Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8195
১. শ্রীলংকার ভারত থেকে পৃথক করেছে কোন প্রণালী ?-পক
২.ভুমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্য কোন প্রণালীর অবস্থান ?- জিব্রাল্টার
৩. কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?- জিব্রাল্টার
৪.আফ্রিকাকে স্পেন হতে পৃথক করেছে- জিব্রাল্টার প্রণালীি
৫. জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে?- ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
৬. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?- বেরিং
৭.বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে?- আমেরিকা ও এশিয়া
৮. এর মধ্যে কেন দেশ যুক্তরাষ্ট্রের সব থেকে কাছে?- রাশিয়া
৯.হরমুজ প্রণালী সংযুক্ত করেছে- ওমান উপসাগর ও পারস্য উপসাগরকে
১০. ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে- উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
১১. ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালীর নাম- দার্দানেলিস
১২. সুমাত্রাকে মালয়েশিয়া উপদ্বীপ থেকে পৃথক করেছে কোন প্রণালী ?- মালাক্কা

১৩. মালাক্কা প্রণালীর অবসাথান – দক্ষিণ- পূর্ব এশিয়া
১৪. কোন প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে?- মালাক্কা
১৫.আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম- বাব-এল-মন্দেব
১৬. উত্তমাশা হলো একটি – অন্তরীপ
১৭. উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত ?- আফ্রিকা
১৮.সুয়েজখাল কোন বছরে উদ্বোধন হয়?- ১৯৪৭
১৯. কোন সনে সুয়েজ খনন কাজ শেষ হয়?- ১৮৬৯
২০.সুয়েজখাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে- ইউরোপের
২১. মিশর সুয়েজখাল জাতীয়করণ করেছিল – ১৯৫৬
২২. সুয়েজখাল কোন দেশে অবস্থিত ?- মিশর
২৩. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করছে ?- আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
২৪. প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে প্রণালী- পানামা প্রণালী
২৫. পানামা খালের মালিকানা কতসালে পানামার নিকট হস্তান্তর করা হয়?- ১৯৯৯
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    710 Views
    by afsara
    0 Replies 
    513 Views
    by afsara
    0 Replies 
    477 Views
    by afsara
    0 Replies 
    25138 Views
    by shanta
    0 Replies 
    1839 Views
    by afsara

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]