Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7500
প্রশ্ন : বিশ্বকাপ জয়ী একমাত্র দেশ হিসেবে রাশিয়া বিশ্বকাপ ফুটবলে স্থান পায়নি কোন দেশ?
উ : ইতালি।

প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ইনিংস’এ রান করা দেশ কোনটি?
উঃ ইংল্যান্ড (৪৮১ রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে)।

প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট ডােনল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠক কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ১২ জুন ২০১৮ সালে সিঙ্গাপুরে।

প্রশ্নঃ সৌদি আরবের নারীদের গাড়ি চালানাের উপর নিষেধাজ্ঞা উঠে যায় কবে?
উঃ ২৪ জুন ২০১৮ সালে।

প্রশ্ন : যুক্তরাষ্ট্র UNHCR থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় কবে?
উঃ ১৯ জুন ২০১৮ সালে।

প্রশ্নঃ ১২তম দেশ হিসেবে আফগানিস্তানের টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে কবে?
উ : ১৪ জুন ২০১৮ সালে ।

প্রশ্ন : জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি সুরক্ষা প্রস্তাব পাস করে কবে?
উ : ১৩ জুন ২০১৮ সালে।

প্রশ্নঃ সপ্তম নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ শিরােপা লাভ করে কোন দেশকে হারিয়ে?
উ : ভারত।

প্রশ্ন : যুক্তরাজ্যের ইউরােপীয় ইউনিয়ন ত্যাগ সংক্রান্ত BREXIT বিল আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয় কবে?
উঃ ২৬ জুন ২০১৮ সালে।

প্রশ্নঃ ৬ জুন ২০১৮ সালে বিশ্বের প্রথম EPR পরমাণু প্রকল্পের কাজ শুরু করে কোন দেশ?
উঃ চীন।

প্রশ্ন : আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর বর্তমান প্রেসিডেন্ট কে?
উ : নাইজেরিয়ার চিলি ইবােয়ে ওসুজু।

প্রশ্নঃ ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের রিপাের্টে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে?
উঃ চীনের প্রেসিডেন্ট শি জিন পিং (দ্বিতীয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন)।

প্রশ্নঃ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্ক্সের ২০০তম জন্ম বার্ষিকীতে জার্মানি কোন শহরে কার্ল মার্ক্সের মূর্তি উন্মােচিত করে?
উঃ ট্রিয়ের শহরে (কার্ল মার্ক্সের জন্মস্থান)।

প্রশ্ন : মালয়েশিয়া তথা বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী কে?
উ : মাহাথির মােহাম্মদ।

প্রশ্নঃ সম্প্রতি উত্তর কোরিয়া তাদের কোন পরমাণু পরীক্ষা কেন্দ্র বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দিয়েছে?
উঃ পুংগিয়ে-রি।

প্রশ্ন : ২০১৮ সালে কোন বিষয়ে নােবেল পুরস্কার স্থগিত রাখা হয়েছে?
উ : সাহিত্যে।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গােয়েন্দা সংস্থা (CIA) এর প্রথম নারী পরিচালক কে?
উ : জিনা হ্যাসপল।

প্রশ্নঃ উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই শীর্ষ নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় কবে?
উঃ ২৭ এপ্রিল ২০১৮ সালে।

প্রশ্নঃ উত্তর কোরিয়া সব ধরণের ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা স্থগিতের ঘােষণা দেয় কবে?
উঃ ১৭ এপ্রিল ২০১৮।

প্রশ্ন ও দুর্নীতির দায়ে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাই’কে কত বছর কারাদণ্ড দেয়া হয়?
উঃ ২৪ বছর।

প্রশ্ন : সিরিয়ার পূর্ব গৌতার দৌমা শহরে সরকারি বাহিনী রাসায়নিক হামলা চালায় কবে?
উ : ৭ এপ্রিল ২০১৮।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]