Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#8107
১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে ।
২. পিএলও এর সদর দপ্তর কোথায় ?- রামাল্লা ।
৩. Orient House কার সদর দপ্তর ?- প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ।
৪. রামাল্লা কোথায় অবস্থিত?- ফিলিস্তিন।
৫. কোন দেশটির সার্বভৌমত্ব নেই – ফিলিস্তিন।
৬. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয়?-জেরুজালেম ।
৭. Palestinian self – rule has been established in :/ প্যালেস্টাইন স্ব- শাসন প্রতিষ্ঠিত হয়েছে -West Bank & Gaza strip
৮. স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ ?- সিরিয়া।
৯. Who is president of Palestine?- Mahmud Abbas
১০. Current President of Palestinian Authority Mr. Mahmud Abbas is also known as:-- Abu Mazen
১১. ইস্তিফাদা বলতে কি বোঝায় ?- অভ্যুথ্থান ।
১২. ইস্তিফাদা কি?- প্যালেস্টাইন শান্তি বাহিনী ।
১৩. ইয়াসির আরাফাত কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?- মিশর।
১৪. ইয়াসির আরাফাত কোন সনে PLO –র চেয়ারম্যান হন – ১৯৬৯ সনে।
১৫. ইয়াসির আরাফাতের মৃত্যূ হয় কত সালে?- ১১-১১-০৪।
১৬.ইয়াসির আরাফঅত মারা যান – প্যারিসে ।
১৭. আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ – দক্ষিণ আফ্রিকা ।
১৮. বর্ণবাদী নীতি কোথায় প্রচলিত ছিল – দক্ষিণ আফ্রিকা ।
১৯. বর্ণবাদের সমাপ্তি ঘটেছিল – ১৯৯৪।
২০. দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল ?- ৩৪২।
২১. দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন?- এফ. ডব্লিউ ক্লার্ক ।
২২. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি ?- আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ।
২৩. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যে দেশের রাজনৈতিক দল – দক্ষিণ আফ্রিকা ।
২৪.আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কবে গঠিত হয়েছিল- ১৯১২ সালে ।
২৫. দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট –জ্যাকর জুমা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    805 Views
    by afsara
    0 Replies 
    1170 Views
    by afsara
    0 Replies 
    1186 Views
    by afsara
    0 Replies 
    25424 Views
    by shanta
    0 Replies 
    271 Views
    by tamim

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]