- Sun Feb 04, 2024 10:29 pm#7688
১.ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়-তুরস্কে।
২.ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?-ইরাক।
৩.নিকারাগুয়ার যে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র সমর্থনপুষ্ট তার নাম-কন্ট্রা।
৪.আই .এম.এফ -এর সদর দপ্তর কোথায়?- ওয়াশিংটন।
৫.হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল- ১৯৪৫ সালের আগস্ট মাসে।
৬.কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম- প্যাট্রিক লুমুম্বা।
৭.দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পন করে- ১৯৪৫ সালে মে মাসে।
৮.ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়- হোয়াইট হল।
৯.সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-১৯৮৫ সালে।
১০.আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশের প্রথম স্বীকৃতি দেয়?-ইরাক।
১১.পিএলও-এর সদর দপ্তর -ফিলিস্তানের রামাল্লায়।
১২.জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন-ট্রিগভেলি।
১৩.নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দী ছিল- জাপান।
১৪.সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়- সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
১৫.জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?-১৯৩।
১৬.ইসলামী সম্মেলন সংস্থা (OIC)এর প্রধান কার্যালয় সচিবালয় কোথায়?-জেদ্দা।
১৭.যে দেশে এসডিআই প্রতিরক্ষা কর্মসূচী গ্রহণ করেছে-যুক্তরাষ্ট্র।
১৮.সাউথ কমিশনের চেয়ারম্যান -জুলিয়াস নায়ারে।
১৯.আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
২০.নামিবিয়ার রাজধানী কোথায়-উইন্ডহুক।
২.ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?-ইরাক।
৩.নিকারাগুয়ার যে বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র সমর্থনপুষ্ট তার নাম-কন্ট্রা।
৪.আই .এম.এফ -এর সদর দপ্তর কোথায়?- ওয়াশিংটন।
৫.হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল- ১৯৪৫ সালের আগস্ট মাসে।
৬.কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম- প্যাট্রিক লুমুম্বা।
৭.দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পন করে- ১৯৪৫ সালে মে মাসে।
৮.ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়- হোয়াইট হল।
৯.সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-১৯৮৫ সালে।
১০.আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশের প্রথম স্বীকৃতি দেয়?-ইরাক।
১১.পিএলও-এর সদর দপ্তর -ফিলিস্তানের রামাল্লায়।
১২.জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন-ট্রিগভেলি।
১৩.নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দী ছিল- জাপান।
১৪.সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়- সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
১৫.জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?-১৯৩।
১৬.ইসলামী সম্মেলন সংস্থা (OIC)এর প্রধান কার্যালয় সচিবালয় কোথায়?-জেদ্দা।
১৭.যে দেশে এসডিআই প্রতিরক্ষা কর্মসূচী গ্রহণ করেছে-যুক্তরাষ্ট্র।
১৮.সাউথ কমিশনের চেয়ারম্যান -জুলিয়াস নায়ারে।
১৯.আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
২০.নামিবিয়ার রাজধানী কোথায়-উইন্ডহুক।