Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8138
১. আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ – দকি্ষণ আফ্রিকা।
২. বর্ণবাদী নীতি কোথায় প্রচলিত ছিল?- দক্ষিণ আপ্রিকা।
৩. বর্ণবাদের সমাপ্তি ঘটেছিল- ১৯৯৪
৪.দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?- ৩৪২ বছর ।
৫. দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন?- এফ.ডব্লিউ ক্লার্ক।
৬. নেলসন ম্যান্ডেলাকে কত সালে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়?- ১৯৬৪ সালে।
৭. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি ?- আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা ANC কবে গঠিত হয়েছিল?- ১৯১২ সালে।
৮. দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট – জ্যাকব জুমা।
৯.সাম্প্রতিক অতীতে বিশ্বের মানচিত্র থেকে কোন দেশটির বিলুপ্ত ঘটেছে- যুগোশ্লাভিয়া।
১০. স্নায়ু- যুদ্ধ পরবর্তীকালে পূর্ব ইউরোপের যে দেশটি শান্তি পূর্ণভাবে বিভক্ত হয়েছে- চেকোস্লোভাকিয়া।
১১. চেকোস্লোভাকিয়া কত সালে ভেঙ্গে দুটো রাষ্ট্রে পরিণত হয়?- ১৯৯৩
১২. ড্রাগন অর্থনীতিসমূহে নিম্নের কোন দেশগুলো অন্তর্ভুক্ত- দক্ষিণ কোরিয়া , তাইওয়ান , হংকং ও সিঙ্গাপুর।
১৩. পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গন বলা হয়?- মায়ানমার , থাইল্যান্ডও লওস।
১৪. মাদক উৎপাদন এবং চোরাচালানের জন্য বিখ্যাত গোলন্ডেন ট্রায়াঙ্গল কি?- মায়ানমার , লওস ও থােইল্যান্ড সীমান্ত অঞ্চল।
১৫. আফগানিস্তান , পাকিস্তান ও ইরানের মধ্যে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চলকে কি বলে ?- গোল্ডেন ক্রিসেন্ট।
১৬. মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য ল্যাটিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি?- কলম্বিয়া।
১৭.নেদারল্যান্ডের মুদ্রার নাম কি?- ইউরো।
১৮.নরওয়ের মুদ্রার নাম কি ?- ক্রোনার।
১৯. হাইতির মুদ্রার না কি?-গুর্দে।
২০.সুইডেনের মুদ্রার নাম কি?-ক্রোনা ।
২১.সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি?- ফ্রাংক।
২২. আলজেরিয়ার মুদ্রার নাম- দিনার।
২৩.ইথিওপিয়ার মুদ্রার নাম কি ?- বির।
২৪. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?- উয়ন ।
২৫. রিংগিত কোন দেশের মুদ্রার নাম কি?- মালয়েশিয়া।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    166 Views
    by tamim
    0 Replies 
    109 Views
    by tamim
    0 Replies 
    517 Views
    by rana
    0 Replies 
    38 Views
    by tamim
    0 Replies 
    152 Views
    by tamim

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]