Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#1116
@@চুক্তির নাম চুক্তি সম্পাদনের সময় পক্ষ সমূহ@@@

>>প্রথম ভার্সাই সন্ধি, ১৭৮০ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

>>দ্বিতীয় ভার্সাই সন্ধি, ১৯১৯ প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানী।

>>আটলান্টিক সনদ, ১৯৪১ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

>>এ্যান্টার্কটিকা চুক্তি — যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অষ্ট্রেলিয়া ও ফ্রান্স।

>>প্যারিস চুক্তি, ১৮১৪ ফ্রান্স ও ব্রিটেন।

>>তাসখন্দ চুক্তি, ১০ জানুয়ারী,১৯৬৬ ভারত ও পাকিস্তান

>>জর্ডান-ইসরাইল শান্তি চুক্তি, ২৬ অক্টোবর, ১৯৯৪ জর্ডান ও ইসরাইল

>>বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি, ১৯ মার্চ, ১৯৭২ বাংলাদেশ ও ভারত

>>ভারত-সোভিয়েত মৈত্রী চুক্তি ৯ আগস্ট, ১৯৭১ ভারত ও সোভিয়েত ইউনিয়ন

>>সিমলা চুক্তি, ০৩ জুলাই, ১৯৭২ ভারত ও পাকিস্তান

>>প্যারিস শান্তি চুক্তি, ১৯৭৩ যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম

>>ক্যাম্প ডেভিড চুক্তি, ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮ ইসরাইল ও মিশর

>>ভারত-শ্রিলংকা শান্তি চুক্তি, ২৯ জুলাই, ১৯৮৭ ভারত ও শ্রিলংকা

>>ডেটন চুক্তি, ২১ নভেম্বর, ১৯৯৫ বসনিয়া হার্জেগোবিনা, ক্রোয়েশিয়া ও সার্বিয়া

>>ম্যাসট্রিচট চুক্তি , ১৯৯২ ইউরোপীয় ইউনিয়ন

>>জেনেভা কনভেনশন, ১২ আগষ্ট, ১৯৪৯ —

>>জেনেভা চুক্তি, ২০ জুলাই, ১৯৫৪ ভিয়েতনাম ও ফ্রান্স

>>মলোটভ রিবেন থ্রোপ ১৯৩৯ স্ট্যালিন ও হিটলার

>>হাভানা সনদ, ১৯৫৭ ৫৪ টি দেশ

>>আনজুস চুক্তি , ১৯৫১ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র

>>এনপিটি চুক্তি, ১৯৬৮ ১৭০ টি দেশ

>>সিটিবিটি চুক্তি ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬ ৫টি শক্তিধর রাষ্ট্র।

>>সল্ট-১, ২৭ মে, ১৯৭২ যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন

>>সল্ট-২, ১৮ জুন, ১৯৭৯ যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন

>>সল্ট-২, ১৮ জুন, ১৯৭৯ যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন

>>স্টার্ট-২, ৩ জানুয়ারী, ১৯৯৩ যুক্তরাষ্ট্র ও রাশিয়া

>>মহাশূন্য চুক্তি, ১০ অক্টোবর, ১৯৬৭ প্রায় ১০০ টি দেশ।

>>নাফটা চুক্তি, ১৪ সেপ্টেম্বর, ১৯৯৩ যুক্তরাষ্ট্র ও কানাডা

>>নানকিং চুক্তি, ১৮৪২ ব্রিটেন ও চীন

আন্তর্জাতিক চুক্তি

১ম ভার্সাই চুক্তি

সাল- ১৭৮০
সম্পাদনের স্থান- ফ্রা্ন্সের ভার্সাই শহর
সংশ্লিষ্ট দেশ- যুক্তরাষ্ট্র-বৃটেন
বিষয়- আমেরিকার স্বাধীনতা

২য় ভার্সাই ‍চুক্তি
সাল- ১৯১৯
সম্পাদনের স্থান- ফ্রান্সের ভার্সাই শহর

ডেটন চুক্তি
সাল- ১৯৪৫
সম্পাদনের স্থান- যুক্তরাষ্ট্রের ওহিও রাজ্যের ডেটন বিমান ঘাঁটি
সংশ্লিষ্ট দেশ- বসনিয়া, সার্বিয়া ও ক্রোয়েশিয়া
বিষয়- বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধের অবসান

