Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8203
সাহারা মরুভুমি কোন মহাদেশে অবস্থিত?- আফ্রিকা।
গোবি একটি- মরুভুমির নাম।
গোবি মরুভুমির কোন মহাদেশে অবস্থিত ?- এশিয়া।
কোনটি ইরানের মরুভূমি?- দস্ত-ই-লুত।
দাহনা কোন দেশের মরুভূমি ?- সৌদি আরব।
শীতল মরুভুমি কোনটি?- লাদাখ।
ইউরোপে কোন ভূমিরূপটি দেখা যায় না?- মরুভূমি।
সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ ভূমিকে কি বলে?- মালভূমি।
কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?- পামীর।
কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?- মধ্য ইউরোপের সমভূমি ।
বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত?- ভেনিজুয়েলা।
নিম্নের কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ?- অ্যাঞ্জেল।
নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্র-কানাডা।
নায়াগ্রা জলপ্রপাত যে দেশে অবস্থিত?- কানাডা।
স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি-বিখ্যাত জলপ্রপাত।
স্টবাক জলপ্রপাত কোথায় অবস্থিত?-সুইজারল্যান্ড।
বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?- নীলনদ।
পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী- নীল।
নীল নদের উৎপত্তি হয়েছে- ভিক্টোরিয়া হ্রদ।
নীলনদ কোন সাগরে পতিত হয়েছে?- ভূমধ্যসাগরে।
পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ কয়টি দেশের মধ্যে গিয়ে প্রবাহিত হয়েছে?-১১টি।
পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?- আমাজন।
বিশ্বের সবচেয়ে বেশী পানি প্রবাহিত হয় কোন নদী দিয়ে?- আমাজন।
দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?- আমাজান।
সবচেয়ে বড় নদী মিসিসিপি কোন মহাদেশে অবস্থিত?- আমেরিকা।
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?- ইয়াংসিকিয়াং।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    710 Views
    by afsara
    0 Replies 
    823 Views
    by afsara
    0 Replies 
    513 Views
    by afsara
    0 Replies 
    477 Views
    by afsara
    0 Replies 
    25138 Views
    by shanta

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]