Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7490
| প্রশ্নঃ দেজফুল (Dezful) ও হােভেইজে (Hoveizeh) কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র?
উঃ ইরান।

প্রশ্ন : Dong-Feng 26 (DF-26) কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র?
উঃ চীন।

প্রশ্ন : ২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন হন কারা?
উ : পুরুষ এককে নােভাক জোকোভিচ (সার্বিয়া) ও নারী এককে নাওমি ওসাকা (জাপান)।

প্রশ্ন : ২০১৯ সালের ১৭তম এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উ : কাতার (রানার্সআপ জাপান)।

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি?
উ : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : বিশ্বের সর্বনিম্ন অর্থনৈতিক দেশ কোনটি?
উ : টুভ্যালু।

প্রশ্নঃ বিশ্বের প্রথম কোয়ান্টাম কম্পিউটারের নাম কি?
উ: IBM System One.

প্রশ্নঃ • বিশ্বের প্রথম কোয়ান্টাম কম্পিউটারের নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী?
উ: International Business Machines (IBM).

প্রশ্ন : ২০১৯ সালে বৈশ্বিক মেধা প্রতিযােগিতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উঃ সুইজারল্যান্ড।

প্রশ্ন : ২০১৯ সালে বৈশ্বিক মেধা প্রতিযােগিতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উ : ইয়েমেন।

প্রশ্ন: অ্যালমিনিয়াম উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উ : চীন।

প্রশ্ন : বিশ্বে অর্থ পাচারে শীর্ষ দেশ কোনটি?
উঃ চীন।

প্রশ্নঃ ৪৫তম G-7 শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ ২৫-২৭ আগষ্ট ২০১৯ সালে, ফ্রান্সে।

প্রশ্ন : প্রথম ক্রিকেটার হিসেবে কে একই সাথে বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার খেতাব জয় করেন?
উ : ভারতের বিরাট কোহলি।

প্রশ্নঃ ১২ জানুয়ারি ২০১৯ কোন দেশ বিশ্বের প্রথম দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে একহাজার তম
ম্যাচ খেলে?
উ : অস্ট্রেলিয়া।

প্রশ্ন : ভারতের প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেন মারা যান কবে?
উঃ ৩০ ডিসেম্বর ২০১৮।

প্রশ্নঃ মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে নির্বাচিত হন কে?
উঃ টেংকু আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ (ষষ্ঠ)।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রভিত্তিক বিজনেস সাময়িকী Forbes এর রিপাের্ট ২০১৮ অনুযায়ী বর্তমান বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী কে?
উ : জার্মানির চ্যান্সেলর মাইকেল অ্যাঞ্জেলা (দ্বিতীয়: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে)।

প্রশ্ন : ২০১৮ সালের টাইম পারসন অব দা ইয়ার নির্বাচিত হন কে?
উ : বিশ্বব্যাপী নিহত ও কারাবন্দী সাংবাদিকেরা।

প্রশ্ন : গ্রিন হাউস নিঃসরণে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উঃ চীন।

প্রশ্নঃ ১ জানুয়ারি ২০১৯ সালে কোন দেশটি OPEC এর সদস্যপদ প্রত্যাহার করে?
উ : কাতার।

প্রশ্নঃ ২০১৮ সালে ৬৭তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে?
উঃ ক্যাট্রিওনা এলিসা গ্রে (ফিলিপাইন)।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    670 Views
    by raja
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    95 Views
    by rajib
    0 Replies 
    656 Views
    by raihan
    0 Replies 
    22774 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]