Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8118
১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া যে দেশের অধীনে ছিল –জাপানের।
২. চীনের মুদ্রার নাম –ইউয়ান।
৩. সানশাইন পিলিসি’র সাথে যে দেশটি জড়িত – দক্ষিণ কোরিয়া ।
৪. দুই কোরিয়ার বিভক্তিসূচক সীমারেখার নাম – ৩৮ তম অক্ষরেখা।
৫.আরব বসন্ত বলতে বুঝায় –আরবের বিভিন্ন দেশে গণজাগরণ।
৬. মধ্যপ্রাচ্যে প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল- ১৯৭৩ সালে।
৭. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী –তুরস্কে।
৮. যে দেশ দুটি মহাদেশের অন্তর্ভুক্ত- তুরস্ক।
৯.জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না –সৌদি আরব এবং ইরান।
১০.যে দেশের মুদ্রা সবচেয়ে বেশি দামি- কুয়েতের।
১১.ইরাক কুয়েত দখল করে নেয়-১৯৯০ সালে।
১২. ইসরাইলকে যে দেশ প্রথম স্বীকৃতি দেয়- যুক্তরাষ্ট্র।
১৩. ওসামা বিন লাদেনের জন্ম- সৌদি আরবে।
১৪. মধ্যপ্রাচ্যের যে দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে –সৌদি আরবে।
১৫. কিরগিজিস্তানের রাজধানী- বিশকেক।
১৬. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম- কাজাখস্তান।
১৭. উজবেকিস্তানের রাজধানী- তাসখন্দ।
১৮. আলমাআতা যে দেশের রাজধানী- কাজাখস্তানের সাবেক (১৯৯৭ সাল পর্যন্ত)রাজধানী আলমাআতা।
১৯. উজবেকিস্তানের মুদ্রার নাম –সোম ।
২০. দুশানবে যে দেশের রাজধানী –তাজিকিস্তান।
২১. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা -৫৪৩।
২২. মাদার তেরেসা জন্মগ্রহণ করেন- মেসেডোনিয়ায়।
২৩. ভারতের যে রাজ্যের রাজধানী ইস্ফল –মণিপুরের।
২৪. ব্লাক ক্যাট যে দেশের কমান্ডো বাহিনী –ভারতের।
২৫. ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে – সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    321 Views
    by rafique
    0 Replies 
    432 Views
    by raihan
    0 Replies 
    517 Views
    by rana
    0 Replies 
    166 Views
    by tamim
    0 Replies 
    341 Views
    by rajib

    ১.একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈঘ্য a একক হলে[…]

    1.X=√3+√2 হলে , x^3+1/x^3 এর মান কত? […]

    ১.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?-উঃ৫০৫০[…]