Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7487
প্রশ্ন : মিসরের ইতিহাসে গণমানুষের ভােটে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মুরসি কবে মারা যান?
উঃ ১৭ জুন ২০১৯ সালে।
প্রশ্ন : সৌদি আরবে প্রথমবারের মত বাণিজ্যিক বিমান পরিচালনার অনুমতি লাভকারী প্রথম নারী পাইলট
উ : ইয়াসমিন আল মায়মানি।
প্রশ্ন ও সম্প্রতি ৬ জুন ২০১৯ আফ্রিকান ইউনিয়ন (AU) কোন দেশটির সদস্যপদ স্থগিত করে? উ : সুদানের।
প্রশ্ন : সাইবার সিকিউরিটি ইনডেক্স এর সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
উ : চেক প্রজাতন্ত্র।
প্রশ্ন : সাইবার সিকিউরিটি ইনডেক্স’এ সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উ : দক্ষিণ সুদান।
প্রশ্ন : SDG লিঙ্গ সমতা সূচক ২০১৯ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
উ : ডেনমার্ক।
প্রশ্নঃ SDG লিঙ্গ সমতা সূচক ২০১৯ অনুযায়ী সর্বনিম্ন দেশ কোনটি?
উ : শাদ।
প্রশ্ন : বিশ্ব সক্ষমতা সূচক ২০১৯ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
উ : সিঙ্গাপুর।
প্রশ্ন : বিশ্ব সক্ষমতা সূচক ২০১৯ অনুযায়ী সর্বনিম্ন দেশ কোনটি?
উ : ভেনিজুয়েলা।
প্রশ্ন : অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উ : যুক্তরাষ্ট্র।
প্রশ্ন ও অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উ : সৌদি আরব।
প্রশ্নঃ অপরিণত শিশুর জন্মহারে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উ : বাংলাদেশ।
প্রশ্ন : বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১২তম সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে।
উ : ৮-১১ আগস্ট ২০২০ সালে, কাজাখস্তানের রাজধানী নুর সুলতান’এ।
প্রশ্ন : ইরান কবে আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে আংশিক বেরিয়ে যাওয়ার ঘােষণা দেয়?
উ : ৮ মে ২০১৯ সালে।
প্রশ্ন : ২০১৯ সালের ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ লাভ করেন কে?
উ : ওমানের লেখিকা জোখা আলহারথি (Clestial Bodies গ্রন্থের জন্য)।
প্রশ্ন ও জাপান বিশ্বের সবচেয়ে দ্রুততম বুলেট ট্রেন চালু করে কবে?
উ : ১০ মে ২০১৯।
প্রশ্ন : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র বহনে সক্ষম BELGOROD নামক বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাবমেরিন উদ্বোধন করেন কবে?
উ : ২৩ এপ্রিল ২০১৯।
প্রশ্ন : সম্প্রতি কোন দেশটি সেই দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিনকার্ড প্রদানের সিদ্ধান্ত নেয়?
উ : সৌদি আরব।
প্রশ্ন : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং জন কবে বৈঠক করেন?
উঃ ২৫ এপ্রিল ২০১৯।
প্রশ্ন : ভারতের ১৭তম লােকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কোন দল?
উ : জাতীয় গণতান্ত্রিক জোট বা NDA ৩৫১টি আসন লাভ করে (ভারতীয় জনতা পার্টি)।
প্রশ্ন : জাপানের ১২৫তম সম্রাট আকিহিতাে সিংহাসন ত্যাগ করেন কবে?
উ : ৩০ এপ্রিল ২০১৯।
প্রশ্নঃ ১ মে ২০১৯ জাপানের ১২৬তম সম্রাট হিসেবে সিংহাসন আরােহণ করেন কে?
উ : নারুহিতাে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    670 Views
    by raja
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    95 Views
    by rajib
    0 Replies 
    656 Views
    by raihan
    0 Replies 
    22774 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]