- Thu Dec 19, 2024 9:37 am#8147
১.বহুস্বামী বিবাহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?- টোডা উপজাতি।
২. যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম কি?- রেড ইন্ডিয়ান।
৩.রেড ইন্ডিয়ান কারা?- আমেরিকায় আগত ভারতবাসী।
৪. দক্ষিণ আমেরিকান আদিম অধিবাসী কারা?- রেড ইন্ডিয়ান।
৫. বেদে যে অঞ্চলে যাযাবর জাতিবিশেষ – ভারতবর্ষ ।
৬.রাশিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলের বসবাসকারী জাতির নাম – কাজাক।
৭. রুয়ান্ডা ও বুরুন্ডিতে যুদ্ধে লিপ্ত দুটি জাতি হচ্ছে- হুটু ও টুটসি।
৮. নরওয়ের নাগরিক জাতিগতভাবে- নরওয়েজিয়ান।
৯.লোকসংখ্যা অনুসারে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি?- টকিও।
১০. ইউরোপের বৃহত্তর নগরী কোনটি?- প্যারিস।
১১. বিশ্বে সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?- মুম্বাই।
১২. বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত?- ইস্তাম্বুল।
১৩. ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত? – এশিয়া ও ইউরোপ।
১৪.মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?- সনোরা লাইন।
১৫. ম্যাকেমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?- চীন ও ভারত।
১৬. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভিন্ন বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা- র্যাডক্লিফ লাইন।
১৭. ১৯৪৭ সালে বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিম্নরূপিত সীমারেখা – র্যাডক্লিফ।
১৮. পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে।সেটির নাম কি?- ডুরান্ড লাইন।
১৯. ডুরান্ট লাইন কি?- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা।
২০.ওয়ালেস – এর লাইন কোন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা ?-উত্তর আমেরিকা ও দক্ষিণ আামেরিকা।
২১. জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান –ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?- ম্যাজিনো লাইন ।
২২. ওডার নীচ নদী- পূর্ব জার্মান ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক।
২৩. উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?- ৩৮ তম অক্ষরেখা।
২৪.কোন অক্ষরেখা দুই কোরিয়াকে আলাদা করেছেন?- ৩৮ ডিগ্রি।
২৫. সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমান্ত কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল?- ১৭ ডিগ্রি সমান্তরাল।
২. যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম কি?- রেড ইন্ডিয়ান।
৩.রেড ইন্ডিয়ান কারা?- আমেরিকায় আগত ভারতবাসী।
৪. দক্ষিণ আমেরিকান আদিম অধিবাসী কারা?- রেড ইন্ডিয়ান।
৫. বেদে যে অঞ্চলে যাযাবর জাতিবিশেষ – ভারতবর্ষ ।
৬.রাশিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলের বসবাসকারী জাতির নাম – কাজাক।
৭. রুয়ান্ডা ও বুরুন্ডিতে যুদ্ধে লিপ্ত দুটি জাতি হচ্ছে- হুটু ও টুটসি।
৮. নরওয়ের নাগরিক জাতিগতভাবে- নরওয়েজিয়ান।
৯.লোকসংখ্যা অনুসারে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি?- টকিও।
১০. ইউরোপের বৃহত্তর নগরী কোনটি?- প্যারিস।
১১. বিশ্বে সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?- মুম্বাই।
১২. বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত?- ইস্তাম্বুল।
১৩. ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশ জুড়ে অবস্থিত? – এশিয়া ও ইউরোপ।
১৪.মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?- সনোরা লাইন।
১৫. ম্যাকেমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?- চীন ও ভারত।
১৬. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভিন্ন বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা- র্যাডক্লিফ লাইন।
১৭. ১৯৪৭ সালে বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিম্নরূপিত সীমারেখা – র্যাডক্লিফ।
১৮. পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে।সেটির নাম কি?- ডুরান্ড লাইন।
১৯. ডুরান্ট লাইন কি?- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা।
২০.ওয়ালেস – এর লাইন কোন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা ?-উত্তর আমেরিকা ও দক্ষিণ আামেরিকা।
২১. জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান –ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?- ম্যাজিনো লাইন ।
২২. ওডার নীচ নদী- পূর্ব জার্মান ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক।
২৩. উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?- ৩৮ তম অক্ষরেখা।
২৪.কোন অক্ষরেখা দুই কোরিয়াকে আলাদা করেছেন?- ৩৮ ডিগ্রি।
২৫. সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমান্ত কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল?- ১৭ ডিগ্রি সমান্তরাল।