Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8230
২০.অ্যাশেরীয়দের সূর্য দেবতার নাম –শামস।
২১.এজিয়ান সভ্যতা গড়ে উঠেছিল- এজিয়ান সাগরের তীরবর্তী পূর্ব বলকান অঞ্চলে।
২২.গ্রিক সভ্যতার প্রধান কেন্দ্র ছিল- গ্রিক উপদ্বীপ এবং প্রধান শহর ছিল এথেন্স।
২৩. ইসলামে আনসার নামে পরিচিত-মদিনার স্বার্থত্যাগী মুসলিমরা।
২৪.চীনেরা তাদের রাজাকে মনে করতো-ঈশ্বরের পুত্র।
২৫. চীনা জনগোষ্ঠী যে বংশোদ্ভূত-মঙ্গোলীয়।
২৬. চীনের সর্বশে্রষ্ঠ ও প্রভাবশালী দার্শনিক- কনফুসিয়াস।
২৭. ইউরো জোন-২০টি দেশের সমন্বয়ে গঠিত।
২৮. বার্লিন সংকটের শুরু হয় -১৯৫৮ সালে।
২৯.সিডনি লজ অবস্থিত-স্কটল্যান্ড।
৩০. আল নুসরা যে দেশের গেরিলা সংস্থা-সিরিয়া।
৩১. বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করে- ১৯৪৬ সালে।
৩২. প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন- আইজেন হাওয়ায়।
৩৩. মিসর ও ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিট চুক্তি স্বাক্ষরিত হয়- ১৯৭৮ সালে।
৩৪. ত্রি-ভূবন কোন দেশের বিমান বন্দর-নেপাল।
৩৫. কেসিএনএ যে দেশের সংবাদ সংস্থা- উত্তর কোরিয়ার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    30 Views
    by tamim
    0 Replies 
    271 Views
    by rafique
    0 Replies 
    13 Views
    by rana
    0 Replies 
    1839 Views
    by afsara
    0 Replies 
    18 Views
    by rana

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]