Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8179
১.বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?- ক্যাস্পিয়ান সাগর।
২. কোনটি ভূবেস্টিত সাগর?- ক্যাস্পিয়ান সাগর।
৩. পৃথিবীর বৃহত্ত হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত?- এশিয়া।
৪. পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?- ক্যাস্পিয়ান।
৫. পৃথিবীর গভীর হ্রদ কোনটি?-Lake Baikal
৬. সুপিরিয়র ,মিসিগান , হুরন, ইরি , অন্টারিও –এই পাঁচটি হ্রদকে একত্রে কি বলে?- গ্রেট লেকস।
৭.আফ্রিকার বৃহত্তম হ্রদ তানজানিয়া ও উগান্ডার মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে বিবেচিত?-ভিক্টোরিয়া।
৮. পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে?- মৃত।
৯. কোনটি উপদ্বীপ ?- কোরিয়া ।
১০. ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি উপদ্বীপ – ইতালি।
১১. নিচের কোন দেশটি বলবান উপদ্বীপে অবস্থিত নয়- পর্তুগাল।
১২.এডেন কোন দেশের সমুদ্র বন্দর ?- ইয়েমেন।
১৩. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?- জর্ডান।
১৪. আকিয়াব সমুদ্র বন্দর কোথায়?- বার্মায়।
১৫. পোর্ট সৈয়দ কোন দেশের বন্দর?- মিশর।
১৬. আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় ?- মিশর।
১৭.বন্দর আব্বাস কোথায় অবস্থিত ?- ইরানে।
১৮.আন্টওয়ার্স কোন দেশের সমুদ্র বন্দর ? বেলজিয়াম ।
১৯. হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর ? – জার্মানি ।
২০. ভ্যাঙ্কুভার কোন দেশের সমুদ্র বন্দর?- কানাডা।
২১.কোনটি স্থলবেষ্টিত দেশ নয়?- ভিয়েতনাম।
২২.স্থলবেষ্টিত দেশ – লাওস।
২৩.কোন দেশটির কোন সমুদ্র বন্দর নেই?- নেপাল।
২৪. কোন দেশটির সমুদ্রে প্রবেশাধিকার নেই?- ভুটান।
২৫.ভূ – বেষ্টিত রাষ্ট্র কোনটি?- আফগানিস্তান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    822 Views
    by afsara
    0 Replies 
    513 Views
    by afsara
    0 Replies 
    476 Views
    by afsara
    0 Replies 
    25138 Views
    by shanta
    0 Replies 
    1839 Views
    by afsara

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]