Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7649
১. ফোর্স সেভেনটিন কোন দেশের গেরিলা সংগঠন ?- প্যালেস্টাইন ।
২. এন. এল. এফ. টি কি ?- ল্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা ।
৩. এল.টি.টি.ই হলো - শ্রীঃলংকার একটা বিছিন্নতাবাদী দল ।
৪. ইউনিটা কোন দেশের গেরিলা সংগঠন ?- এঙ্গোলা ।
৫. ওসামা বিন লাদেন কোন সংগঠনের নেতা ?- আলা-জাজিরা ।
৬. ওসামা বিন লাদেনের জন্ম কোথায় ?- সৌদি আরব ।
৭. আবু সায়েফ গেরিলা গোষ্ঠি কোন দেশে তৎপর ?- ফিলিপইন ।
৮. সাইন পাথ হোচ্ছে – পেরুর গেরিলা সংগঠন ।
৯. টুপাক আমারু কি ?- পেরুর বামপন্থী গেরিলা সংগঠন ।
১০. হামাস গেরিলা সংগঠনটি – প্যালেস্টাইনের ।
১১. লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গেরিলাদের প্রাধান নেতা – শেখ হাসান নাসরুল্লাহ ।
১২. M-19 কোন দেশের গেরিলা সংগঠন ?- কলম্বিয়া ।
১৩. FARC গেরিলারা কোন দেশে তাদের কার্যক্রম চালাচ্ছে ?- কলম্বিয়া ।
১৪. PKK কি ?- তুরস্কের কুর্দিদের সংগঠন ।
১৫. মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের বিদ্রোহী গ্রুপ ?- ফিলিপাইন ।
১৬. রয়টার্স কি ?- A news agency ( সংবাদ সংস্থা ) ।
১৭. রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা ?- যুক্তরাজ্য ।
১৮. সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিষ্ঠাতা কে ?- পল জুলিয়াস রয়টার ।
১৯. BBC বলতে কোন সংস্থাটিকে বুঝায় ?- এর কোনোটিই নয় ।
২০. বিবিসি-এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?- লন্ডনে ।
২১. বিখ্যাত বুশ হাউজ কোন শহরে অবস্থিত ?- লন্ডন ।
২২. A. F. P. কোন দেশের সংবাদ সংস্থা ?- ফ্রান্স ।
২৩. এপি ( Associated Press ) কোন দেশের সংবাদ সংস্থা ?- যুক্তরাষ্ট্র ।
২৪. এসপিএ কোন দেশের সংবাদ সংস্থা ?- সৌদি আরব ।
২৫. মিডিল ইস্ট নিউজ এজেন্সি কোন দেশের সংবাদ সংস্থা ?- মিশর ।
২৬. মেনা কোন দেশের সংবাদ সংস্থা ?- মিশর ।
২৭. ANTARA is the name of the news agency of-/ আনতারা কোন দেশের সংবাদ সংস্থা ?- Indonesia ।
২৮. তাস কোন দেশের সংবাদ সংস্থা ?- রাশিয়া ।
২৯. ফেয়ার ফ্যাক্স কি ?- সংবাদ সংস্থা ।
৩০. ইন্টারফ্যাক্স কি ?- রাশিয়ার সরকারি বার্তা সংস্থা ।

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]