আটলান্টিক সনদ
সাল-১৯৪১
সম্পাদনের স্থান- আটলান্টিক মহাসাগর
জাহাজ- প্রিন্সেস অব ওয়েলস
সংশ্লিষ্ট দেশ- যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য/ ইংল্যান্ড
বিষয়- জাতিসংঘ গঠনের প্রথম ধাপ

মানবাধিকার চুক্তি
সাল- ১৯৪৮

জেনেভা কনভেনশন
সাল- ১৯৪৯
সম্পাদনের স্থান- সুইজারল্যান্ডের জেনেভা
সংশ্লিষ্ট দেশ- ৫৮টি
বিষয়- যুদ্ধাহত ও যুদ্ধবন্দীদের ন্যায়বিচারের জন্য আচরণবিধি

তাসখন্দ চক্তি
সাল- ১৯৬৬
সম্পাদনের স্থান- উজবেকিস্তানের তাসখন্দ
সংশ্লিষ্ট দেশ- ভারত-পাকিস্তান
বিষয়- কাশ্মীর যুদ্ধের অবসান

পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি
সাল- ১৯৬৮

সিমলা চুক্তি
সাল- ১৯৭২
সম্পাদনের স্থান- ভারতের হিমাচল প্রদেশের সিমলা
সংশ্লিষ্ট দেশ- ভারত-পাকিস্তান

প্যারিস চুক্তি
সাল- ১৯৭৩
সম্পাদনের স্থান- ফ্রান্সের প্যারিস
বিষয়- ভিয়েতনাম যুদ্ধের অবসান

ক্যাম্প ডেভিড চুক্তি
সাল- ১৯৭৮
সম্পাদনের স্থান- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রদেশের ক্যাম্প ডেভিড

ম্যাসট্রিক্ট চুক্তি
সাল- ১৯৯২
সম্পাদনের স্থান- নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট
সংশ্লিষ্ট দেশ- ১২টি ইউরোপীয় দেশ
বিষয়- অভিন্ন ইউরো মুদ্রা প্রচলন

পিএলও-ইসরায়ের স্বায়ত্ত্বশাসন চুক্তি
সাল- ১৯৯৩

গঙ্গার পানি বণ্টন চুক্তি
সাল- ১৯৯৬
সম্পাদনের স্থান- নয়াদিল্লীর হায়দ্রাবাদ
৩০ বছর মেয়াদী

CTBT (Comprehensive Nuclear Test Ban Treaty)
সাল- ১৯৯৬

পরমাণু অস্ত্র বিলোপ চুক্তি
সাল- ১৯৯৬
সংশ্লিষ্ট দেশ- ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও বৃটেন

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি
সাল- ১৯৯৭

কিয়োটো বিশ্ব উষ্ণতা রোধচুক্তি
সাল- ১৯৯৭
সম্পাদনের স্থান- জাপানের কিয়োটো
যুক্তরাষ্ট্র এই চুক্তি প্রত্যাখ্যান করেছে
বিষয়- বিশ্ব পরিবেশ রক্ষা

অটোয়া চক্তি/ স্থলমাইন নিষিদ্ধকরুনণ চুক্তি
সাল- ১৯৯৭
সম্পাদনের স্থান- কানাডার কিয়োটো

