপী মুসলিমদের অবদান নিয়ে কাজ করে - ‘মুসলিম এক্সপেরিয়েন্স’ নামের একটি সংগঠন
প্রথম_বিশ্বযুদ্ধের_কারণ:
১৯১৪ সালের ২৮ জুন খুন হন তৎকালীন ‘অস্ট্রো-হাঙ্গেরিয়ান’ রাজসিংহাসনের উত্তরাধিকারী আর্চ ডিউক ফ্রানজ ফার্দিনান্দ। একজন সার্বীয় শিক্ষার্থী তাঁকে হত্যা করেন। ওই হত্যাকাণ্ডের এক মাসের মাথায় ২৮ জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ‘অস্ট্রিয়া-হাঙ্গেরি’। এ থেকেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা।
প্রথম_বিশ্বযুদ্ধের_দুই_পক্ষ:
***‘দ্য সেন্ট্রাল পাওয়ারস/অক্ষশক্তি’: জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, বুলগেরিয়া এবং অটোমান সাম্রাজ্য।
***‘দ্য অ্যালাইড পাওয়ারস/মিত্রশক্তি’: যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ইতালি, রোমানিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র।
প্রথম_বিশ্বযুদ্ধের_নিহতের_সংখ্যা:
১| প্রায় ৯৭ লাখ সামরিক সদস্য নিহত হন।
২| প্রায় ১ কোটি বেসামরিক লোক মারা যান।
*** এঁদের মধ্যে "মিত্রশক্তি"- সামরিক সদস্য নিহত হন ৫৭ লাখ। আর বেসামরিক লোক নিহত হন ৩৭ লাখ।
*** অক্ষশক্তির – এর সামরিক সদস্য নিহত হন ৪০ লাখ। আর বেসামরিক লোক নিহত হন ৩১ লাখ।
৩| ১৯১৮ সালে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ৬০ লাখ সৈন্য ব্রিটিশ-কমনওয়েলথ বাহিনীতে যোগ দেন। তাঁদের মধ্যে নিহত হন ৮ লাখ ৮৬ হাজার ৩৪২ জন। আর ব্রিটিশ বেসামরিক লোক নিহত হন প্রায় ১ লাখ ৯ হাজার।
পরাজয়_সন্ধি:
১৯১৮ সালের ১১ নভেম্বর ফ্রান্সের উত্তরাঞ্চলীয় এলাকা কম্পিয়েনে জার্মানির আত্মসমর্পণ এবং ‘আরমিসটিস চুক্তি’ স্বাক্ষরের মধ্য দিয়ে দীর্ঘ চার বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান হয়।
সংকলনে:
Shariful Islam Alal শরিফুল ইসলাম আলাল
বিএসএস (সম্মান) এমএসএস সমাজকল্যাণ বিভাগ, ঢাবি।
২| ইউরোপ প্রান্তে প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় লড়াই ছিলো ‘ব্যাটল অব সোম’।
*** সেখানে ৭২ হাজার ৩৯৬ জন ব্রিটিশ-কমনওয়েলথ সেনা নিহত হন। তাঁদের মরদেহের কোনো হদিস পাওয়া যায়নি, কোনো সমাধি নেই।
নোট:
৩| প্রথম বিশ্বযুদ্ধের ১০০ বছর পূর্তি উপলক্ষে পূর্ব লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কের খোলা ময়দানে প্রদর্শিত হয় সাদা কাফনে মোড়া ৭২ হাজার ৩৯৬টি মরদেহের প্রতিরূপ।
৪| এসব মূর্তি তৈরি করেন - ভাস্কর রব হার্ড। এই রেপলিকাগুলোর দৈর্ঘ্য - ১২ ইঞ্চি
৫| প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষের অন্তত ১৫ লাখ সৈন্য ব্রিটিশদের পক্ষে লড়াই করেছিলেন। এঁদের মধ্যে চার লাখের অধিক ছিলেন মুসলিম।
৬| প্রথম বিশ্বযুদ্ধে বিশ্বব্যাপী মুসলিমদের অবদান নিয়ে কাজ করে - ‘মুসলিম এক্সপেরিয়েন্স’ নামের একটি সংগঠন
প্রথম_বিশ্বযুদ্ধের_কারণ:
১৯১৪ সালের ২৮ জুন খুন হন তৎকালীন ‘অস্ট্রো-হাঙ্গেরিয়ান’ রাজসিংহাসনের উত্তরাধিকারী আর্চ ডিউক ফ্রানজ ফার্দিনান্দ। একজন সার্বীয় শিক্ষার্থী তাঁকে হত্যা করেন। ওই হত্যাকাণ্ডের এক মাসের মাথায় ২৮ জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ‘অস্ট্রিয়া-হাঙ্গেরি’। এ থেকেই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা।
প্রথম_বিশ্বযুদ্ধের_দুই_পক্ষ:
***‘দ্য সেন্ট্রাল পাওয়ারস/অক্ষশক্তি’: জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, বুলগেরিয়া এবং অটোমান সাম্রাজ্য।
***‘দ্য অ্যালাইড পাওয়ারস/মিত্রশক্তি’: যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ইতালি, রোমানিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র।
প্রথম_বিশ্বযুদ্ধের_নিহতের_সংখ্যা:
১| প্রায় ৯৭ লাখ সামরিক সদস্য নিহত হন।
২| প্রায় ১ কোটি বেসামরিক লোক মারা যান।
*** এঁদের মধ্যে "মিত্রশক্তি"- সামরিক সদস্য নিহত হন ৫৭ লাখ। আর বেসামরিক লোক নিহত হন ৩৭ লাখ।
*** অক্ষশক্তির – এর সামরিক সদস্য নিহত হন ৪০ লাখ। আর বেসামরিক লোক নিহত হন ৩১ লাখ।
৩| ১৯১৮ সালে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ৬০ লাখ সৈন্য ব্রিটিশ-কমনওয়েলথ বাহিনীতে যোগ দেন। তাঁদের মধ্যে নিহত হন ৮ লাখ ৮৬ হাজার ৩৪২ জন। আর ব্রিটিশ বেসামরিক লোক নিহত হন প্রায় ১ লাখ ৯ হাজার।
পরাজয়_সন্ধি:
১৯১৮ সালের ১১ নভেম্বর ফ্রান্সের উত্তরাঞ্চলীয় এলাকা কম্পিয়েনে জার্মানির আত্মসমর্পণ এবং ‘আরমিসটিস চুক্তি’ স্বাক্ষরের মধ্য দিয়ে দীর্ঘ চার বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান হয়।
সংকলনে:
Shariful Islam Alal শরিফুল ইসলাম আলাল
বিএসএস (সম্মান) এমএসএস সমাজকল্যাণ বিভাগ, ঢাবি।