- Tue Dec 10, 2024 5:23 pm#8111
১. শ্রীলঙ্কার মুদ্রার নাম –রুপি।
২. যে দেশে সেনাবাহিনী নেই –মালদ্বীপে।
৩. সীমান্ত গান্ধী নামে পরিচিত-খান আব্দুল গাফ্ফার খান ।
৪.এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে- বিষুব রেখা।
৫. দক্ষিণ এশিয়ার ড. ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে-২য়।
৬. শিরিন এবাদি যে দেশের লোক –ইরানের ।
৭.পূর্ব তিমুরের রাজধানী-দিলি।
৮.মালশিয়ার সাবেক প্রদানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ছিলেন -২২ বছর।
৯. পশ্চিম তিমুর –এর বর্তমান মর্যাদা –ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য।
১০. যে দেশটি অতীতে কখনও অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি – থাইল্যান্ড।
১১.থাইল্যান্ডের মুদ্রার নাম –বাথ।
১২. মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম – পূত্রাজায়া।
১৩. উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় – ১৯৭৬ সালে।
১৪. হো চি মিন যে দেশের বিপ্লবী নেতা ছিলেন –ভিয়েতনামের।
১৫. এশিয়ার যে অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়- মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ।
১৬. মিয়ানমারের মুদ্রার নাম – কিয়াট।
১৭.বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র –ইন্দোনেশিয়া ।
১৮. রোহিঙ্গা –মিয়ানমারের একটি জাতিগোষ্ঠী।
১৯. শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর – ইয়াঙ্গুনে।
২০.কর্নারস্টোন অব পিস এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে –ওকিনাওয়া।
২১. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম- উয়ন ।
২২. বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী – চীনে।
২৩.মঙ্গোলিয়ার রাজধানী ত- উলানবাটোর।
২৪. বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ – উত্তর কোরিয়া ।
২৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া যে দেশের অধীনে ছিল –জাপানের।
২. যে দেশে সেনাবাহিনী নেই –মালদ্বীপে।
৩. সীমান্ত গান্ধী নামে পরিচিত-খান আব্দুল গাফ্ফার খান ।
৪.এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে- বিষুব রেখা।
৫. দক্ষিণ এশিয়ার ড. ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে-২য়।
৬. শিরিন এবাদি যে দেশের লোক –ইরানের ।
৭.পূর্ব তিমুরের রাজধানী-দিলি।
৮.মালশিয়ার সাবেক প্রদানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ছিলেন -২২ বছর।
৯. পশ্চিম তিমুর –এর বর্তমান মর্যাদা –ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য।
১০. যে দেশটি অতীতে কখনও অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি – থাইল্যান্ড।
১১.থাইল্যান্ডের মুদ্রার নাম –বাথ।
১২. মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম – পূত্রাজায়া।
১৩. উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় – ১৯৭৬ সালে।
১৪. হো চি মিন যে দেশের বিপ্লবী নেতা ছিলেন –ভিয়েতনামের।
১৫. এশিয়ার যে অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়- মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া ।
১৬. মিয়ানমারের মুদ্রার নাম – কিয়াট।
১৭.বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র –ইন্দোনেশিয়া ।
১৮. রোহিঙ্গা –মিয়ানমারের একটি জাতিগোষ্ঠী।
১৯. শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর – ইয়াঙ্গুনে।
২০.কর্নারস্টোন অব পিস এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে –ওকিনাওয়া।
২১. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম- উয়ন ।
২২. বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী – চীনে।
২৩.মঙ্গোলিয়ার রাজধানী ত- উলানবাটোর।
২৪. বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ – উত্তর কোরিয়া ।
২৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া যে দেশের অধীনে ছিল –জাপানের।