Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7693
১.Kleptocray – বলতে কী বুঝায়?-দুর্নীতিগ্রস্ত সরকার ।
২.উটপাখি কবিতাটির রচয়িতা কে?-সুধীন্দ্রনাথ দত্ত।
৩.কোন জ্বালানিটি Nuclear Power Plant এ ব্যাপকভাবে ব্যবহৃত হয় ?-Uranium (U-235)।
৪.একাত্তরের দিনগুলি গ্রন্থের রচয়িতা কে?-জাহানারা ইমাম ।
৫.পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?-মুন্সিগঞ্জ ও শরীয়তপুর।
৬.অভিরাম শব্দের অর্থ কি ?-সুন্দর।
৭.মধ্যযুগের কোন কবির কাব্যে উপন্যাসের লক্ষণ ফুটে উঠেছে?-মুকুন্দরাম চক্রবর্তী।
৮.২০১৮সালে অনুষ্ঠিত বাংলাদেশ -সৌদি আরব যৌথ ।
৯.সামরিক মহড়ার নাম কী ছিল ?-গাল্ফ শিল্ড-১।
১০.বাবা কোন ভাষা থেকে আগত শব্দ ?-তুর্কি।
১১. সম্প্রতি কোন দেশ NATO তে ৩১ তম সদস্য হিসেবে যোগ দিয়েছে ?-ফিনল্যান্ড।
১২.UNHCR এর সদর দপ্তর কোথায় ?-জেনেভা ।
১৩.কিলোওয়াট আওয়ার কী পরিমাপ কাজে ব্যবহৃত হয়?-Energy।
১৫.বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি ?-2 টি ।
১৬.অসমাপ্ত আত্মজীবনী কোন সালে প্রকাশিত হয়?-২০১২ সালে।
১৭.দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম দৈর্ঘ্য কোন রঙের ?-বেগুনি।
১৮.সকালে উঠিয়া আমি মনে মনে বলি , সারাদিন আমি যেন ভালো হয়ে চলি -চরণ দুটির রচয়িতা কে?-মদনমোহন তর্কালঙ্কার।
১৯.চর্যাপদের টীকাকারের নাম কী ?-মুনিদত্ত।
২০.পদ্মা নদীর মাঝি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম- কুবের ।
২১.আন্তর্জাতিক রাজধানীতে LoI এর পূর্ণরূপ কী?-Letter of Intent
২২.বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত?-৩.৩২ কিমি।
২৩.কোন বানানটি শুদ্ধ?-স্বত্ব।
২৪.ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?-থিওডোর হার্জেল।
২৫.শের্ -ই-বাংলা আবুল কাশেম ফজলুল হক জন্মগ্রহণ করেন?-১৮৭৩ সালে ।
২৬.রয়টার্স কোন দাশের মায়ের নাম কি?-যুক্তরাজ্য ।
২৭.রঞ্জন শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?-কুসুমকুমারী দাশ।
২৮.কাজী নজরুল ইসলামের অগ্নি বীণা কাব্যের প্রথম কবিতা কোনটি?-প্রলয়োল্লাস।
২৯.রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?-বসন্ত ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    520 Views
    by masum
    0 Replies 
    225 Views
    by shohag
    0 Replies 
    442 Views
    by sajib
    0 Replies 
    869 Views
    by rajib
    0 Replies 
    275 Views
    by kajol

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]