- Sun Jan 12, 2025 11:38 am#8248
১. মিসরের প্রধান গোয়েন্দা সংস্থার নাম – মুখবরাত।
২. বর্তমান সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা – আবদুল আজিজ ইবনে সউদ।
৩. জাফরানি বিপ্লব যে দেশে হয়- মিয়ানমারে।
৪. মালয়েশিয়ার জাতীয় ভাষা- মালয়।
৫.ইস্টার ও জয়ান ফার্নান্ডেজ দ্বীপের মালিকানায় রয়েছে- চিলি।
৬. বিশ্বের প্রাচীনতম জাতীয় পতাকা- ডেনমার্ক।
৭. কোস্টারিকা শব্দের অর্থ- ধনী উপকূল।
৮. আনাতোলিয়া মালভূমি অবস্থিত-তুরস্কে।
৯.পশ্চিমের জিব্রাল্টার বলা হয়- কানাডার কু্ইবেক অঞ্চলকে।
১০. রকফেলার সেন্টার হলো- নিউইর্কে অবস্থিত শিল্পকলার জন্য বিখ্যাত হন।
১১. ইস্ফাহান হলো- ইরানের প্রাচীন রাজধানী।
১২.জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ-কুড়িল দ্বীপপুঞ্জ ।
১৩.ইউক্রেনের প্রথম নারী প্রধানমন্ত্রী-ইউলিয়া তামাশেঙ্কা।
১৪. সোভয়েত ইউনিয়ন আমেনিয়া দখল করে-১৯২০ সালে ।
১৫. সাইপ্রাসকে স্বীকৃতি দাতা একমাত্র দেশ-তুরস্ক।
১৬.ইয়াসির আরাফাতের দলের নাম-আল ফাতাহ।
১৭.মিয়ানমারের জনক-অং সান।
১৮. মালয়েশিয়ার স্বাধীনতার জনক-টেংকু আবদুল রহমান।
১৯. শ্যাম দেশের নাম পরিবর্তন করে কিংডম অব থাইল্যান্ড রাখা হয়- ২৩ জুন ১৯৩৯।
২০. যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়- ৬ এপ্রিল ১৯১৭।
২. বর্তমান সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা – আবদুল আজিজ ইবনে সউদ।
৩. জাফরানি বিপ্লব যে দেশে হয়- মিয়ানমারে।
৪. মালয়েশিয়ার জাতীয় ভাষা- মালয়।
৫.ইস্টার ও জয়ান ফার্নান্ডেজ দ্বীপের মালিকানায় রয়েছে- চিলি।
৬. বিশ্বের প্রাচীনতম জাতীয় পতাকা- ডেনমার্ক।
৭. কোস্টারিকা শব্দের অর্থ- ধনী উপকূল।
৮. আনাতোলিয়া মালভূমি অবস্থিত-তুরস্কে।
৯.পশ্চিমের জিব্রাল্টার বলা হয়- কানাডার কু্ইবেক অঞ্চলকে।
১০. রকফেলার সেন্টার হলো- নিউইর্কে অবস্থিত শিল্পকলার জন্য বিখ্যাত হন।
১১. ইস্ফাহান হলো- ইরানের প্রাচীন রাজধানী।
১২.জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ-কুড়িল দ্বীপপুঞ্জ ।
১৩.ইউক্রেনের প্রথম নারী প্রধানমন্ত্রী-ইউলিয়া তামাশেঙ্কা।
১৪. সোভয়েত ইউনিয়ন আমেনিয়া দখল করে-১৯২০ সালে ।
১৫. সাইপ্রাসকে স্বীকৃতি দাতা একমাত্র দেশ-তুরস্ক।
১৬.ইয়াসির আরাফাতের দলের নাম-আল ফাতাহ।
১৭.মিয়ানমারের জনক-অং সান।
১৮. মালয়েশিয়ার স্বাধীনতার জনক-টেংকু আবদুল রহমান।
১৯. শ্যাম দেশের নাম পরিবর্তন করে কিংডম অব থাইল্যান্ড রাখা হয়- ২৩ জুন ১৯৩৯।
২০. যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়- ৬ এপ্রিল ১৯১৭।