Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8161
১. পৃথিবীতে কয়টি মহাসাগর আছে?- ৫টি।
২. ভূ-পৃষ্ঠের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত- প্রশান্ত মহাসাগর এবং গভীরতা প্রায় ৩৬১৯৯ ফুট।
৩.সমুদ্রের গভীরতম অংশ কত?- ৩৫৪০০ ফুট।
৪. গভীরতম মহাসাগর- প্রশান্ত মহাসাগর।
৫. আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?- প্রশান্ত মহাসাগর।
৬.পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?- প্রশান্ত মহাসাগর।
৭. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কি?- প্রশান্ত।
৮. গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত ?- প্রশান্ত মহাসাগরে।
৯.কোন দেশটি ভারত মহাসাগরের পাড়ে অবস্থিত নয়- ইরান।
১০. আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি অবস্থিত?- আমেরিকা।
১১. ভূ-ম্যসাগরীয় দেশ কোনটি?- আলজেরিয়া।
১২. শান্ত সমুদ্র অবস্থিত?- চন্দ্রে।
১৩.কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয়?- মালদ্বীপ ।
১৪. মালদ্বীপ কোন সাগরে অবস্থিত ?- ভারত মহাসাগর।
১৫. লক্ষাদ্বীয় ও মালদ্বীপ অবস্থিত- আরব সাগরের দক্ষিণ-পুর্বাংশে।
১৬.এর মধ্যে কোন দেশ ভারতীয় মহাসাগরে নয়- মাল্টা।
১৭. জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?- শ্রীলঙ্কা।
১৮. কিউবা কোন সমুদ্রে অবস্থিত ?- ভূমধ্যসাগরে।
১৯. সেন্ট হেলেনা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত?- আটলান্টিক মহাসাগর।
২০. পোর্টব্লেয়ার কেন বিখ্যাত ?- আব্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী।
২১.ভারত মহাসাগরের কোন দ্বীপটি আয়তনের সর্ববৃহৎ?- মাদাগাস্কার।
২২.গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?- উত্তর আমেরিকা।
২৩. গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা দেশের?- ডেনমার্ক।
২৪. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?- কুড়িল দ্বীপপুঞ্জ ।
২৫. কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ ও ভারত উভয়ই দাবি করে?- দক্ষিণ তালপট্টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1271 Views
    by afsara
    0 Replies 
    1998 Views
    by afsara
    0 Replies 
    1964 Views
    by afsara
    0 Replies 
    1625 Views
    by afsara
    0 Replies 
    1757 Views
    by rafique

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]