Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7488
প্রশ্ন : জাপানের নতুন রাজকীয় যুগের নাম কি?
উ : Reiwa।

প্রশ্নঃ বৈশ্বিক সামরিক ব্যায় ২০১৮ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
উ : যুক্তরাষ্ট্র।

প্রশ্নঃ বৈশ্বিক শিশু অধিকার সূচক ২০১৯ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
উ : আইসল্যান্ড।

প্রশ্ন ও বৈশ্বিক শিশু অধিকার সূচক ২০১৯ অনুযায়ী সর্বনিম্ন দেশ কোনটি?
উ : আফগানিস্তান।

প্রশ্ন : প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে ২০১৯ সালে শীর্ষ দেশ কোনটি?
উ : ভারত।

প্রশ্ন : প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে ২০১৯ সালে সর্বনিম্ন দেশ কোনটি?
উঃ টোঙ্গা।

প্রশ্ন : বিশ্ব ব্যাংকের বর্তমান ও ১৩তম প্রেসিডেন্ট কে?
উ : ডেভিস ম্যালপাস (যুক্তরাষ্ট্র)।

প্রশ্নঃ BRICS-এর ১১তম শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উ : ১৩-১৪ নভেম্বর ২০১৯ সালে, ব্রাজিলের ব্রাসিলিয়াতে।

প্রশ্ন : আরব লীগের ৩০তম শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
| উ : ৩১ মার্চ ২০১৯ সালে তিউনিসিয়ার তিউনিসে।

প্রশ্নঃ প্রথমবারের মত নেপাল স্যাটেলাইট উৎক্ষেপণ করে কবে?
| উ : ২১ এপ্রিল ২০১৯ (স্যাটেলাইটের নাম- নেপালি সেট-১)।

প্রশ্নঃ সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির কত বছর ক্ষমতায় ছিলেন?
উ : ৩০ বছর।

প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প সিরিয়ার গােলান মালভূমিকে ইসরাইলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় কবে?
উ : ২৫ মার্চ ২০১৯।

প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘােষণা করে কবে?
উঃ ৮ এপ্রিল ২০১৯।

প্রশ্নঃ ১২তম ICC ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কবে?
উ : ৩০ মে -১৪ জুলাই ২০১৯ সালে।

প্রশ্নঃ ১২তম ICC ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোন দেশে?
উ : ইংল্যান্ড ও ওয়েল’এ (মােট ভেন্যু ১১টি)।

প্রশ্ন : ২০১৯ সালের সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উ : নরওয়ে।

প্রশ্ন : ২০১৯ সালের সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উ : তুর্কমেনিস্তান।

প্রশ্নঃ ই-কমার্স বাণিজ্যে শীর্ষ দেশ কোনটি ?
উ: যুক্তরাষ্ট্র।

প্রশ্নঃ উইকিলিকস’এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাজ্যে অবস্থিত কোন দেশের দূতাবাস থেকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করে?
উ : ইকুয়েডরের দূতাবাস থেকে গ্রেপ্তার করে।

প্রশ্নঃ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব স্টার সানডে’তে শ্রীলংকার রাজধানী কলম্বােসহ তিনটি শহরের আটটি স্থানে সিরিজ বােমা হামলার ঘটনা ঘটে কবে?
উ : ২১ এপ্রিল ২০১৯ সালে।

প্রশ্নঃ স্লোভাকিয়ার প্রথম ও বর্তমান নারী প্রেসিডেন্ট কে?
উ : জুজানা কাপুতােভার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    920 Views
    by bdchakriDesk
    0 Replies 
    564 Views
    by bdchakriDesk
    0 Replies 
    500 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1761 Views
    by raja
    0 Replies 
    4 Views
    by afsara

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]