Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8298
৬১. নেপালের সেনাবাহিনীকে বলা হয়?- উঃ গুর্খা ।
৬২. নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট –উঃ বিদ্যাদেবী ভান্ডারী।
৬৩. থাইল্যান্ডের বর্তমান রাজা- উঃ রাজা মহা ভাজিরালংকর্ণ।
৬৪. থাইল্যান্ডের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী –উঃ থাকসিন সিনাওয়াত্রা।
৬৫.শ্বেত হাতির দেশ হিসেবে খ্যাত- উঃ থাইল্যান্ড।
৬৬. এক নায়েক চমেস্কু যে দেশের প্রেমিডেন্ট ছিলেন- উঃ রোমানিয়া।
৬৭.জর্জিয়ার রোজ (গোলাপ) বিপ্লব সংঘটিত হয়-উঃ২০০৩ সালে।
৬৮. বিশ্বের যে দেশ সর্বপ্রথম খ্রিষ্টধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে-উঃ আর্মেনিয়া।
৬৯. ইউরোপের তৃতীয় স্বাধীন মুসলিম দেশ-উঃ কসোভা।
৭০. মান্টিনিগ্রো যে অঞ্চলের দেশ-উঃ বলকান ।
৭১. ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়- উঃ প্যারিস শহরে।
৭২. বিখ্যাত ল্যুভর মিউজিয়াম অবস্থিত- উঃ প্যারিস ,ফ্রান্স ।
৭৩. যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলুপ্ত হয়- উঃ ১৮৬৩ সালে।
৭৪. যুক্তরাষ্ট্রের মোট ইলেক্টোরাল ভোট সংখ্যা –উঃ ৫৩৮ টি ।
৭৫.যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বহনকারী বিমানের নাম-উঃ এয়ারফোর্স ওয়ান।
৭৬.নিউজিল্যান্ডের জাতীয় খেলা-উঃ রাগবি।
৭৭. কাঙ্গারুর দেশ বলা হয়- উঃঅস্ট্রেলিয়াকে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    243 Views
    by tamim
    0 Replies 
    499 Views
    by tamim
    0 Replies 
    490 Views
    by tamim
    0 Replies 
    1302 Views
    by tamim
    0 Replies 
    452 Views
    by tamim

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]