১ ‘নিরাপদ করুনিডোর’ চুক্তি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত হয়? ৫ অক্টোবর, ১৯৯৯ ।
২ ‘মলোটভ রিবেন থ্রোপ’ চুক্তিটি স্বাক্ষরিত হয়? ১৯৩৯ সালে ।
৩ ‘মলোটভ রিবেন থ্রোপ’ হলো? স্ট্যালিন ও হিটলারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ।
৪ ‘শান্তির জন্য ভূমি’ চুক্তিটি ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত হয়? ২৩ অক্টোবর, ৯৮ (হোয়াইট হাউজ)।
৫ আটলান্টিক সনদ কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
৬ আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়? ১৪ আগস্ট, ১৯৪১ সালে।
৭ আটলান্টিক সনদে ইংল্যান্ডের পক্ষে কে স্বাক্ষর করেন? উইনস্টর চার্চিল।
৮ আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্রের পক্ষে কে স্বাক্ষর করেন? ফ্রাংকলিন র্বজভেল্ট।
৯ আটলান্টিক সনদের মূল লক্ষ্য কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেক্ষাপটে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা।
১০ আনজুস চুক্তি উদ্দেশ্য কি? প্রশন্ত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা
১১ আনজুস চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড ।
১২ আনজুস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ১৪ সেপ্টম্বর, ১৯৫১ ।
১৩ আমেরিকার স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত? প্রথম ভার্সাই চুক্তি।
১৪ ইরান রাশিয়া পারমানবিক চুক্তি কবে স্বাক্ষর করে? ২৫ ডিসেম্বর, ২০০২ ।
১৫ ইরানী পার্লামেন্ট কোন চুক্তিটি অনুমোদনে অস্বীকৃতি জানাচ্ছে? নিউক্লিয়া নন-প্রোলিফারেশন ট্রিটি (এসপিটি)।
১৬ উত্তর আয়ারল্যান্ড সম্পর্কিত শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ১০ জুলাই, ১৯৯৮।
১৭ এ্যান্টার্কটিকা চুক্তিটি স্বাক্ষরিত হয়? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অষ্ট্রেলিয়া ও ফ্রান্স ।
১৮ এ্যান্টার্কটিকা চুক্তির উদ্দেশ্য কি? এ্যান্টার্কটিকা মহাদেশকে দুপক্ষ মিলে শাসন করা ।
১৯ এনপিটি চুক্তি কবে কার্যকরুন হয়? ১৯৭০ সালে।
২০ এনপিটি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ১৯৬৮ সালে ।
২১ এনপিটি চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে? ১৭০ টি।
২২ এনপিটি চুক্তির উদ্দেশ্য কি? পারমানবিক অস্ত্র বিস্তার রোধ ।
২৩ কোন কোন দেশ এখনও সিটিবিটি অনুমোদন করেনি? রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন।
২৪ কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় দেশের পার্সপোর্ট ও অন্যান্য প্রথা রহিত হয়? চেনজেন চুক্তি
২৫ ক্যাম্প ডেভিড কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রে।
২৬ ক্যাম্প ডেভিড চুক্তির প্রতিক্রিয়া কি ছিল? মিশরকে আরব লীগ ও ওআই সি থেকে বহিস্কার।
২৭ ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে ছিলেন? সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
২৮ ক্যাম্প ডেভিড চুক্তির লক্ষ্য কি ছিল? মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
২৯ কয়টি দেশ সিটিবিটি চুক্তির পক্ষে ভোট দেয়? ১৫৮ টি।
৩০ কয়টি দেশ সিটিবিটি চুক্তির বিপক্ষে ভোট দেয়? ৩ টি, ভুটান, লিবিয়া ও ভারত।
৩১ গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন করা হয়? ১২ ডিসেম্বর, ১৯৯৬, বেলা ১১-৫৫ মিনিট।
৩২ গঙ্গার পানি বণ্টন চুক্তি কেন করা হয়? গঙ্গার পানির ন্যায্য বণ্টনের জন্য।
৩৩ গঙ্গার পানি বণ্টন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে।
৩৪ গঙ্গার পানি বণ্টন চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরতি হয়? বাংলাদেশ ও ভারতের মধ্যে।
৩৫ গঙ্গার পানি বণ্টন চুক্তি কত বছরের জন্য করা হয়? ৩০ বছরের জন্য।
৩৬ গঙ্গার পানি বণ্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ১২ ডিসেম্বর, ১৯৯৬।
৩৭ গঙ্গার পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশের পক্ষে কে স্বাক্ষর করেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩৮ গঙ্গার পানি বণ্টন চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন? ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া।
