Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7489
প্রশ্নঃ বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন ২০১৮ বায়ু দূষণে বিশ্বের শীর্ষ শহর কোনটি?
উ : ভারতের গুরুগ্রাম।

প্রশ্নঃ বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন ২০১৮ বায়ু দূষণে বিশ্বের শীর্ষ রাজধানী কোনটি?
উ : ভারতের নয়াদিল্লী।

প্রশ্ন : নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ শহরের আল নূর ও লিনউড মসিজেদ সন্ত্রাসী হামলা হয় কবে?
উঃ ১৫ মার্চ ২০১৯ সালে।

প্রশ্ন : ২০১৯ সালের মানব পুঁজি সূচকে শীর্ষ দেশ কোনটি?
উ : সিঙ্গাপুর।

প্রশ্ন : ২০১৯ সালের মানব পুঁজি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উ : শাদ।

প্রশ্ন : ২০১৯ সালে wJP (World Justice Project) এর প্রতিবেদন অনুযায়ী আইনের শাসনে শীর্ষ | দেশ কোনটি?
উ ডেনমার্ক। |

প্রশ্ন : ২০১৯ সালে WJP (World Justice Project) এর প্রতিবেদন অনুযায়ী আইনের শাসনে সর্বনিম্ন
দেশ কোনটি?
উঃ ভেনিজুয়েলা।

প্রশ্ন : বিশ্ব সুখ প্রতিবেদন ২০১৯ অনুযায়ী বিশ্বের সুখী দেশ কোনটি?
উ : ফিনল্যান্ড।

প্রশ্ন : বিশ্ব সুখ প্রতিবেদন ২০১৯ অনুযায়ী বিশ্বের সর্বনিম্ন সুখী দেশ কোনটি?
উ :: দক্ষিণ সুদান।

প্রশ্ন : TI রিপাের্ট ২০১৮ অনুযায়ী বর্তমান বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?
উঃ ডেনমার্ক।

প্রশ্ন : TI রিপাের্ট ২০১৮ অনুযায়ী বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?
উঃ সােমালিয়া।

প্রশ্ন : ইথনােলগ-এর বিশ্ব ভাষাচিত্র ২০১৯ অনুযায়ী বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?
উঃ ৭,১১১টি।

প্রশ্ন : ইথনােলগ-এর বিশ্ব ভাষাচিত্র ২০১৯ অনুযায়ী বিশ্বে সর্বাধিক প্রচলিত ভাষার দেশ কোনটি?
উ : পাপুয়া নিউগিনি (৮৪০টি ভাষা)। |

প্রশ্ন : ইথনােলগ-এর বিশ্ব ভাষাচিত্র ২০১৯ অনুযায়ী বিশ্বে শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি?
উঃ চৈনিক (মান্দারিন)।

| প্রশ্ন : ২০১৯ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উ : হংকং।

প্রশ্ন ও ২০১৯ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বিশ্বের সর্বনিম্ন দেশ কোনটি?
উ : উত্তর কোরিয়া।

প্রশ্ন : ২০১৯ সালের EIU প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
উঃ নরওয়ে।

প্রশ্নঃ ২০১৯ সালের EIU প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক গণতন্ত্র সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি?
উ : উত্তর কোরিয়া।

প্রশ্নঃ এল সালভাদরের প্রথম মুসলিম প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
উঃ নাইব বুকেলে।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ৮৫তম অ্যাটর্নি জেনারেল কে?
উ : উইলিয়াম বার।

প্রশ্ন : মেসিডােনিয়ার বর্তমান রাষ্ট্রীয় নাম Republic of North Macedonia কার্যকর হয় কবে?
উঃ ৩০ সেপ্টেম্বর ২০১৮।

প্রশ্নঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মুসলমান অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলের নাম কী?
উ : Bangsamoro.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    671 Views
    by raja
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    95 Views
    by rajib
    0 Replies 
    656 Views
    by raihan
    0 Replies 
    22775 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]