Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8269
২১. প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ছিল- ব্রিটেন ,ফ্রান্স , সার্বিয়া , বেলজিয়াম ও রাশিয়া।
২২.বিশ্বের একমাত্র সাত তারা হোটেল –বুর্জ আল আরব।
২৩.তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি করা হয়- অন্ধ্র প্রদেশ ভেঙে।
২৪.ইরানের ইসলামি প্রজাতন্ত্র গঠিত হয়- ১ এপ্রিল ১৯৭৯।
২৫.পৃথিবীর বৃহত্তম মহাদেশ – এশিয়া।
২৬.আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী- পোর্ট বে্লয়ার ।
২৭. ডমিনো তত্ত্বটি যে অঞ্চলের জন্য প্রযোজ্য-দক্ষিণ – পূর্ব এশিয়া।
২৮. বালাকোট অবস্থিত – পাকিস্তানে।
২৯.দুর্ধর্ষ যোদ্ধা ও শাসক চেঙ্গিস খান জন্মগ্রহণ করেন- মঙ্গোলিয়ায়।
৩০. পৃথিবীর যে নদীতে মাছ হয় না- জর্ডান নদী।
৩১. কুয়েতের অবস্থান –পারস্য উপসাগরীয় তীরে।
৩২. রাকা শহর অবস্থিত –সিরিয়াতে।
৩৩. ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা- থিওডোর হার্জেল ।
৩৪.ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি –দ্রৌপদী মুর্মু।
৩৫. ভারতের সাংবিধানভাবে স্বীকৃত ভাষা- ২২ টি।
৩৬. ব্ল্যাক ক্যাট যে দেশের কমান্ডো বাহিনী- ভারত।
৩৭. ভারতের wIfi – এর শহর বলা হয় –বেঙ্গালুরুকে।
৩৮. মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী-বেনজির ভুট্টো।
৩৯. পাকিস্তানের পরমাণু বোমার জনক- বিজ্ঞানী আব্দুল কাদির খান।
৪০.আফগানিস্তানের প্রদেশ সংখ্যা – ৩৪ টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    338 Views
    by tamim
    0 Replies 
    262 Views
    by tamim
    0 Replies 
    537 Views
    by tamim
    0 Replies 
    1378 Views
    by tamim
    0 Replies 
    467 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]