Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8274
২৮. ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ৮ ডিসেম্বর ২০২৪ খ. ৯ ডিসেম্বর ২০২৪ গ. ১৮ ডিসেম্বর ২০২৪ ঘ. ১৯ ডিসেম্বর ২০২৪
২৯.১১ তম ডি-৮ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক.তেহরান, ইরান খ. আবুজা, নাইজেরিয়া গ. কায়রো ,মিসর ঘ. ইসলামাবাদ, পাকিস্তান
৩০.আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (IFAD) বর্তমান সদস্য দেশ কতটি?
ক.১৭৮ খ.১৮০ গ. ১৮২ ঘ. ১৮৪
৩১.২৭ নভেম্বর ২০২৪ কোন দেশ IFA‘র ১৮০ তম সদস্য লাভ করে?
ক. কসোভা খ. ইউক্রেন গ. লিথুয়ানিয়া ঘ.সার্বিয়া
৩২. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) বর্তমান সদস্য কত?
ক.১৭৫টি খ. ১৭৭টি গ. ১৭৯টি ঘ. ১৮০টি
৩৩. ১৫ নভেম্বর ২০২৪ কোন দেশ IAEA ‘র ১৮০তম সদস্য কত?
ক.সেন্ট লুসিয়া খ. সামোয়া গ. সোমালিয়া ঘ. কুক দ্বীপপুঞ্জ
৩৪.ডি-৮’র বর্তমান সদস্য কত?
ক.৮টি খ.৯টি গ.১০টি ঘ.১১টি
৩৫. ১৯ ডিসেম্বর ২০২৪ কোন দেশ ডি-৮’র নবম সদস্য কত?
ক.মালদ্বীপ খ.সৌদি আরব গ. আজারবাইজান ঘ. ইরাক
উঃ ২৮.ঘ ২৯.গ ৩০.খ ৩১.গ ৩২.ঘ ৩৩.গ ৩৪.খ ৩৫.গ
    Similar Topics

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]