Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#7471
প্রশ্নঃ ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে?
উঃ সুব্রামানিয়াম জয়শঙ্কর।

প্রশ্নঃ ভারতের ১৭ তম লোকসভার স্পিকার কে?
উঃ ওম বিড়লা।

প্রশ্নঃ বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি?
উঃ তুরস্ক।

প্রশ্নঃ বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ কোনটি?
উঃ সিরিয়া।

প্রশ্নঃ ইউনেস্কো ঘোষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী কোনটি?
উঃ ব্রাজিলের রিও ডি জেনোরি।

প্রশ্নঃ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) এর নতুন ও নবম মহাপরিচালক কে?
উঃ কিউ ডংগিউ (চীন)।

প্রশ্নঃ G-20 এর ১৪ তম শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ২৮-২৯ জুন ২০১৯ সালে, জাপানের ওসাকাতে।

প্রশ্নঃ ASEAN এর শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ ২০-২৩ জুন ২০১৯ সালে থাইল্যানেডর ব্যাংককে।

প্রশ্নঃ মালদ্বীপের পার্লামেন্টের বর্তমান স্পিকার কে?
উঃ সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।

প্রশ্নঃ আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (LAEA) ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে কবে?
উঃ ১৮ জুন ২০১৯।


সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    670 Views
    by raja
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    651 Views
    by shanta
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    95 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]