Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8132
ভারবর্ষের সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করে-ওয়ারেন হেস্টিংস।
২. স্বাধীনতাকালীন ভারতবর্ষের ভাইসরয় ছিলেন ত- লর্ড মাউন্টবেটেন ।
৩. বঙ্গভঙ্গের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন – লর্ড কার্জন।
৪. পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় যে দেশকে –ভারত ।
৫. ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের যে প্রদেশের অন্তর্ভুক্ত ছিল- উত্তর প্রদেশের।
৬. ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন- রাজেন্দ্র প্রসাদ।
৭. সিয়াচেন হিমবাহ অবস্থিত – কাশ্মীরে।
৮. মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার যে পত্রিকাটি সম্পাদনা করতেন-ইন্ডিয়ান অপিনিয়ন।
৯. ভারতের যে প্রধানমন্ত্রী বোফর্স অস্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন – রাজিব গান্ধী।
১০.ভারতে অঙ্গরাজ্য রয়েছে- ২৯টি।
১১. ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো – আওরঙ্গজেব।
১২. যে মহিলার সমাধির উপর তাজমহল নির্মিত – মমতাজ।
১৩. আকসাই চীন মহাসড়ক অবস্থিত –কাশ্মীরে।
১৪. ভারতের যে প্রদেশে অজন্তা ও ইলোরা গুহাদ্বয় অবস্থিত – মহারাষ্ট্রে।
১৫.অ্যাবোটাবাদ যে দেশে অবস্থিত – পাকিস্তানে।
১৬.ইন্দোনেশিয়া ব্যতীত যে দেশে মুসলমান সংখ্যায় সর্বাধিক – পাকিস্তানে ।
১৭. পাকিস্তান প্রথম সামরিক শাসন জারি করেন- ১৯৫৮ সালে।
১৮. পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের নাম- ইস্কান্দার মীর্জা।
১৯. পাকিস্তান সফল পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় – ১৯৯৮ সালে।
২০. প্রকাশ্যে ধূমপান নিষেধ – পাকিস্তানে।
২১. আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন – জহির শাহ।
২২. কান্দাহার যে দেশের শহর- আফগানিস্তানের ।
২৩. আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে- ১৯৭৩ সালে।
২৪. সাংহাই কো –অপারেশন অর্গানাইজেশনের সদস্য নয় যে দেশ –আফগানিস্তান ।
২৫.পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি অবস্থিত ছিল – আফগানিস্তানে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    517 Views
    by rana
    0 Replies 
    166 Views
    by tamim
    0 Replies 
    432 Views
    by raihan
    0 Replies 
    427 Views
    by rafique
    0 Replies 
    106 Views
    by rana

    ১.একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈঘ্য a একক হলে[…]

    1.X=√3+√2 হলে , x^3+1/x^3 এর মান কত? […]

    ১.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?-উঃ৫০৫০[…]