৩৯ জেনেভা কনভেনশনে অংশগ্রহনকারী দেশ কয়টি? ৫টি।
৪০ জেনেভা কনভেনশনের লক্ষ্য কি? যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের ন্যায় বিচারের জন্য আচরণবিধি প্রনয়ণ।
৪১ জেনেভা চুক্তির ফলাফল কি ছিল? ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্তি করে রাষ্ট্র গঠন।
৪২ ডেটন কি? ডেটন বিমান ঘাটি, যুক্তরাষ্ট্র।
৪৩ ডেটন চুক্তির ফলে কি ঘটে? বসনিয়া ও হার্জেগোবিনার যুদ্ধ অবসান।
৪৪ তাসখন্দ চুক্তির লক্ষ্য কি ছিল? ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান।
৪৫ দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল কি ছিল? জার্মানী যুদ্ধের ক্ষতিপূরন দানে বাধ্য হয়।
৪৬ দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল? জার্মানীকে যুদ্ধাপরাধী সাব্যস্ত করা।
৪৭ দ্বিতীয় ভার্সাই চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ও জার্মানির মধ্যে।
৪৮ দ্বিতীয় ভার্সাই চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? ফ্রান্সের ভার্সাই নগরীতে।
৪৯ দ্বিতীয় ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ২৮ জুলাই ১৯১৯ সালে।
৫০ দ্বিতীয় ভার্সাই চুক্তির ফলাফল কী? জার্মানি যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়।
৫১ দ্বিতীয় ভার্সাই চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা।
৫২ প্রথম ভার্সাই চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ১৭৮০ সালে।
৫৩ প্রথম ভার্সাই চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? ব্রিটেন ও আমেরিকা।
৫৪ প্রথম ভার্সাই চুক্তির ফলাফল কি ছিল? আমেরিকার স্বাধীনতা অর্জন।
৫৫ ফ্যালকন চুক্তি স্বাক্ষর করে? ভারত ও ইসরাইল।
৫৬ ফ্যালকন চুক্তি হলো? ফ্যালকন রাডার সিস্টেম চুক্তি ।
৫৭ বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ১৯ মার্চ, ১৯৭২।
৫৮ বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? বাংলাদেশ ও ভারত।
৫৯ বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তিতে বাংলাদেশের পক্ষে কে স্বাক্ষর করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬০ বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন? শ্রীমতি ইন্দিরা গান্ধী।
৬১ বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির মেয়াদ কবে শেষ হয়? ১৯ মার্চ, ১৯৯৭।
৬২ বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির মেয়াদ ছিল কত বছর? ২৫ বছর।
৬৩ বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির লক্ষ্য কী ছিল? পঁচিশ বছরব্যাপী মৈত্রী, শান্তি ও সহযোগিতা বৃদ্ধি।
৬৪ বর্তমানে পারমানবিক অস্ত্র ও চুল্লীর অধিকারী দেশ কয়টি? ৪৪ টি।
৬৫ বৃহৎ শক্তিধর ৫টি দেশ কবে সিটিবিটি তে স্বাক্ষর করে?
৬৬ লিবিয়া কবে সিটিবিটি চুক্তি অনুমোদন করে? ৬ জানুয়ারী, ২০০৪।
৬৭ শিমলা কোথায় অবস্থিত? ভারতে।
৬৮ শিমলা চুক্তির উদ্দেশ্য কি? প্রত্যেক দেশের জাতীয় সংহতি, অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা।
৬৯ সিটিবিটি চুক্তির লক্ষ্য কি ছিল? পারমানবিক পরীক্ষা নিষিদ্ধকরুনণ।
৭০ সিটিবিটি জাতিসংঘ সাধারণ পরিষদ কবে অনুমোদন করে? ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
৭১ সিটিবিটি জাতিসংঘে উত্থাপন করে কোন দেশ? অস্ট্রেলিয়া।
৭২ সিমলা চুক্তিতে পাকিস্তানের পক্ষে কে স্বাক্ষর করেন? জুলফিকার আলী ভুট্টা।
৭৩ সিমলা চুক্তিতে ভারতের পক্ষে কে স্বাক্ষর করেন? শ্রীমতি ইন্দিরা গান্ধী।
৭৪ স্থলমাইন নিষিদ্ধকরুনণ চুক্তি কবে থেকে কার্যকরুন হয়? ১৯৯৯ সাল।
৭৫ সল্ট-১ চুক্তিটির উদ্দেশ্য কি? এ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম সীমিতকরুনণ।
৭৬ সল্ট-২ চুক্তিটির উদ্দেশ্য কি? আক্রমণাত্মক অস্ত্র ২৪০০ মধ্যে সীমিতকরুনণ ।
৭৭ হাভানা সনদে কতটি দেশ স্বাক্ষর করে? ৫টি দেশ ।
৭৮ হাভানা সনদের লক্ষ্য ও উদ্দেশ্য কি? বিশ্ব উন্নয়ন ত্বরান্বিত করা ।

সংগৃহিতঃ-
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]