Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7498
প্রশ্ন : ২০১৮ সালের বৈশ্বিক লিঙ্গ বিভাজন রিপাের্টে কম বৈষম্যের দেশ কোনটি?
উ : আইসল্যান্ড।

প্রশ্ন : বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৮ অনুযায়ী রপ্তানিকারক শীর্ষ দেশ কোনটি?
উঃ চীন।

প্রশ্ন : বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০১৮ অনুযায়ী আমদানিকারক শীর্ষ দেশ কোনটি?
উ : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ২৪তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP 24 কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ৩-১৪ ডিসেম্বর ২০১৮, পােল্যান্ডের কেটুইয়েস’এ।

প্রশ্নঃ UNDP মানব উন্নয়ন সূচক রিপাের্ট ২০১৮ অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উ : নরওয়ে।

প্রশ্ন : UNDP মানব উন্নয়ন সূচক রিপাের্ট ২০১৮ অনুযায়ী বিশ্বের সর্বনিম্ন দেশ কোনটি?
উ : নাইজার।

প্রশ্ন : UNDP মানব উন্নয়ন সূচক রিপাের্ট ২০১৮ অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
উ : জাপান।

প্রশ্ন : UNDP মানব উন্নয়ন সূচক রিপাের্ট ২০১৮ অনুযায়ী গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি?
উ : সিয়েরালিওন।

প্রশ্ন : UNDP মানব উন্নয়ন সূচক রিপাের্ট ২০১৮ অনুযায়ী মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
উ : কাতার।

প্রশ্ন : UNDP মানব উন্নয়ন সূচক রিপাের্ট ২০১৮ অনুযায়ী মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
উঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

প্রশ্ন : UNDP মানব উন্নয়ন সূচক রিপাের্ট ২০১৮ অনুযায়ী সার্কভুক্ত দেশে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
উ : মালদ্বীপ।

প্রশ্নঃ UNDP মানব উন্নয়ন সূচক রিপাের্ট ২০১৮ অনুযায়ী সার্কভুক্ত দেশে মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
উ : আফগানিস্তান।

প্রশ্ন : UNDP মানব উন্নয়ন সূচক রিপাের্ট ২০১৮ অনুযায়ী সার্কভুক্ত দেশে স্বাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি?
উঃ মালদ্বীপ।

প্রশ্ন : ২০১৮ সালে FIFA The Best ও UEFA বর্ষসেরা হন কোন খেলােয়াড়?
উঃ ক্রোয়েশিয়ার লুকা মডরিচ।

প্রশ্ন ও পাকিস্তানের ১৩তম এবং বর্তমান প্রেসিডেন্ট কে?
উ : আরিফুর রেহমান আলভি।

প্রশ্ন : পাকিস্তানের ১৯তম ও বর্তমান প্রধানমন্ত্রী কে?
উঃ ইমরান খান (পুরাে নাম: ইমরান আহম্মদ খান নিয়াজী)।

প্রশ্ন : পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কী?
উঃ তেহরিক-ই-ইনসাফ (PTI)।

প্রশ্ন : বর্তমান বিশ্বে সবচেয়ে উচু ভাস্কর্যের নাম কী?
উ : Statue of Unity (ভারতের গুজরাটের আহমেদাবাগে)।

প্রশ্ন : মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের নাম কী?
উঃ ইব্রাহীম মােহাম্মদ সােলিহ।

প্রশ্নঃ বিশ্বের কোন দেশ প্রথম ইলেক্ট্রো ম্যাগনেটিক রকেট উৎক্ষেপণ করে?
উঃ চীন।

প্রশ্ন : ৯ সেপ্টেম্বর ২০১৮ সালে কোন দেশ তাৎক্ষণিক তিন তালাককে শাস্তিযােগ্য অপরাধ হিসেবে আইনী স্বীকৃতি দেয়?
উ : ভারত।

প্রশ্ন : ২০১৮ সালে ১৮তম এশিয়ান গেমসে পদক তালিকায় শীর্ষস্থান লাভ করে কোন দেশ?
উঃ চীন।

প্রশ্ন : ২০১৮ সালে দ্বাদশ সাফ চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উ : মালদ্বীপ।

প্রশ্নঃ FEAR: TRUMP IN THE WHITE HOUSE বইটির লেখক কে?
উ : বব উডওয়্যার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1761 Views
    by raja
    0 Replies 
    4 Views
    by afsara
    0 Replies 
    1872 Views
    by masum
    0 Replies 
    6 Views
    by tasnima
    0 Replies 
    1735 Views
    by raja

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]